দুরত্ব – আফরা ইবনাত

MD Nazir Hossain

September 25, 2023

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন
poem-durutto-by-afra-ibnat
দুরত্ব – আফরা ইবনাত নওশিন

দুরত্ব
আফরা ইবনাত নওশিন

 

কোথায় আছো?
শুনছো?
কোথায় তুমি?  কতদুর?
কত মাইল ফুরোলে তোমাকে পাবো?
ঐ উচু কৃষ্ণচূড়া গাছের পাশে পিচঢালা পথে,
আঙুলে আঙুল রেখে হাঁটবো।
বেশি কিছুই চাইছি না তো,
একটা পিচঢালা পথে তোমার সঙ্গী হতে চাইছি শুধু,
তুমি না হয় শুভ্র পাঞ্জাবি টা পড়ে নিও,
আর আমার থাকবে হাতভরা রেশমি চুড়ি,,
ছোট্ট টিপ,আসমানী  শাড়ি,,,
আর তোমার জন্য না ফুরানো একটা  বিকেল….

পৃথিবীর সমস্ত নিরবতা ভেঙে
একবার ছুটে যেতে চাই তোমার কাছে,,,
বলো,
হাতটা তখন শক্ত করে ধরবে তো???…

 
 

লেখক – আফরা ইবনাত নওশিন (রংপুর)

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।