সুন্দর জীবনের সন্ধ্যানে

MD Nazir Hossain

December 2, 2022

জীবন বড়ই সুন্দর এ যেমনই সত্য তেমনই ভূল। সুখ দুঃখ দুইয়ে মিলিয়েই
আমাদের জীবন।
সৃষ্টিকর্তা আমাদের জন্মের পর
পাঠিয়েছেন সুন্দর একখানা জীবন দিয়ে। 

 

আমি যখন সৃষ্টিকর্তার অপার সৃষ্টির দিকে তাকাই – তখন ভুলে যাই
সব দুঃখ। কি নেই এই পৃথিবীতে? জ্যোৎস্নাভঁরা রাত। উঁচু উঁচু পাহাড় চূড়া। গাছে গাছে
ফল। সুবিশাল অরণ্য। তখন জীবনটাকে মনে হয় কতই না সুন্দর! সারাজীবন কাটানো যায়
প্রকৃতির সাথে মিশে, অপার্থিব সুখে।

যে জীবন প্রকৃতির সাথে মিশতে জানে না। সে জীবনে প্রকৃতি থেকে
কোনো সুখ খুঁজে পাওয়া যায় না। বরং মনে হয় সব মিথ্যা! তখন সব বিষ হয়ে যায়। কারণ সে
জীবন সুখি হয় টাকায়। টাকাই নাকি সুখ এনে দেয়! আসলেই কি তাই?

হাজারও মানুষ আছে যাদের টাকা অনেক। অঢেল টাকার মালিক। রীতিমতো
কোটিপতি। কিন্তু সুখ নাই তাদের জীবনে। তবে কেনো সুখ নেই? টাকাই নাকি সুখ এনে দিতে পারে?
মোটেও তা না। মনের সুখ কখনো টাকায় মেলে না। টাকা আপনাকে বাহ্যিক সুখ এনে দিতে
পারে, কিন্তু মনে না। মনের সুখ মেলে উদারতায়। উপলব্ধিতে।

আমরা মনে করি অনেক টাকার মালিক হলেই বুঝি জীবন সুন্দর হয়। আসলেই কি
তাই? প্রকৃতপক্ষে তা ডাহা মিথ্যা বৈ ছাড়া আর কিছুই না। টাকা জীবনের উন্নয়ন ঘটাতে
পারে, কিন্তু মনের সুখ এনে দিতে পারেনা।

যেহেতু সুখ দুখ মিলিয়েই আমাদের জীবন কাজেই জীবনে সুখ দুঃখ
থাকবেই। ব্যার্থতার মাধ্যমেই আমরা সুখের সন্ধ্যান পাই। তথাপি যদি আমরা অসুখে রই,
তবে হতাশ হলে চলবে না। আমাদের ভাবতে হবে – কেনো আমি অসুখী? তারপর সেইসব কারণগুলোকে
সমাধান করতে হবে। মনে রাখতে হবে, হতাশা মানুষকে আরও অসুখী করে তোলে। হতাশার দরুণ
মানুষ আত্মহত্যার মত জঘন্য কাজ করে বসে।
 

সুখি হতে চাও? তবে উদার হতে শিখ। একটি সফল জীবন চাও? তবে
কর্মষ্ঠ হও। স্বপ্ন দেখতে শিখ। তবেই তুমি সন্ধ্যান পাবে একটি সুন্দর জীবনের। জীবনে
সবসময় আশা থাকতে হয়। স্বপ্ন থাকতে হয়। সব আশা ও স্বপ্ন পূর্ণ হয়ে গেলে, পূরণ করার
মত কোনো স্বপ্ন না থাকলে সে জীবন বড়ই কষ্টকর হয়ে যায়। 

অপরূপ গ্রাম-বাংলার প্রকৃতি

 

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

Leave a Comment