ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

May 1, 2023

ঢাকা হতে নোয়াখালী রেলপথে খুব বেশি দূরে নয়। খুব সহজেই ঢাকা টু নোয়াখালী ট্রেনে ভ্রমণ করা যায়। আপনি যদি ঢাকা থেকে নোয়াখালী ভ্রমনে যান, তবে রেলপথ হতে পারে আপনার জন্য উত্তম।

বাংলাদেশে রেলভ্রমণ অধিক জনপ্রিয় হওয়ার দরুন প্রতিনিয়ত অসংখ্য যাত্রী ঢাকা টু নোয়াখালী ভ্রমণ করে ট্রেনে। রেল ভ্রমন অধিক জনপ্রিয় হওয়ার কারণ হলো, ট্রেনে সুযোগ সুবিধা থাকে অধিক এবং সাশ্রয়ী মূল্যে ঢাকা টু নোয়াখালী ট্রেনের টিকিট কাটা যায়। আর তাছাড়া ট্রেন ভ্রমনের পথে রূপসী বাংলার রূপ সৌন্দর্য উপভোগ করা যায়। যার ফলে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে ভ্রমণসঙ্গী হিসেবে ট্রেন অগ্রাধিকার পায় প্রথমেই।

ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী

ঢাকা টু নোয়াখালী রুটে মোটে দুখানাই ট্রেন নিয়মিত চলাচল করে। এর মধ্যে আন্তঃনগর ট্রেন ১টি এবং ১টি মেইল ট্রেন। আন্তঃনগর ট্রেনের মধ্যে রয়েছে উপকূল এক্সপ্রেস (৭১২) এবং মেইল ট্রেনের মধ্যে রয়েছে ঢাকা এক্সপ্রেস (১২)। এই দুখানা ট্রেন ঢাকা টু নোয়াখালী রুটে নিয়মিত চলাচল করে।

ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী (আন্তঃনগর ট্রেন)

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় নোয়াখালী পৌঁছানোর সময় ছুটির দিন
উপকূল এক্সপ্রেস বিকেল ০৩ঃ১০ রাত ০৮ঃ৪০ মঙ্গলবার

ঢাকা টু নোয়াখালী রুটে ১টি মাত্র আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। ঢাকা টু নোয়াখালী রুটে চলমান আন্তঃনগর এক্সপ্রেসের সময়সূচী দেয়া হলো;

ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন)

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় নোয়াখালী পৌঁছানোর সময় ছুটির দিন
ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস রাত ০৮ঃ২০ সকাল ০৫ঃ৫০ নেই

ঢাকা টু নোয়াখালী রুটে ১টি মাত্র মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। ঢাকা টু নোয়াখালী রুটে চলমান মেইল ট্রেনের সময়সূচী দেয়া হলো;

ঢাকা টু নোয়াখালী ট্রেনের ভাড়া তালিকা

বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত টিকিট মূল্য সর্বদাই কম, সাশ্রয়ী। অন্য সকল যাত্রাপথের থেকে রেলপথে ভ্রমণ বেশ সাশ্রয়ী। নিচে ঢাকা টু নোয়াখালী ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলো;

আসন ভাড়া
শোভন ৯০টাকা
শোভন চেয়ার ৩১৫ টাকা
প্রথম সিট ৫৯৮ টাকা
প্রথম বার্থ ১৭৫ টাকা
স্নিগ্ধা ৫২৪ টাকা
এসি সিট ৩৪৫ টাকা
এসি বার্থ ৪৬০ টাকা

ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী (যাত্রাপথে বিরতি)

ঢাকা টু নোয়াখালী রুটে চলমান আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের যাত্রাপথে বিরতি স্টেশন সমূহ নিচে দেয়া হলোপ;

  • Routes

Dhaka
  • Arrival:
  • Halt: 00min
  • Departure: 03:10 pm BST
  • Duration: 00h
Biman_Bandar
  • Arrival: 03:33 pm BST
  • Halt: 05min
  • Departure: 03:38 pm BST
  • Duration: 00:23h
Narsingdi
  • Arrival: 04:18 pm BST
  • Halt: 02min
  • Departure: 04:20 pm BST
  • Duration: 00:40h
Bhairab_Bazar
  • Arrival: 04:50 pm BST
  • Halt: 02min
  • Departure: 04:52 pm BST
  • Duration: 00:30h
Ashuganj
  • Arrival: 05:00 pm BST
  • Halt: 02min
  • Departure: 05:02 pm BST
  • Duration: 00:08h
Brahmanbaria
  • Arrival: 05:17 pm BST
  • Halt: 04min
  • Departure: 05:21 pm BST
  • Duration: 00:15h
Akhaura
  • Arrival: 05:47 pm BST
  • Halt: 03min
  • Departure: 05:50 pm BST
  • Duration: 00:26h
Quasba
  • Arrival: 06:06 pm BST
  • Halt: 02min
  • Departure: 06:08 pm BST
  • Duration: 00:16h
Cumilla
  • Arrival: 06:38 pm BST
  • Halt: 02min
  • Departure: 06:40 pm BST
  • Duration: 00:30h
Laksam
  • Arrival: 07:03 pm BST
  • Halt: 02min
  • Departure: 07:05 pm BST
  • Duration: 00:23h
Natherpetua
  • Arrival: 07:27 pm BST
  • Halt: —min
  • Departure:
  • Duration: 00:22h
Sonaimuri
  • Arrival: 07:42 pm BST
  • Halt: —min
  • Departure:
  • Duration: —h
Bajra
  • Arrival: 07:53 pm BST
  • Halt: —min
  • Departure:
  • Duration: —h
Choumuhani
  • Arrival: 08:04 pm BST
  • Halt: —min
  • Departure:
  • Duration: —h
Maijdi Court
  • Arrival: 08:20 pm BST
  • Halt: —min
  • Departure:
  • Duration: —h
Noakhali
  • Arrival: 08:40 pm BST
  • Halt: 00min
  • Departure:
  • Duration: —h
Total Duration: 05:30h

