ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

May 5, 2023

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

আপনি কি ঢাকা হতে বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি জানতে চাচ্ছেন? তবে আমাদের এই নিবন্ধটি আপনার জন্য। এই নিবন্ধে আজকে আমরা জানবো ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি এবং সেই সাথে এই রুটে চলমান ট্রেনসমূহ সম্পর্কে একটুখানি সংক্ষেপে তথ্য। 

 

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

ঢাকা টু বগুড়া রেলপথে বেশ আরামে ভ্রমণ করা যায়। আর তাই অধিকাংশেই ভ্রমণ সঙ্গী হিসেবে রেলকেই বেঁচে নেয়। উত্তরবঙ্গে প্রবেশের এই রেলপথ বেশ জনপ্রিয়। ট্রেনে ভ্রমণরত অবস্থায় দেখা যায় গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি, ভারী সুন্দর। আর তাইতো আমরা এই নিবন্ধে জানবো ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি।

 

ঢাকা টু বগুড়া রেলপথে দূরত্ব 

বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুযায়ী ঢাকা টু বগুড়া রেলপথে দূরত্ব মোটে ১৯৩ কিলোমিটার বা ১১৯ মাইল। ঢাকা টু বগুড়া ট্রেনে পৌঁছাতে সময় লাগে ৭-৮ ঘন্টা।

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী

ঢাকা টু বগুড়া রুটে মোটে ২টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। ঢাকা টু বগুড়া রুটে চলমান দুটি ট্রেন হলো;

  1. লালমনি এক্সপ্রেস
  2. রংপুর এক্সপ্রেস 

 

লালমনি এক্সপ্রেস

লালমনি এক্সপ্রেস ঢাকা হতে ছেড়ে আসে এবং লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। এটি বাংলাদেশ রেলওয়ে কতৃক্য বিলাশবহুল এবং দ্রুতগতিসম্পূর্ণ একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটির রয়েছে বগুড়ায় যাত্রাবিরতি। লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে ছেড়ে আসে রাত ৯টায় ৪৫ মিনিটে এবং বগুড়ায় পৌঁছায় ভোর ৪টায় ২১ মিনিটে। ঢাকা হতে লালমনি এক্সপ্রেস ট্রেনে রেলপথে বগুড়া পৌঁছাতে সময় লাগে ৬ ঘন্টা ৩৬ মিনিট। এই ট্রেনটির শুক্রবার ছুটির দিন। শুক্রবার লালমনি এক্সপ্রেস বন্ধ থাকে। 

রংপুর এক্সপ্রেস

রংপুর এক্সপ্রেস ঢাকা হতে ছেড়ে আসে এবং রংপুরের উদ্দেশ্যে যাত্রা
করে। এটি বাংলাদেশ রেলওয়ে কতৃক্য বিলাশবহুল এবং দ্রুতগতিসম্পূর্ণ একটি
আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটির রয়েছে বগুড়ায় যাত্রাবিরতি। রংপুর এক্সপ্রেস
ট্রেনটি ঢাকা হতে ছেড়ে আসে সকাল ৯টা ১০ মিনিটে এবং বগুড়ায় পৌঁছায় বিকেল ০৩ঃ৫৪ মিনিটে। ঢাকা হতে রংপুর এক্সপ্রেস ট্রেনে রেলপথে বগুড়া পৌঁছাতে সময় লাগে ৬ ঘন্টা ৪৪ মিনিট। এই ট্রেনটির রবিবার ছুটির দিন। রবিবার রংপুর এক্সপ্রেস বন্ধ
থাকে। 

এক নজরে টেবিল আকারে ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী;

 

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ে বগুড়ায় পৌঁছায় বন্ধের দিন
লালমনি এক্সপ্রেস রাত ০৯ঃ৪৫ মিনিট ভোর ০৪ঃ২১ মিনিট শুক্রবার
রংপুর এক্সপ্রেস সকাল ০৯ঃ১০ মিনিট বিকেল ০৩ঃ৫৪ মিনিট রবিবার

