উইব্লগবিডিতে লেখালিখি শুরু করুন | নতুনদের জন্য সম্পূর্ণ গাইডলাইন

MD Nazir Hossain

April 18, 2025

কিভাবে আর্টিকেল লিখবেন?
✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

অবশেষে উইব্লগবিডির যাত্রা শুরুর দীর্ঘ আড়াই বছর পর, উইব্লগবিডি সকলের জন্য উন্মুক্ত হয়ে গেলো। এখন যেকেউ উইব্লগবিডিতে লিখতে পারবেন। উইব্লগবিডির মাধ্যমে আপনি আপনার লেখালিখির যাত্রা কিংবা ব্লগিং যাত্রা শুরু করতে পারেন।

উইব্লগবিডিতে আপনার জন্য রয়েছে লেখক ড্যাশবোর্ড সহ সবকিছু। আপনার লেখাটি যেকেউ গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেই সাথে বিশ্বব্যাপি পাঠকের কাছে পৌঁছে যাবে আপনার লেখাটি। তো চলুন, আমরা শিখে ফেলি কিভাবে উইব্লগবিডিতে লেখা প্রকাশ করবেন;

✍️ আর্টিকেল লেখার ধাপসমূহ:

১. আর্টিকেলের শিরোনাম (*)

আপনার লেখার মূল বিষয়বস্তু বুঝায় এমন একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও স্পষ্ট শিরোনাম দিন। একটি আর্টিকেলের মূল বিষয় হলো শিরোনাম। কারণ শিরোনাম পড়েই সেই আর্টিকেল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং শিরোনাম এমন আকর্ষণীয় হওয়া উচিৎ, যাতে পাঠক পড়েই সে আকৃষ্ট হয়ে যায় মূল বিষয়বস্তু পড়তে।

শিরোনামের উদাহরণ: “ফ্রিল্যান্সিং শুরু করার ৫টি কার্যকরী পরামর্শ”

২. সংক্ষিপ্ত বর্ণনা

এখানে ১-২ লাইনে পুরো আর্টিকেলের সারমর্ম লিখুন। এটি পাঠকদের আর্টিকেলটি পড়ার আগ্রহ তৈরি করবে। এবং এটি গুগল এসইও তে সহায়তা করবে। কাজেই সুন্দর একটি সারমর্ম লিখে ফেলুন অল্প কথায় ১,২ লাইনে।

৩. বিস্তারিত লেখা (*)

আপনার মূল আর্টিকেলটি এখানে লিখবেন। প্রতিটি অনুচ্ছেদ ভাগ ভাগ করে লিখুন, Paragraph অপশন থেকে উপশিরোনাম ব্যবহার করুন। উপশিরোনাম ব্যবহার করা হয় বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে এবং প্রাসঙ্গিক তথ্য যুক্ত করুন। এই বক্সে আপনি লিখবেন আপনার পুরো আর্টিকেল। কাজেই আকর্ষণীয় করে তুলুন।

এই অংশে তথ্যবহুল, নির্ভরযোগ্য ও মৌলিক কন্টেন্ট লিখুন। অর্থাৎ সম্পূর্ণ নিজের লেখা। অবশ্যই কপি-পেস্ট এড়িয়ে চলুন।

বিস্তারিত লেখার সেকশনে যা যা আছে -> Paragraph (এখানে অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে paragraph থাকবে, তবে লেখাকে বড় করতে paragraph চেপে Heading ব্যবহার করুন), B (Bold নির্দিষ্ট লেখাকে গাঢ় করতে), I (Italic নির্দিষ্ট লেখাকে বাকা করতে), Bulleted List (যেকোনো লিস্ট তৈরি করতে), Blockquote (বিভিন্ন উক্তি লেখার ক্ষেত্রে), Align left, Align center, Align right, insert edit link (লিংক যুক্ত করতে), Full Screen (পুরো স্ক্রিনে বিস্তারিত লেখার বক্স, পুরো স্ক্রিন বাদ দিতে এই অপশনটি আবার চাপুন)

উপরুক্ত ফিচারসমূহ ব্যবহারের মাধ্যমে লেখার স্ট্রাকচার সুন্দর, স্মার্ট করে তুলুন যাতে করে পাঠক ফ্রেন্ডলি হয়।