ঢাকা টু নোয়াখালী রুটে চলমান ট্রেনের সম্পর্কে

ঢাকা টু নোয়াখালী ট্রেনে ভ্রমনের আগে এ দুখানা ট্রেন সম্পর্কে একটুখানী জেনে নিলে মন্দ হয় না। নিচে ঢাকা হতে নোয়াখালী চলমান দুটি ট্রেন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।

উপকূল এক্সপ্রেস

উপকূল এক্সপ্রেস ঢাকা হতে নোয়াখালী রুটে চলমান একটি আন্তঃনগর বিলাসবহুল জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেনটি নিয়মিত ঢাকা টু নোয়াখালী রুটে চলাচল করে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৬দিন চলাচল করে এবং সপ্তাহে ১দিন মঙ্গলবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।

উপকূল এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শুরু হয় ১৯৮৬ সালের ১৭ই জানুয়ারি থেকে। যাত্রাপথে ১৩টি স্টেশনে এই ট্রেনটির রয়েছে বিরতি স্টেশন।

ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস

ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস হলো একটি বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত ঢাকা হতে নোয়াখালী রুটে চলমান যাত্রীবাহী মেইল ট্রেন। এই ট্রেনটি নিয়মিত ঢাকা থেকে নোয়াখালী রুটে চলাচল করে। ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই। সপ্তাহের প্রতিদিন এই ট্রেনটি চলাচল করে।

পরিশিষ্ঠ

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে ঢাকা টু নোয়াখালী রুটে চলমান ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে পেরেছি। রেলভ্রমনের ক্ষেত্রে সর্বদা ট্রেনের পরিবেশ সুরক্ষিত রাখুন।

আপনার যাত্রা শুভ হোক, এই প্রত্যাশায়।

আরও পড়ুন

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

14 thoughts on “ঢাকা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৫”

  1. চৌমুহনী থেকে ঢাকা ট্রেন টিকিট মূল্য শোভন চেয়ারে ২৬০ এবং স্নিগ্ধাতে ৫০০ টাকা।

    Reply
  2. ঢাকা থেকে লাকসাম ৭-২-২৪ শোভন চেয়ারের টিকিট মূল্য কত?

    Reply
  3. উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ৩টা ১০ মিনিটে ছাড়ে।

    Reply
  4. ঢাকা থেকে নোয়াখালী কাল সকাল কয়টার টিকেট পাওয়া যাবে

    Reply
  5. ঢাকা থেকে নোয়াখালী উপকূল এক্সপ্রেস ট্রেন দুপুর ৩টা ১০ মিনিটে ছাড়ে। কালকের শোভন চেয়ারের সকল সীট শেষ, তবে স্নিগ্ধাতে রয়েছে।

    Reply
  6. ঢাকা থেকে নোয়াখালী ট্রেনে পৌঁছাতে সময় লাগে ৫ ঘন্টা ৩০ মিনিট।

    Reply
  7. ঢাকা থেকে নোয়াখালী উপকূল এক্সপ্রেস ট্রেনে কোনো কেবিন সীট নেই, রয়েছে শুধু শোভন চেয়ার এবং স্নিগ্ধা। এই রুটে একটিমাত্র ট্রেনেই চলে।

    Reply
  8. আগামীকাল ট্রেনে নোয়াখালী যেতে পারবো কিনা আর,,,,, তালিকার ভাড়ার সাথে কাউন্টারের মিল থাকেনা সেক্ষেত্রে করণীয় কি ?

    Reply
    • জী, আগামীকাল ট্রেনে নোয়াখালী যেতে পারবেন। বর্তমানে ঢাকা নোয়াখালী আপডেট ভাড়া শোভন চেয়ারের জন্য ৩১৫ টাকা এবং স্নিগ্ধা ৫৯৮। কাউন্টারে এই ভাড়ার থেকে বেশি এক টাকাও নিবেনা।

      Reply

Leave a Comment