লালমনি এক্সপ্রেস। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি। এটি লালমনিরহাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে লালমনিরহাট রুটে নিয়মিত চলাচল করে। লালমনি এক্সপ্রেস উত্তরবঙ্গ ভ্রমণের জন্য অধিক জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে একটি।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা |
লালমনি এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ সময় দূরপাল্লার ভ্রমণসঙ্গী হিসেবে সর্বাধিক জনপ্রিয়। এটি প্রতিদিন ৪০৫ কিলোমিটার বা ২৫২ মাইল দূরত্ব ভ্রমণ করে। আর তাই লালমনি এক্সপ্রেস ট্রেনটি দূরপাল্লার ভ্রমণ হিসেবে সর্বাধিক সুপরিচিত।
আজকে আমরা এই নিবন্ধে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত বিস্তারিত জানবো। সেই সাথে লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা-বিরতি স্টেশন সমূহ সহ লালমনি এক্সপ্রেস এর যাবতীয় তথ্যাদি সম্পর্কে আলোকপাত করা হবে।
লালমনি এক্সপ্রেস
লালমনি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত ঢাকা ও লালমনিরহাট রুটে চলমান আন্তঃনগর বিলাসবহুল একটি রেল পরিসেবা। প্রতিদিন অসংখ্য যাত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করে। এই ট্রেনটির যাত্রা শুরু হয় ২০০৪ সালের ৭ই মার্চ।
লালমনি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৬দিন চলাচল করে এবং একদিন রয়েছে এর ছুটির দিন। শুক্রবার লালমনি এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।
যাত্রাপথে অনেকগুলি স্টেশন অতিক্রম করার দরুন এবং দীর্ঘ পথ হওয়ায় পথে রূপসী বাংলার সোনালী রূপের দেখা মিলে। লালমনি এক্সপ্রেস ট্রেনখানা উত্তরবঙ্গ প্রবেশের সাথে সাথে চারদিক হিমশীতল শান্ত ও শান্তিপূর্ণ আবহাওয়া ঘিরে ধরে।
ঢাকা হতে লালমনিরহাট কিংবা লালমনিরহাট টু ঢাকা ভ্রমণের প্রারম্ভে আপনাকে জানতে হবে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। নিচে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া তালিকা, যাত্রাবিরতি স্থানসমূহ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াবলি সম্পর্কে আলোচনা করা হলো।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
লালমনি এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত প্রতিদিন চলাচল করে লালমনিরহাট টু রংপুর রুটে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট হতে যাত্রা শুরু করে সকাল ১০ টা ১৫ মিনিটে এবং লালমনিরহাট হতে ঢাকা পৌঁছে সন্ধা ৭টা ৫৫ মিনিট। সময় লাগে ৯ ঘন্টা ৪০ মিনিট। লালমনিরহাট টু ঢাকা যাত্রাপথে যাত্রাবিরতি দেয় মোটে ১৭টি স্টেশনে।
অপরদিকে লালমনি এক্সপ্রেস ঢাকা হতে যাত্রা শুরু করে রাত ৯টা ৪৫ মিনিটে এবং লালমনিরহাট পৌঁছায় সকাল ৭টা ৩০ মিনিটে। সময় লাগে ৯ ঘন্টা ৩৫ মিনিট। ঢাকা টু লালমনিরহাট যাত্রাপথে যাত্রাবিরতি দেয় মোটে ১৮টি স্টেশনে।
নিচে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টেবিল আঁকারে উপস্থাপন করা হলো;
স্টেশনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
---|---|---|---|
লালমনিরহাট টু ঢাকা | সকাল ১০ঃ০০ | সন্ধ্যা ০৭ঃ৪০ | শুক্রবার |
ঢাকা টু লালমনিরহাট | রাত ০৯ঃ৪৫ | সকাল ৭টা ৩০ মিনিট | শুক্রবার |
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া আসনের ধরণ ভেদে জনপ্রতি ভিন্নরকম হয়ে থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে মোটে ৩ ধরনের সিট তথা শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি বি। এখানে শোভন চেয়ারের টিকিট মূল্য অন্যান্য চেয়ারের থেকে কম এবং সবথেকে বেশি ভাড়া এসি বি তে। অধিকাংশই শোভন চেয়ারে যাত্রা করে, তবে যারা বিলাসবহুলভাবে ভ্রমণ করতে পছন্দ করে, তারা এসি বি কিংবা স্নিগ্ধা আসনে বসে যাত্রা করে।
লালমনিরহাট এক্সপ্রেসের ট্রেনের ভাড়া শোভন চেয়ারের ক্ষেত্রে ৬৩৫ টাকা, স্নিগ্ধাতে ১২১৪ টাকা, এসি এস তে ১৪৫৫, এবং এসি বি তে ১৭৩১টাকা।
নিচে টেবিল আঁকারে লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলো;