গুরুত্বপূর্ণ বিষয়ঃ যেই বিষয় নিয়ে লিখবেন, সেই বিষয়টি একাধিকবার উল্লেখ্য করুন, অতিরিক্ত নয়। গুগলে যা যা সার্চ হয়, সেই বিষয়।

৪. ক্যাটেগরি নির্বাচন (*)

ড্রপডাউন মেনু থেকে আপনার আর্টিকেলের উপযুক্ত ক্যাটেগরি নির্বাচন করুন। এটি বাধ্যতামূলক।

যেমন: প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং ইত্যাদি।

৫. কিওয়ার্ড (কমা দিয়ে আলাদা করুন)

আপনার আর্টিকেলটি যাতে সহজে সার্চ করা যায়, সেজন্য গুরুত্বপূর্ণ কীওয়ার্ড লিখুন। কারণ এই কিওয়ার্ডগুলো অনুযায়ী গুগল সার্চে আপনার আর্টিকেলটি দেখা যাবে। কাজেই এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখুন।

উদাহরণ: ফ্রিল্যান্সিং, অনলাইন আয়, ঘরে বসে কাজ

৬. ফিচার ইমেজ

একটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক ছবি আপলোড করুন যা আপনার লেখাকে আরও মনোগ্রাহী করে তুলবে। এই ছবিটি আমাদের ওয়েবসাইটে ফিচার ইমেজ হিসেবে দেখাবে। ফিচার ইমেজ যত আকর্ষণীয় হয়, পাঠকের আগ্রহ তত বাড়ে সেই লেখাটি পড়তে। কাজেই এ বিষয়ে খেয়াল রাখুন।

অবশ্যই ইমেজটি অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।

৭. আর্টিকেল সাবমিট

সব তথ্য সঠিকভাবে দিয়ে থাকলে “আর্টিকেল সাবমিট” বাটনে ক্লিক করে আপনার লেখা প্রকাশের জন্য পাঠান। আপনি যদি ভ্যারিফায়েড আথার এবং ট্রাস্টেড আথার না হন, সেক্ষেত্রে আপনার লেখাটি আমাদের কাছে পর্যালোচনায় আসবে। আমরা আপনার লেখাটি পর্যালোচনা করে চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিশ করে দিবো। আপনার ড্যাশবোর্ডে নোটিফিকেশনের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন।

নূন্যতম ১০টি হাই কোয়ালিটি তথ্যবহুল আর্টিকেল লেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন Verified Author রোলটি। এবং Trusted Author সেরা ৫ জনকে এই রোলটি দিবো। যারা হয়ে উঠবে আমাদের টিমেরই সদস্য। উভয় আথারের সুবিধা হলো। কন্টেন্ট পাবলিশ হবে সাথে সাথে। কোনোরকম পর্যালোচনায় আসবেনা। এবং আরও অনেক সুযোগ-সুবিধা তো থাকছেই।

৮. ড্রাফট অপশন

আপনি চাইলে লেখাটি পরে সম্পাদনার জন্য “ড্রাফট” এ সংরক্ষণ করতে পারেন। কারণ একটা সম্পূর্ণ লেখা একেবারে লেখা সম্ভব হয়না অনেক ক্ষেত্রেই। এইক্ষেত্রে আপনি ড্রাফট এ সংরক্ষণ করে রাখতে পারেন। ধিরে ধিরে সম্পাদন করতে পারবেন।

অতিরিক্ত টিপসঃ

১. বানান ও ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখুন। বানান নির্ভুল এবং ভাষা যেনো হয় মাধূর্যপূর্ণ।
২. কোনো উৎস থেকে তথ্য নিচ্ছেন? সঠিকভাবে সূত্র দিন। কারণ এটি খুবই দরকার। অর্থাৎ রেফারেন্স প্রদান করুন লেখার শেষে।
৩.পাঠকের দৃষ্টি আকর্ষণ করার মতো প্রাসঙ্গিক ও উপকারী লেখা তৈরি করুন।
৪. আমরা সর্বদাই চাই, আপনার জ্ঞানে সমৃদ্ধ হোক আমাদের প্ল্যাটফর্ম!
৫. লিখুন আজই এবং উইব্লগবিডি সহ অনলাইনে আপনার চিন্তাগুলো ছড়িয়ে দিন।

শেষ কথা

কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে, বা কোনো প্রশ্ন থাকলে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন। দ্রুত আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে।

আপনার লেখালিখির যাত্রা আনন্দময় হোক!

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।