চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে বর্তমানে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। কক্সবাজার পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি গন্তব্য তার নৈসর্গিক সমুদ্র সৈকতের কারণে। অতীতে এ রুটে কোনো রেল যোগাযোগ ছিলো না, বর্তমানে রেল যোগাযোগ চালু হওয়ার ফলে-কক্সবাজার ভ্রমণ বেশ সহজ হয়ে গিয়েছে।
চট্রগ্রাম থেকে কক্সবাজার বাসের থেকে ট্রেনে সময় ও ভাড়া দুটিই কম লাগে। যার ফলে অনেকেই এই রুটে ট্রেনকেই বেঁচে নেয়। আর তাই আজকে আমরা এই নিবন্ধে চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলকারী প্রত্যেকটা ট্রেন, চট্রগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া তালিকা সহ যাবতীয় বিষয় জানবো।
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী
চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে বর্তমানে মোটে ৪টি ট্রেন চলাচল করে। ট্রেনগুলো হলো;
- কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪) - বিরতিহীন ট্রেন
- পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬) - বিরতীহীন ট্রেন
- প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩) - লোকাল ট্রেন
- সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪) - লোকাল ট্রেন
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে ২ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনগুলো হলো;
- কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪)
- পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬)
উপরুক্ত ট্রেন দুটির মধ্যে পর্যটকদের কাছে সর্বাধিক জনপ্রিয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। কারণ এই ট্রেনটিতে কক্সবাজার দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায়।
নিচে চট্রগ্রাম টু কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনের সময়সূচী দেয়া হলো;
ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | যাত্রাপথে মোট সময় | বন্ধের দিন |
কক্সবাজার এক্সপ্রেস (Coxs Bazar Express) | 04:20 AM | 07:20 AM | 3h | Monday |
পর্যটক এক্সপ্রেস (Parjotak Express) | 11:40 AM | 02:40 PM | 3h | Wednesday |
উপরের ট্রেনগুলোর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন দুটি বিরতিহীন ট্রেন, যা যাত্রাপথে কোনো স্টেশনে বিরতি দেয়না বা থামায় না।
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী (লোকাল)
চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন ব্যাতিত লোকাল ট্রেনও চলাচল করে। এ রুটে মোটে ২টি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করে। ট্রেনগুলো হলো;
- প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩)
- সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪)
এই ট্রেন দুটির মধ্যে সৈকত এক্সপ্রেস স্থানীয় ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয়। কারণ এ ট্রেনটি সকালে চট্রগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিধায় কক্সবাজার দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায়।
নিচে চট্রগ্রাম টু কক্সবাজারের লোকাল ট্রেন দুটির সময়সূচী দেয়া হলো;
ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | যাত্রাপথে মোট সময় | বন্ধের দিন |
সৈকত এক্সপ্রেস (Shaikat Express) | 06:15 AM | 09:50 AM | 3h 35m | Monday |
প্রবাল এক্সপ্রেস (Probal Express) | 03:10 PM | 07:00 PM | 3h 55m | Monday |
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের ভাড়া তালিকা
চট্রগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া খুব বেশি নয়। অন্যান্য পরিবহন থেকে এ রুটে ট্রেনের ভাড়া বেশ কম।
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া শোভন ১৮৫, শোভন চেয়ার, ২২৫, এফ চেয়ার ৩৪০, স্নিগ্ধা ৪৭০ এবং এসি চেয়ারের ভাড়া ৫৬৫ টাকা।
এক নজরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা;
আসন | ভাড়া |
শোভন | ১৮৫ টাকা |
শোভন চেয়ার | ২২৫ টাকা |
এফ চেয়ার | ৩৪০ টাকা |
এফ সীট | ৩৪০ টাকা |
স্নিগ্ধা | ৪৭০ টাকা |
এসি চেয়ার | ৫৬৫ টাকা |
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচীঃ কিছু গুরুত্বপূর্ণ তথ্য
চট্রগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার। বিষয়গুলো হলো;
টিকিটের প্রাপ্যতাঃ চট্রগ্রাম টু কক্সবাজার রেল ভ্রমণ পর্যটক সহ স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। যার ফলে যাত্রার দিন অধিকাংশ সময়ই ট্রেনের টিকিট পাওয়া যায়না। কাজেই ভ্রমণের ক্ষেত্রে Bangladesh Railway E-ticketing Service ওবেবসাইট থেকে যাত্রার মিনিমাম ৪/৫ দিন আগে টিকিট ক্রয় করুন।
অনলাইন টিকিটিং সুবিধাঃ চট্রগ্রাম টু কক্সবাজার অনলাইন টিকিট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করবেন। এবং অবশ্যই টিকিটের পিডিএফ ফোনে রেখে দিবেন। প্রিন্ট কপির প্রয়োজন নেই।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
চট্রগ্রাম টু কক্সবাজার বিরতিহীণ ট্রেনের নাম
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে চলাচলকারী বিরতিহীন ট্রেনগুলো হলো, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস।
চট্রগ্রাম টু কক্সবাজার ভ্রমণে কোন ট্রেন বেশি আরামদায়ক এবং সময় কম লাগে?
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ট্রেন দুটি বিরতিহীন হওয়ায় এ রুটে চলাচলকারী অন্য ট্রেনগুলোর তুলনায় বেশি আরামদায়ক, এবং কক্সবাজার পৌঁছাতে সময় ও কম লাগে।
চট্রগ্রাম টু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া শোভন ১৮৫, শোভন চেয়ার, ২২৫, এফ চেয়ার ৩৪০, স্নিগ্ধা ৪৭০ এবং এসি চেয়ারের ভাড়া ৫৬৫ টাকা।
চট্রগ্রাম টু কক্সবাজার লোকাল ট্রেনের নাম
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে চলাচলকারী লোকাল ট্রেনগুলো হলো, প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস।
চট্রগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচীঃ পরিশিষ্ট
আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের ভাড়া তালিকা সহ যাবতীয় বিষয় জানতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের মন্তব্য সেকশনে। আপনার মন্তব্যের উত্তর প্রদান করা হবে দ্রুত।
আপনার যাত্রা শুভ হোক!