আসন | মূল্য |
---|---|
শোভন চেয়ার | ৬৩৫ টাকা |
স্নিগ্ধা | ১২১৪ টাকা |
এসি_বি | ২১৮০ টাকা |
লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
লালমনি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে মোটে ১৭টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব ৪০৫ কিলোমিটার হওয়ার দরুন কিঞ্চিৎ বেশি কিছু স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। লালমনি এক্সপ্রেস যেসকল স্টেশনে যাত্রাবিরতি দেয় সেইসকল স্টেশনের তালিকা নিম্নে দেয়া হলো;
বিরতি স্টেশন ঢাকা থেকে লালমনিরহাট থেকে বিমানবন্দর রাত ১০ঃ১২ রাত ৯:২১ জয়দেবপুর রাত ১০ঃ৪২ সন্ধ্যা ৬:৪৭ টাঙ্গাইল রাত ১১ঃ৪০ সন্ধ্যা ০৫ঃ৫০ বঙ্গবন্ধু সেতু পূর্ব রাত ১২ঃ০২ বিকাল ০৫ঃ২৮ শহীদ এম মনসুর আলী রাত ১২ঃ৩৯ সন্ধ্যা ০৪ঃ৪৬ উল্লাপাড়া রাত ০১ঃ০২ বিকাল ০৪ঃ১৮ বড়াল ব্রিজ রাত ০১ঃ৩০ বিকাল ০৩ঃ৫৫ আজিমপুর রাত ০২ঃ১৫ দুপুর ০৩ঃ১৬ নাটোর রাত ০২ঃ৪২ দুপুর ০২ঃ৪৬ সান্তাহার রাত ০৩ঃ১৫ দুপুর ০১ঃ৫৫ বগুড়া ফজর ০৪ঃ২১ দুপুর ০১ঃ০৮ সোনাতলা ফজর ০৪ঃ৫০ দুপুর ১২ঃ৪৪ বোনারপাড়া ভোর ০৫ঃ১৩ বিকাল ১২ঃ১২ গাইবান্ধা ভোর ০৫ঃ৩৭ সকাল ১১ঃ৪৮ বামনডাঙ্গা ভোর ০৬ঃ০৯ সকাল ১১ঃ১৭ পীরগাছা ভোর ০৬ঃ২৭ সকাল ১০ঃ৫৮ কাউনিয়া ভোর ০৬ঃ৪৫ সকাল ১০ঃ৪০
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
ট্রেনে লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব কত?
ট্রেনে লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব মোটের উপর ৪০৫ কিলোমিটার বা ২৫২ মাইল।
লালমনি এক্সপ্রেস প্রতিদিন কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে?
লালমনি এক্সপ্রেস প্রতিদিন ৪০৫ কিলোমিটার বা ২৫২ মাইল দূরত্ব অতিক্রম করে।
লালমনি এক্সপ্রেস লালমনিরহাট থেকে কখন ছাড়ে?
লালমনি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছাড়ে সকাল ১০টায় এবং ঢাকায় পৌঁছায় রাত ৭টায় ৪০ মিনিটে।
লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?
লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত ৯টা ৪৫ মিনিটে এবং লালমনিরহাটে পৌঁছায় সকাল ৭টা ৩০ মিনিটে।
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা কত?
লালমনিরহাট এক্সপ্রেসের ট্রেনের ভাড়া শোভন চেয়ারের ক্ষেত্রে ৬৩৫ টাকা, স্নিগ্ধাতে ১২১৪ টাকা, এসি এস তে ১৪৫৫, এবং এসি বি তে ১৭৩১টাকা।
ঢাকা থেকে লালমনিরহাট ট্রেনে কীভাবে যাব?
ঢাকা থেকে লালমনিরহাট যাবার সবথেকে সহজ উপায় হলো লালমনি এক্সপ্রেস ট্রেন। লালমনি এক্সপ্রেস রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকা হতে যাত্রা শুরু করে এবং লালমনিরহাট পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।
পরিশিষ্ঠ
আশাকরি লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এখানে উল্লিখিত সকল তথ্যসমূহ বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট -এর উপর ভিত্তি করে উপস্থাপন করা। অনলাইনে টিকিট করার প্রারম্ভে দেখে নিবেন ট্রেনের ছাড়ার সময়টুকু। চেষ্ঠা করুন অনলাইনে অগ্রিম টিকিট ক্রয় করার। কারণ অধিক সময় টিকিট শেষ হয়ে যায় দ্রুত।
আপনার যাত্রা শুভ হোক!
অনলাইন টিকিট কাটার নিয়ম জানতে চায়
ReplyDeleteঅনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম নিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।
Deleteআপনি অনলাইন থেকে নিজে থেকেই আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
Deleteঅনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
নিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।
আমি ও জানতে চাই
ReplyDeleteআপনি অনলাইন থেকে নিজে থেকেই আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই ট্রেনের টিকিট বুক করতে পারবেন। অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের
Deleteঅনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
নিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।