একটা বিকেল চাই
শাহরিয়ার সাজিদ
প্রিয়,
এমন একটা বিকেল চাই !!
যেথায় আনমনে গোধূলি নামে,
নীড়ের খোঁজে ক্লান্ত শঙ্খচিলের দল
গহীন সমুদ্র কোণে ক্ষীণ জোয়ার আসে
এমন একটা বিকেল চাই ।
বকুলের শুকনো মালা দেবো তোমায়,
কলমি ফুলও সুবাস ছড়াবে যেথায়
তুমি লজ্জাবতী বলে সূর্যাস্ত পশ্চিমা দিগন্তে
এমন একটা বিকেল চাই।
উপসংহারহীন কাব্য লিখেছি নিয়ে তোমায়,
কবিতার পঙক্তিগুলোর এসেছে জোয়ার
পড়ে নিও সেই বিকেলে দু- নয়নের মুগ্ধতায়
প্রিয়,এমন একটা বিকেল চাই !!
লেখক – শাহরিয়ার সাজিদ (রংপুর)