ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৪

Nir
0

আপনি যদি ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে চাচ্ছেন, তবে আমাদের এই নিবন্ধটি আপনার জন্য। এই নিবন্ধে আমরা জানবো ঢাকা টু শ্রীমঙ্গল রুটে চলমান ট্রেনগুলোর সময়সূচী ও ভাড়া তালিকা। 


ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

ঢাকা টু শ্রীমঙ্গল রেলপথে যাতায়াত অনেক সহজ এবং অধিক সাশ্রয়ী। অন্যসব যাতায়াতের থেকে রেলপথে যাতায়াত অধিক নিরাপদ হওয়ার দরুন অনেকেই রেল ভ্রমণকে বেশি প্রাধান্য দেয়। আর তাই আজকে আমরা এই নিবন্ধে জানবো ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি। 


ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনে দূরত্ব

বাংলাদেশ রেলওয়ে তথ্যানুযায়ী ঢাকা হতে শ্রীমঙ্গলের দূরত্ব ট্রেনে মোটে ২৩১ কিলোমিটার বা ১৪৩ মাইল। 

 

অপরদিকে সড়কপথে ঢাকা হতে শ্রীমঙ্গলের দূরত্ব ২০০ কিলোমিটার। রেলপথে শ্রীমঙ্গলের দূরত্ব ঢাকা হতে বেশ কম কিন্তু সড়ক পথে রেলপথের থেকে কিঞ্চিৎ বেশি। আর তাই রেলপথে সময়ও লাগে কম। মোটে ৪-৫ ঘন্টায় ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনে পৌঁছানো যায়। 

 

রেলপথে ঢাকা টু শ্রীমঙ্গল যাবার ক্ষেত্রে শাহজীবাজার রেলওয়ে অতিক্রম করার পর শুরু হয় ছোট ছোট পাহাড়গুলি। শায়েস্তাগঞ্জ পাড় হতেই শুরু হয় দুদিকে পাহাড়ী চা বাগান আর চাবাগান। পাহাড়ি ঢালে বাক নেয়া অপরূপ চাবাগানগুলি যেকারও মন ভরিয়ে তুলবে প্রশান্তিতে। এই চাবাগানগুলি শ্রীমঙ্গল যাবার পথে একদম সাতগাঁ রেলওয়ের ওদিক পর্যন্ত বিস্তৃত। শ্রীমঙ্গল পেড়িয়ে সিলেট যাবার ক্ষেত্রে ওদিকে শুরু হবে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তবে সেটা সিলেট রুটে।


ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেন সমূহ

ঢাকা টু শ্রীমঙ্গল রুটে মোটে ৪টি আন্তঃনগর এবং ১টি মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসকল ট্রেন ঢাকা হতে ছেড়ে আসে এবং সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এই ট্রেনগুলোর প্রত্যেকটির রয়েছে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি। 

 

ঢাকা টু শ্রীমঙ্গল রুটে চলমান ট্রেনগুলো হলো; 

  1. পারাবত এক্সপ্রেস
  2. জয়ন্তিকা এক্সপ্রেস
  3. কালনি এক্সপ্রেস
  4. উপবন এক্সপ্রেস
  5. সুরমা মেইল
     

ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী

আন্তঃনগর ট্রেনগুলো খুবই দ্রুতগতিসম্পূর্ণ হওয়ার দরুন অনেকেই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে বেশি সাচ্ছন্দ্য মনে করেন। এ পর্যায়ে আমরা ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী সম্পর্কে জানবো। ট্রেন কখন ছাড়ে, কখন পৌঁছায় এবং ছুটির দিন সমূহ সম্পর্কে নিচে টেবিলের মাধমে উপস্থাপন করা হলো;

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ে শ্রীমঙ্গল পৌঁছায় বন্ধের দিন
পারাবত এক্সপ্রেস ভোর ০৬ঃ২০ মিনিট সকাল ১০ঃ৩০ মিনিট মঙ্গলবার
জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১১.১৫ মিনিট বিকেল ০৪ঃ১৩ মিনিট মঙ্গলবার
উপবন এক্সপ্রেস রাত ০৮ঃ৩০ মিনিট মধ্য রাত ০১ঃ২৭ মিনিট বুধবার
সুরমা মেইল রাত ১০ঃ৫০ মিনিট সকাল ০৭ঃ২৮ মিনিট নাই
কালনী এক্সপ্রেস দুপুর ০৩ঃ০০ মিনিট সন্ধ্যা ০৬ঃ৫৭ মিনিট শুক্রবার
 

ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের ভাড়া তালিকা

ঢাকা টু শ্রীমঙ্গল রুটে আন্তঃনগর ৪টি আন্তঃনগর এক্সপ্রেস তথা পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস এবং সেই সাথে ঢাকা টু শ্রীমঙ্গল রুটে চলমান একটি মেইল ট্রেন সুরমা এক্সপ্রেস এর ভাড়া তালিকা দেয়া হলো। 

 

ঢাকা টু শ্রীমঙ্গলের ট্রেনের ভাড়া নির্ভর করবে আপনি কোন ধরনের সিটে যাবেন। আসনভেদে জনপ্রতি টিকেট মূল্য কম বেশি হয়ে থাকে। আপনি যদি শোভন চেয়ারে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে কম আবার আপনি যদি এসিতে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে শোভন চেয়ারের থেকে বেশি। 

 

ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের ভাড়া তালিকা টেবিল আকারে দেয়া হলো;

 

আসন মূল্য
২য় শ্রেণী সাধারণ ৬০ টাকা
২য় শ্রেণী মেইল ৮০ টাকা
কমিউটার ১০০ টাকা
সূলভ ১২০ টাকা
শোভন ২০০ টাকা
শোভন চেয়ার ২৪০ টাকা
প্রথম শ্রেণী চেয়ার ৩২০ টাকা
স্নিগ্ধা ৪৬০ টাকা
প্রথম বার্থ ৪৮০ টাকা
এসি সিট ৫৫২ টাকা
এসি বার্থ ৮২৮ টাকা

 

ঢাকা টু শ্রীমঙ্গল টিকিট বুকিং

ঢাকা হতে শ্রীমঙ্গলে ভ্রমনে যারা যাবেন তারা যাওয়া আসার টিকিট বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম কেটে নেয়ার চেষ্ঠা করবেন। কারণ অনেক সময় সীট পাওয়া যায় না। আগাম টিকিট কাটলে সিট না পাবার সম্ভাবনা টুকু থাকবে না। অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সে সম্পর্কে দিক নির্দেশনা জানতে পড়ুন নিচের লেখাটি;

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম 

 

সচরাচর জিজ্ঞাসা

রেলপথে ঢাকা হতে শ্রীমঙ্গলের দূরত্ব কত?

রেলপথে ঢাকা হতে শ্রীমঙ্গলের দূরত্ব ট্রেনে মোটে ২৩১ কিলোমিটার বা ১৪৩ মাইল। 

 

ঢাকা হতে শ্রীমঙ্গল রুটে কয়টি ট্রেন চলাচল করে?

ঢাকা হতে শ্রীমঙ্গল রুটে মোটে ৪টি আন্তঃনগর এবং ১টি মেইল ট্রেন নিয়মিত চলাচল করে।

 

পরিশিষ্ঠ

আশাকরি এই নিবন্ধের মাধ্যমে ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সম্পর্কিত বিস্তারিত জানতে পেরেছেন। এই নিবন্ধে ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ট্রেন ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স রয়েছে সকলের জন্য উন্মুক্ত। 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন 

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া 

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!