 

ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়া তালিকা

ঢাকা টু বগুড়া রুটে মোটে ২টি আন্তঃনগর এক্সপ্রেস তথা লালমনি এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে। এই সকল ট্রেনের ভাড়া সমূহ শ্রেণিভেদে জনপ্রতি ভিন্নরকম হয়ে থাকে। আপনি শোভন চেয়ারে যাত্রা করলে টিকিট মূল্য যা তার থেকে বেশি এসি সিটে গেলে। তবে অধিকাংশই সাশ্রয়ী ভ্রমণের জন্য শোভন চেয়ারকেই বেঁচে নেয়। নিচে টেবিল আকারে ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলো; 

 

আসন মূল্য
শোভন ৩৩০ টাকা
শোভন চেয়ার ৩৯৫ টাকা
প্রথম আসন ৫৫২ টাকা
প্রথম বার্থ ৩৯০ টাকা
স্নিগ্ধা ৭৫৯ টাকা
এসি ৯০৯ টাকা
এসি বার্থ ১১৮০ টাকা

 

ঢাকা টু বগুড়া ট্রেনের টিকিট বুকিং 

ঢাকা টু বগুড়া ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাওয়া আসার টিকিট অগ্রিম কেটে নেয়ার চেষ্ঠা করুন। অধিকাংশ সময় রংপুর টু বগুড়া রুটের ট্রেনের টিকিট যাত্রার দিন পাওয়া যায় না, তাই অগ্রিম টিকিট কেটে নেয়া উত্তম। সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সে সম্পর্কে দিক নির্দেশনা জানতে
পড়ুন নিচের লেখাটি;

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

 

সচরাচর জিজ্ঞাসা

রেলপথে ঢাকা হতে বগুড়ার দূরত্ব কত?

রেলপথে ঢাকা হতে বগুড়ার দূরত্ব ট্রেনে মোটে ১৯৩ কিলোমিটার বা ১১৯ মাইল।

 

ঢাকা হতে বগুড়া রুটে কয়টি ট্রেন চলাচল করে?

ঢাকা হতে বগুড়া রুটে মোটে ২টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে।

 

লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা হতে বগুড়া পৌঁছাতে কতক্ষন সময় লাগে?

ঢাকা হতে লালমনি এক্সপ্রেস ট্রেনে বগুড়া পৌঁছাতে সময় লাগে ৬ ঘন্টা ৩৬ মিনিট।

 

রংপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকা হতে বগুড়া পৌঁছাতে কতক্ষন সময় লাগে?

ঢাকা হতে রংপুর এক্সপ্রেস ট্রেনে বগুড়া পৌঁছাতে সময় লাগে ৬ ঘন্টা ৪৪ মিনিট।

 

পরিশিষ্ঠ

এই নিবন্ধে বাংলাদেশ রেলওয়ে কতৃক সর্বশেষ আপডেট অনুযায়ী ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি উপস্থাপন করা হয়েছে। যারা ঢাকা হতে বগুড়া ভ্রমণ করতে চান আশাকরি তাদের উপকারে আসবে আমাদের এই নিবন্ধটি। এছাড়া রেল বিষয়ক কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্স রয়েছে উন্মুক্ত। কমেন্ট করতে পারেন যেকোনো প্রশ্ন, উত্তর দেয়া হবে দ্রুত। 

আপনার যাত্রা শুভ হোক!

আরও পড়ুন

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

9টি মন্তব্য

  1. আমি বৃহস্পতিবার রাতে যাব বগুড়া।ট্রেন এর টিকেট পাওয়া যাবে কেমনে

  2. এয়ারপোর্ট থেকে সন্দহার টিকেট ২৩ তারিখ

  3. এয়ারপোর্ট থেকে কমলাপুরের ট্রেন কয়টায় আছে

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।