অনেকে ব্লগার সাইট তৈরি করার পর থিম হিসেবে কোন থিমটা আপনার জন্য উত্তম এটা ভেবে পাননা। কোন থিমটা সেরা এটা জানেন না অথবা অনেকে খোঁজেন ব্লগারের জন্য সেরা একটা থিম। আমি আজকে এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগারের জন্য সেরা দশটি থিম যেগুলোর যেকোনো একটি আপনি ব্যবহার করতে পারেন ইজিলি।
আমরা মূলত অধিকাংশ সময় ব্লগার টেমপ্লেট হিসেবে খুঁজি এসইও ফ্রেন্ডলি এবং লোডিং স্পিড যেনো ফাস্ট হয় এ ধরনের থিম। কারণ একটা সাইটের লোডিং স্পিড যত ফাস্ট হবে ওই সাইটটা গুগলে তত ভালো র্যাংক করে। একটা থিমের আমাদের বেবচ্য বিষয় থাকে এগুলো;
- থিমটা যেনো এসইও ফ্রেন্ডলি হয়।
- স্পিড যেনো অনেক ফাস্ট হয়।
- থিমটা যেনো গুগল এডসেন্স ফ্রেন্ডলি হয়।
- থিমটা যেনো রেসপোন্সিভ হয়।
- থিমটা যেনো মোবাইল ফ্রেন্ডলি হয়।
ব্লগারের জন্য অসংখ্য ফ্রী থিম রয়েছে যেগুলো প্রত্যেকটাই কমবেশি সেরা। তবে এদের মাঝে কোনোটা কম সেরা আর কোনোটা বেশি সেরা। এখানে আমি ৫টি সুপার ফাস্ট স্পিডের থিম তোমাদের জন্য সাজেস্ট করলাম। তোমরা চাইলে এগুলোর যে-কোনো একটা ব্যবহার করতে পারও নির্দিধায়।