সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

May 1, 2023

সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

 

সিলেট টু শ্রীমঙ্গল একটি জনপ্রিয় ট্রেন রুট। নিয়মিত অসংখ্য যাত্রী রেলপথে সিলেট হতে শ্রীমঙ্গল রুটে চলাচল করে। বিশেষকরে ভ্রমনপ্রিয় ব্যাক্তিদের কাছে শ্রীমঙ্গল ট্রেনে ভ্রমণ অধিক জনপ্রিয়। 
 

সিলেট হতে শ্রীমঙ্গল ট্রেনে যাওয়ার পথে চোখে পড়ে দুদিকে যতদূর চোখ যায় চা-বাগান আর চা-বাগান। পাহাড়ি বাকে চাবাগানগুলি অপরূপ সাজে সজ্জিত। অপরূপ চাবাগান গুলি দেখলে মন ভরিয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। 

 

সিলেট টু শ্রীমঙ্গল যাওয়ার পথে চোখে পড়বে লাওয়াছড়া জাতীয় উদ্যান। সিলেট হতে ছেড়ে আসা ট্রেনগুলি প্রত্যেকটি লাওয়াছড়া অরণ্যের বুক চিড়ে এগিয়ে চলে নিয়মিত। যা একজন ভ্রমনপ্রিয় ব্যাক্তির মনকে ভরিয়ে তোলে।

 

যারা ট্রেনে সিলেট হতে শ্রীমঙ্গল ভ্রমণ করতে চান, কিন্তু সিলেট টু শ্রীমঙ্গল রুটে কোন কোন ট্রেন কখন ছাড়ে এবং কখন পৌঁছায় জানেন না সেই সাথে ভাড়া তালিকা জানতে চান, আজকে আমরা এই নিবন্ধে জানবো সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা। 

 

সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী

সিলেট থেকে শ্রীমঙ্গল রুটে মোটে ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এসকল ট্রেন সিলেট থেকে ছেড়ে এসে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেয়। এসকল ট্রেনের রয়েছে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি। এবং একটিমাত্র লোকাল ট্রেন চলাচল করে সিলেট টু শ্রীমঙ্গল রুটে। আমরা এখন জানবো সিলেট টু শ্রীমঙ্গল রুটে চলমান ট্রেনের নাম, সিলেট হতে কখন ছাড়ে, শ্রীমঙ্গল কখন পৌঁছায়। নিচে সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী দেয়া হলো; 

 

ট্রেনের নাম সিলেট হতে ছাড়বে শ্রীমঙ্গল পৌঁছাবে বন্ধের দিন
পারাবত এক্সপ্রেস বিকেল ০৩ঃ৪৫ মিনিট সন্ধ্যা ০৫ঃ৫৫ মিনিট মঙ্গলবার
জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১১.১৫ মিনিট দুপুর ০১ঃ৩০ মিনিট বৃহস্পতিবার
পাহাড়িকা এক্সপ্রেস সকাল ১০ঃ১৫ মিনিট দুপুর ১২ঃ২৯ মিনিট শনিবার
উদয়ন এক্সপ্রেস রাত ০৯ঃ৪০ মিনিট রাত ১১ঃ৫৫ মিনিট রবিবার
উপবন এক্সপ্রেস রাত ১১ঃ৩০ মিনিট রাত ০২ঃ১২ মিনিট বুধবার
কালনী এক্সপ্রেস ভোর ০৬ঃ১৫ মিনিট সকাল ০৮ঃ২০ মিনিট শুক্রবার

 

সিলেট টু শ্রীমঙ্গল ভাড়া তালিকা

সিলেট টু শ্রীমঙ্গল ভাড়া তালিকা খুব বেশি নয়। খুবই অল্প টাকায় সিলেট হতে শ্রীমঙ্গল ট্রেনে ভ্রমণ করা যায়। আসন ভেদে সিলেট টু শ্রীমঙ্গল রুটে চলমান ট্রেন সমূহের ভাড়া জনপ্রতি ভিন্নরকম হয়ে থাকে। আপনি যদি শোভন চেয়ারে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে কম, এবং আপনি যদি এসি বার্থ সিটে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে বেশি। অধিকাংশ যাত্রী শোভন চেয়ারে বসে ভ্রমণ করে। নিচে সিলেট টু শ্রীমঙ্গল ভাড়া তালিকা দেয়া হলো; 

