বাংলাদেশের টপ লেভেল বা সর্বাধিক জনপ্রিয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়। যার দরুন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধিকাংশেরই।
কিন্তু অনেকেই রয়েছে, যাদের আর্থিক সমস্যার দরুন স্বপ্ন থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার ফলে তা হয়ে ওঠে না।
কিন্তু আপনি কি জানেন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কালারশিপ পাওয়ার রয়েছে এক বিশাল সুযোগ। তাও আবার ১০ বা ২০% নয়, একেবারে ২৫-১০০%! যার ফলে আপনার পড়ালেখার সমস্থ খরচ হবে মওকুফ।
কিন্তু কিভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাবো? আর ২৫-১০০ কারা স্কলারশিপ পায়? রেজাল্টের ভিত্তিতে নাকি এডমিশন টেস্টের ভিত্তিতে? সেই সম্পর্কে জানবো এখন বিস্তারিত। NSU তে ১০০% স্কলারশিপ কিভাবে পেতে পারি? তো চলুন, শুরু করা যাক।
চলুন, প্রথমেই আমরা জানবো, নর্থ সাউথ ইউনিভার্সিটি কত শতাংশ করে কাদের স্কলারশিপ দেয়, এবং কিসের ভিত্তিতে।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ ২০২৫
অনেক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয় SSC + HSC রেজাল্টের উপর ভিত্তি করে। কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে ব্যাতিক্রম।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের ক্ষেত্রে, এডমিশন দিতে হয়। এডমিশনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলে।
Scholarship in NSU
এডমিশন টেস্টে আপনার মেরিট পজিশন যদি ১-১০০ এর মধ্যে থাকে, তবে আপনি পেয়ে যাবেন স্কলারশিপ।
এখন কথা হলো, কে কত পার্সেন্ট স্কলারশিপ পাবে?
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, টপ ২৫ (Top 25) অর্থাৎ ১-২৫ পর্যন্ত মেরিট পজিশন যাদের থাকবে। উক্ত ২৫ জন পাবে ১০০% স্কলারশিপ।
এরপর, ২৬-৫৭ এর মধ্যে যাদের অবস্থান থাকবে, তারা পাবে ৭৫% স্কলারশিপ।
যাদের অবস্থান ৫৮-৮৫ এর মধ্যে থাকবে, তারা পাবে ৫০% স্কলারশিপ।
এবং যাদের অবস্থান ৮৬-১০০ এর মধ্যে থাকবে, তারা সবাই পাবে ২৫% স্কলারশিপ।
তবে সাউথ বিশ্ববিদ্যালয়ে কি স্কলারশিপের জন্য একাডেমিক রেজাল্টও ডিপেন্ড করে?
এডমিশন টেস্টে যদি আপনার পসিশন ১-১০ এর মধ্যে থাকে, তবে ১০০% স্কলারশিপ পেতে কোনোরকম একাডেমিক রিকোয়ের্নমেন্ট নেই।
কিন্তু আপনার পজিশন যদি ১১-১০০ হয়, সেক্ষেত্রে SSC বা HSC-তে GPA ৫.০০ (৪র্থ বিষয় ছাড়া) এবং অন্যটিতে GPA ৪.৮০ (৪র্থ বিষয় ছাড়া) থাকলে স্কলারশিপের জন্য বিবেচিত হতে পারেন।
একই পরিবারের একাধিক সদস্য NSU-তে পড়লে প্রত্যেকে ২৫% টিউশন ফি ছাড় পাবে। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হলে ১০০% স্কলারশিপ পাওয়া যায়।
একনজরে NSU Scholarship নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলারশিপ
1-25 (100%)
26-57 (75%)
58-85 (50%)
86-100 (25%)
শেষ কথা
আশাকরি, এই আর্টিকেল থেকে আমরা NSU নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে সকল তথ্য জেনেছি।
যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কিত, তবে লিখুন নিচে কমেন্ট বক্সে। দ্রুত আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে।