কবিতাঃ অলস (নাইমুল ইসলাম ইমন)

MD Nazir Hossain

January 31, 2023

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

অলস

নাইমুল ইসলাম ইমন

———————————–

বিলম্ব করে লাভ কি বলো!

যা করবার তাড়াতাড়ি করো।

ওহে আমার মহাশয়,

তুমি অলস অতিশয়!

জীবনটা হেলায় কাটালে,

কোনো লাভ কি হয়?

তোমার দ্বারা উন্নতি,

কেনো সম্ভব নয়!

তোমার কারণেই জীবন,

বিপদগ্রস্ত বেদনাময়।

কষ্ট করেছে যারা,

ইতিহাসে নাম লেখিয়েছে তারা।

তুমিও হাঁটো তাদের পিছু,

পরিশ্রম করিও কিছু।

থাকতে হবেনা তাহলে,

কখনোই নিচু।

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।