letter কাকে বলে কত প্রকার ও কি কি

Nir
0
letter কাকে বলে কত প্রকার ও কি কি

Letter অর্থ বর্ণ যার Synonym বা সমার্থক শব্দ (একই জাতীয় শব্দ) Alphabet ইংরেজি Letter ব্যবহৃত হয় শব্দ (word) তৈরিতে। 
 

Letter কাকে বলে?

যেসকল বর্ণ বা অক্ষর শব্দ তৈরিতে ব্যবহৃত হয়, ঐ সকল বর্ণকে বলা হয় Letter বা বর্ণ। 

প্রত্যেক ভাষারই রয়েছে নির্দিষ্টি সাংকেতিক চিহ্ন যেসকল চিহ্ন ব্যবহার করে শব্দ তৈরি করা যায়। ইংরেজি ভাষার ক্ষেত্রেও রয়েছে কতকগুলো সাংকেতিক চিহ্ন, যেগুলো ব্যবহার করা হয় শব্দ তৈরি করার জন্য। এসকল সাংকেতিক চিহ্নকেই বলা হয় এক একটি Letter বা বর্ণ। 

ইংরেজি ভাষায় Letter হলো মোটে ২৬টি। যথা; 

A, B, C, D, E, F. G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z

 

Letter কত প্রকার ও কী কী?

Letter বা বর্ণ মূলত ৩ প্রকার। যথা

  1. Consonant (২১টি) 
  2. Vowel (৫টি) 
  3. Semi vowel (২টি)  

এছাড়াও লেখার ভিত্তিতে আরও ২ ধরনের Letter রয়েছে। যথা; 

  1. Capital Letter
  2. Small Letter

Letter কত প্রকার ও কি কি

Consonant

যেসকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় না বরং Vowel এর সাহায্য নিয়ে উচ্চারিত হয়, ঐ সকল বর্ণ বা Letter কে Consonant বলে।

Consonant উচ্চারিত হয় vowel এর সাহায্যে যেমন B একটি Consonant এটি উচ্চারিত হয় B = B + E যেখানে E হলো একটি Vowel এবং B হলো Consonant.

Consonant ২১টি। যথা;

B

C

D

F

G

H

J

K

L

M

N

P

Q

R

S

T

V

W

X

Y

Z

 

Vowel

যেসকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় ঐ সকল বর্ণকে বলা হয় Vowel. যেমন; A = A + A

Vowel হলো ৫টি। যথা;

 

a

e

i

o

u

 

Semi Vowel

ইংরেজি Letter এ Semi vowel হলো ২টি। যথা w, y এই দুটি বর্ণকে বলা হয় Semi vowel

 

w

y

তবে w, y সবসময় Semi vowel হয়না। কখনো কখনো এই letter দুটি consonant হয়।

 

Capital Letter

বড় হাতের অক্ষরকে Capital Letter বলে। যেমন; A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. কোনো বাক্যের শুরুতে বা নামের আগে প্রথম বর্ণ বা Letter টি বড় হাতের অক্ষরে হয়, যেমন Eat এখানে E হলো Capital Letter. 

 

Small Letter

ছোট হাতের অক্ষরকে Small Letter বলে। যেমন; a b c d e f g h i j k l m n o p q r s t. কোনো বাক্যের বা নামের প্রথম বর্ণের পরের সব বর্ণ বা Letter টি ছোট হাতের অক্ষরে হয়, যেমন Eat এখানে at হলো Small Letter.

 

w ও y কখন Consonant হয়

1.    কোনো word বা শব্দের শুরুতে w অথবা y থাকলে consonant হয়। যেমন; yellow, work এখানে y, w এর অবস্থান শব্দের শুরুতে, কাজেই এটি Consonant.  

 

w ও y কখন Semi Vowel হয়

2.     কোনো word বা শব্দের মাঝে বা শেষে w অথবা y থাকলে Vowel হয়। যেমন; Draw, may, my এখানে w, y এর অবস্থান শব্দের পরে হওয়ায় এটি semi vowel.

একনজরে

letter কাকে বলে কত প্রকার ও কি কি

নোটঃ

১. শব্দের শুরুতে w, y থাকলে consonant.

২. শব্দের প্রথম বর্ণের পরে বা শেষে থাকলে Vowel.

 

Letter এর ব্যবহার

Letter হলো ভাষার মূল উপাদান। Letter দিয়েই শব্দ গঠিত হয়। আর শব্দ দিয়েই বাক্য গঠিত হয়। তাই Letter এর ব্যবহার নিম্নরূপ:


শব্দ গঠন: Letter দিয়েই শব্দ গঠিত হয়। যেমন, "Y+O+U" = "You"।

বাক্য গঠন: Letter দিয়েই বাক্য গঠিত হয়। যেমন, "I + Eat + Rice" = I eat rice "আমি ভাত খাই"। এখানে প্রত্যেকটা Letter দিয়ে শব্দ তৈরি হয়েছে। এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি হয়েছে।

ভাব প্রকাশ: Letter দিয়েই ভাব প্রকাশ করা হয়। যেমন, "I" শব্দটি দিয়ে "আমি" নিজেকে প্রকাশ করি।

জ্ঞান অর্জন: Letter দিয়েই জ্ঞান অর্জন করা হয়। যেমন, আমরা বই পড়ে letter দিয়ে লেখা শব্দ ও বাক্য বুঝতে পারি।

যোগাযোগ: letter দিয়েই যোগাযোগ করা হয়। যেমন, আমরা চিঠি, ইমেল, বার্তা ইত্যাদির মাধ্যমে Letter দিয়ে লেখা শব্দ ও বাক্য ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করি।

 

Letter এর অন্যান্য ব্যবহার

Letter এর অন্যান্য ব্যবহার নিম্নরূপ:


গান ও কবিতা রচনা: Letter দিয়েই গান ও কবিতা রচনা করা হয়।

ভাষা শিক্ষা: Letter দিয়েই ভাষা শিক্ষা করা হয়।

তথ্য প্রক্রিয়াকরণ: Computer ও অন্যান্য যন্ত্রে Letter দিয়েই তথ্য প্রক্রিয়াকরণ করা হয়।

প্রতীক ও চিহ্ন তৈরি: Letter দিয়েই প্রতীক ও চিহ্ন তৈরি করা হয়।

 

letter এর গুরুত্ব

Letter হলো ভাষার মূল উপাদান। তাই Letter এর গুরুত্ব অপরিসীম। Letter ছাড়া ভাষার অস্তিত্ব নেই। আমরা Letter দিয়েই ভাব প্রকাশ করি, জ্ঞান অর্জন করি, যোগাযোগ করি, এবং বিভিন্ন কাজ করি।

 

শেষ কথা  

আশাকরি এই নিবন্ধ হতে আমরা letter কাকে বলে কত প্রকার ও কি কি এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারো নিচের কমেন্ট বক্সে। দ্রুত তোমাদের মন্তব্যের রিপ্লাই প্রদান করা হবে। 


আরও পড়ুন

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

Syllable কাকে বলে কত প্রকার ও কী কী

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!