ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া |
ভ্রমণপ্রিয় ব্যাক্তিদের অধিকাংশেরই রেলভ্রমণ বেশ পছন্দের। ট্রেনে বসে রূপসি বাংলার পথ-ঘাট চারদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় অনায়াসেই। ফলস্বরূপ অধিকাংশই ভ্রমণসঙ্গী হিসেবে রেলকেই বেছে নেয়।
যাইহোক, আপনি যেহেতু এই কন্টেন্টটি পড়ছেন, কাজেই আপনি নিশ্চয়ই রেল ভ্রমণের জন্য ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন। এই পোস্টে আমি আপনাদের জানাবো ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া সেই সাথে উক্ত ট্রেন সমূহ কখন ছাড়ে, কতক্ষন সময় লাগে ঢাকা হতে ট্রেনে সিলেট পৌঁছাতে যাবতীয় তথ্য।
ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
ঢাকা থেকে সিলেট রুটে মোটে ৪টি আন্তনগর ট্রেন চলাচল করে। এদের মধ্যে রয়েছে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস। এই চারখানা ট্রেন ঢাকা থেকে সিলেট রুটে নিয়মিত চলাচল করে। উক্ত ট্রেন সমূহের ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার সময় এবং সিলেট রেলস্টেশনে পৌঁছানোর সময় এবং সেই সাথে ছুটির দিন সহ নিচে সময়সূচী দেয়া হলোঃ
ট্রেনের নাম |
ছাড়ার সময় |
পৌঁছানোর সময় |
ছুটির দিন |
পারাবত এক্সপ্রেস PARABAT EXPRESS (709) |
06:20 am |
01:00 pm |
মঙ্গলবার |
জয়ন্তিকা এক্সপ্রেস JAYENTIKA EXPRESS (717) |
11:15 am |
06:00 pm |
নাই |
কালনি এক্সপ্রেস KALNI EXPRESS (773) |
03:00 pm |
09:30 pm |
শুক্রবার |
উপবন এক্সপ্রেস UPABAN EXPRESS (739) |
08:30 pm |
05:00 am |
বুধবার |
ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
ঢাকা হতে সিলেট রুটে সুরমা এক্সপ্রেস নামে মোটে ১টি মাত্র ট্রেন চলাচল করে। এই ট্রেনটির কোনো ছুটির দিন নেই। সুরমা এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিনই চলাচল করে। তবে মেইল এক্সপ্রেস হওয়ার দরুন এই ট্রেনটির ঢাকা থেকে সিলেট পৌঁছাতে বেশ সময় লাগে। কিন্তু ভাড়া শ্রেণিভেদে বেশ কম। উক্ত ট্রেনটির ছাড়ার সময়, পৌঁছানোর সময় এবং ছুটির দিন নিচে দেয়া হলোঃ
ট্রেনের নাম |
ছাড়ার সময় |
পৌঁছানোর সময় |
ছুটির দিন |
সুরমা এক্সপ্রেস |
10:50 am |
12:10 pm |
নাই |
ঢাকা হতে সিলেট ট্রেনের ভাড়া তালিকা
এতক্ষণ আমরা দেখলাম ঢাকা থেকে সিলেট রুটে নিয়মিত চলাচল করা ট্রেনসমূহ, ছাড়ার সময়, পৌঁছানোর সময় এবং সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু এখনও অব্ধি আমরা ভাড়ার তালিকাটি জানলাম না। শ্রেণিভেদে ভাড়ার তালিকা ভিন্ন হওয়ার দরুন এটি পৃথকভাবে দেয়া হচ্ছে। ঢাকা হতে সিলেট রুটে চলাচল করা সকল ট্রেনের ক্ষেত্রে ভাড়া একই। নিচে ঢাকা হতে সিলেট ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ
আসন |
টিকিট মূল্য |
শোভন |
২৬৫ টাকা |
শোভন চেয়ার |
৩২০ টাকা |
প্রথম সিট |
৪২৫ টাকা |
প্রথম বার্থ |
৬৪০ টাকা |
স্নিগ্ধা |
৬১০ টাকা |
এসি সিট |
৫৫৮ টাকা |
এসি বার্থ |
১০৯৯ টাকা |
ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়াঃ পরিশিষ্ঠ
ঢাকা হতে সিলেট ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে টিকিট কাটার মুহুর্তে সময় ও ভাড়া দেখে নিতে পারেন। যারা সিলেট ভ্রমণের জন্য রাতে রওয়ানা দেন, তাদের জন্য সেরা অপশন হলো উপবন এক্সপ্রেস। ব্যাক্তিগত ভাবে এই ট্রেনখানা আমার বেশ প্রিয়। উপবন এক্সপ্রেস ভোঁর পাঁচটায় সিলেট পৌঁছে। ফলে বেশ সময় থাকে হাতে। অধিকাংশ ভ্রমণকারি রাত্রিকালীন এই ট্রেনখানাই বেঁচে নেন, বিশেষকরে যারা একদিনে সিলেট ভ্রমণে যাত্রা করে। সিলেট হতে ঢাকায় ফেরার ক্ষেত্রেও এই ট্রেনখানা সেরা। সারাদিন সিলেট ঘুরে রাতে উপবন এক্সপ্রেসে ফেরা যায় ঢাকায়। রাত সাড়ে এগারোটায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনখানা যাত্রা করে, ফলে রাতের ট্রেনে ঢাকায় ফেরা যায়, ঢাকায় পৌঁছে ভোঁর সাতটায়।
আপনার যাত্রা শুভ হোক!
nice
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ
Delete