দুরত্ব - আফরা ইবনাত নওশিন |
দুরত্ব
আফরা ইবনাত নওশিন
কোথায় আছো?
শুনছো?
কোথায় তুমি? কতদুর?
কত মাইল ফুরোলে তোমাকে পাবো?
ঐ উচু কৃষ্ণচূড়া গাছের পাশে পিচঢালা পথে,
আঙুলে আঙুল রেখে হাঁটবো।
বেশি কিছুই চাইছি না তো,
একটা পিচঢালা পথে তোমার সঙ্গী হতে চাইছি শুধু,
তুমি না হয় শুভ্র পাঞ্জাবি টা পড়ে নিও,
আর আমার থাকবে হাতভরা রেশমি চুড়ি,,
ছোট্ট টিপ,আসমানী শাড়ি,,,
আর তোমার জন্য না ফুরানো একটা বিকেল....
পৃথিবীর সমস্ত নিরবতা ভেঙে
একবার ছুটে যেতে চাই তোমার কাছে,,,
বলো,
হাতটা তখন শক্ত করে ধরবে তো???...
লেখক - আফরা ইবনাত নওশিন (রংপুর)
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।