কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

December 30, 2023

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪) হলো বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত একটি দ্রুতগতিসম্পূর্ণ ঢাকা টু কক্সবাজার রুটে চলমান প্রথম বিরতিহীন বিলাসবহুল আন্তনগর ট্রেন। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত উভয়পথে নিয়মিত চলাচল করে। 
 
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ১ ডিসেম্বর ২০২৩ সালে প্রথম যাত্রা শুরু করে। এটি ঢাকা টু কক্সবাজার রুটে সেবাদানকারী প্রথম বাণিজ্যিক আন্তনগর ট্রেন। 

 

চট্রগ্রাম-কক্সবাজার রেলপথের দোহাজারি-কক্সবাজার অংশের কাজ শেষ করার পরিকল্পনা করা হয় ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে, এবং এই অংশের কাজ শেষও হয় যথা সময়ে। নির্মান কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছিলো প্রথম থেকেই ৪টি ট্রেন চালানোর। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ রেলওয়ে সরে আসে এবং কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেন ডিসেম্বরের ১ তারিখ থেকে যাত্রা শুরু করে। যদিও এই ট্রেনটি পহেলা নভেম্বর থেকে যাত্রা করার কথা ছিলো। 

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির নাম নির্বাচন করার পূর্বে এর ছয়টি নাম প্রস্তাব করা হয়েছিলো। বাংলাদেশ রেলওয়ের সেই সময়ের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কক্সবাজার একপ্রেস নামটি ঘোষণা করেন।  

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত ১০টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। অপরদিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার হতে যাত্রা শুরু করে দুপুর ১২টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে। 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনখানার সাপ্তাহিক ছুটির দিন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিন এই ট্রেনটি
বন্ধ থাকে। 

 

নিচে একনজরে টেবিল আঁকারে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

কক্সবাজার এক্সপ্রেস Cox’s Bazar Express (৮১৩)

কক্সবাজার হতে ছাড়ে 12:30 pm

ঢাকা পৌঁছায় 09:30 pm

মঙ্গলবার

কক্সবাজার এক্সপ্রেস Cox’s Bazar Express (৮১৪)

ঢাকা হতে ছাড়ে 10:30 pm

কক্সবাজার পৌঁছায় 07:20 am

সোমবার

 

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচীঃ যাত্রাবিরতি

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে কক্সবাজার রুটে উভয় পথে মোটে ২টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। 

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ

  • কমলাপুর রেলওয়ে স্টেশন (যাত্রা শুরু) 
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন (৫ মিনিট বিরতি)
  • চট্রগ্রাম রেলওয়ে স্টেশন (২০ মিনিট বিরতি)
  • কক্সবাজার রেলওয়ে স্টেশন (যাত্রা শেষ)  

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনখানা কক্সবাজার – ঢাকা উভয়পথে চলাচলের ক্ষেত্রে
এই সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। যেকোনো যাত্রী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে
এইসকল স্টেশন থেকে উঠতে পারবে কিংবা নামতে পারবে।  

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

কক্সবাজার হতে ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া খুব বেশি নয়।
স্বল্প টাকায় ভ্রমণ করা যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে
আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে। 

 

কক্সবাজার
এক্সপ্রেস ট্রেনের ভাড়া ঢাকা টু কক্সবাজার কিংবা কক্সবাজার টু ঢাকা উভয়
পথে শোভন চেয়ারে ৬৯৫ টাকা এবং স্নিগ্ধাতে ১৩২৫ টাকা।

 

নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ

আসন

টিকিট মূল্য

শোভন চেয়ার

৬৯৫ টাকা

স্নিগ্ধা চেয়ার

১৩২৫ টাকা

 

 

সচরাচর জিজ্ঞাসা

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ১ ডিসেম্বর ২০২৩ সালে হয়। 

 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে? 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে মঙ্গলবার। এই দিন এই ট্রেনটি
বন্ধ থাকে।

 

কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে কখন ছাড়ে?

কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়ে এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৩০ মিনিটে। 

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত ১০টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।  

ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?

ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৮ ঘন্টা ৫০ মিনিট। 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬৯৫টাকা, এবং স্নিগ্ধাতে ১৩২৫ টাকা।

 

শেষ কথা

আশাকরি
আমরা এই নিবন্ধের মাধ্যমে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা ট্রেন
সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন নিচের মন্তব্য বক্সে। আপনার
প্রশ্নের উত্তর দেয়া হবে দ্রুত ইনশাআল্লাহ্‌।

 

ঢাকা টু কক্সবাজার ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু। 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা 

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।