কবিতাঃ অলস (নাইমুল ইসলাম ইমন)

Naimul's Notes
0


অলস

নাইমুল ইসলাম ইমন

-----------------------------------

বিলম্ব করে লাভ কি বলো!

যা করবার তাড়াতাড়ি করো।

ওহে আমার মহাশয়,

তুমি অলস অতিশয়!

জীবনটা হেলায় কাটালে,

কোনো লাভ কি হয়?

তোমার দ্বারা উন্নতি,

কেনো সম্ভব নয়!

তোমার কারণেই জীবন,

বিপদগ্রস্ত বেদনাময়।

কষ্ট করেছে যারা,

ইতিহাসে নাম লেখিয়েছে তারা।

তুমিও হাঁটো তাদের পিছু,

পরিশ্রম করিও কিছু।

থাকতে হবেনা তাহলে,

কখনোই নিচু।

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!