 

আসন মূল্য
শোভন ৯০ টাকা
শোভন চেয়ার ১১০ টাকা
প্রথম সিট ১৪৫ টাকা
প্রথম বার্থ ২৪৮ টাকা
স্নিগ্ধা ২০৭ টাকা
এসি সিট ২৪৮ টাকা
এসি বার্থ ৩৬৮ টাকা

 

সচরাচর জিজ্ঞাসা

সিলেট হতে শ্রীমঙ্গল ট্রেনে কতক্ষন সময় লাগে?

সিলেট হতে শ্রীমঙ্গল পৌঁছাতে ট্রেনে মোটে ২ ঘন্টা ৪২ মিনিট সময় লাগে।

 

সিলেট টু শ্রীমঙ্গল রেলপথে দূরত্ব কত?

সিলেট টু শ্রীমঙ্গল রেলপথে ৮৮.৮ কিলোমিটার।

সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের ভাড়া কত?

সিলেট টু শ্রীমঙ্গল রেলপথে যাওয়ার ক্ষেত্রে ভাড়া শোভন চেয়ারে ১১০টাকা, স্নিগ্ধা ২০৭টাকা এবং এসি সিটে ২৪৮টাকা।

সিলেট হতে শ্রীমঙ্গল রুটে কয়টি আন্তঃনগর এক্সপ্রেস চলাচল করে?

ঢাকা হতে শ্রীমঙ্গল রুটে মোটে ৫টি ট্রেন চলাচল করে।

সিলেট হতে শ্রীমঙ্গল একদিনে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোন ট্রেন যাওয়া আসা উত্তম?

সিলেট হতে শ্রীমঙ্গল একদিনে ঘুরতে যাওয়ার সিলেট হতে কালনী এক্সপ্রেসে শ্রীমঙ্গল রওয়ানা দিন। এই ট্রেনটি সিলেট হতে ছাড়ে সকাল ৬টা ১৫ মিনিটে এবং শ্রীমঙ্গল পৌঁছায় সকাল ৮টায় ২০ মিনিটে। সারাদিন শ্রীমঙ্গল ঘুরে সন্ধ্যায় রওয়ানা দিন পারাবত এক্সপ্রেসে সিলেটের উদ্দেশ্যে। পারাবত এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় ৫৮ মিনিটে যাত্রা শ্রীমঙ্গল হয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং সিলেটে পৌঁছায় রাত ১০ঃ৪০ মিনিটে। অথবা উঠতে পারেন উপবন এক্সপ্রেসে। উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল হতে ছাড়ে রাত ২টা ১৫ মিনিটে এবং সিলেট পৌঁছায় ভোর ৬টা ৪৫ মিনিটে। অন্য কোথাও থেকে শ্রীমঙ্গলে এসে শ্রীমঙ্গল ঘুরে সিলেট যেতে চাইলে উত্তম উপবন এক্সপ্রেস। 

পরিশিষ্ঠ

আশাকরি এই নিবন্ধটির মাধ্যমে সিলেট টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। সিলেট হতে শ্রীমঙ্গল ভ্রমনের ক্ষেত্রে অগ্রীম টিকিট অনলাইন থেকে কাটা উত্তম। কারণ অনেক সময় টিকিট পাওয়া যায় না। তবে বর্তমানে এই ভোগান্তিটা অনেকটাই কমে গেছে। তবুও অগ্রীম টিকিট বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা উত্তম। 

আপনার যাত্রা শুভ হোক, এই প্রত্যাশায়। 

 

আরও পড়ুন 

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

Leave a Comment