নীল পত্র – আফরা ইবনাত

MD Nazir Hossain

June 7, 2023

কবিতা নীল পত্র – লেখক আফরা ইবনাত নওশিন

নীল পত্র

আফরা ইবনাত নওশিন

একটা দীর্ঘ পত্র তোমাকে পাঠাতে চাই প্রিয়!
অনেক,অনেক কথা জমিয়েছি তার জন্য, 
এ হাওয়াই পত্রটার রং কি নীল তুমি তো জানোই না।
জানো, চেরিগাছটায় এখন অসম্ভব ফুল হয়,
প্রতিক্ষায় থাকতে থাকতে আবার ঝড়ে যায়
আমিও রোজ উদাস বসে থাকি,
ধোয়া ওঠা এক কাপ চায়ের দিকে….
তুমি কাছে থাকলেই বাতাসে সে সৌরভ পেতে
তুমি থাকলেই কিছু ফুল খোঁপায় তো গুজে দিতেই!! 
ওহ জানো,আমার কবুতর জোড়া না বাচ্চা দিয়েছে! 
কিন্তু একটা ভয়ংকর কস্টের কথা হলো,
একটা বদমাশ বেড়াল ছানাগুলোকে হত্যা করেছে।
জানো এবারে বর্ষা বড় দীর্ঘ ছিলো।
ঝুপ বৃষ্টিতে মুগডালের খিচুরিটা একা একা আর উপভোগ করতে পারিনি।
থালায় শুকালো কতো!!
সেদিন বাজারে যেতেই শুনছি নির্বাচন নিয়ে কতো কথা লোকমুখে
কতোসব বিতর্ক, কাকে কার ভালো মনে হয়।
আচ্ছা তুমি ই বলোতো ভোট টা কাকে দেয়া যায়??
আমার আমড়া গাছটা,ঐযে যেটা বড় সখ করে আনিয়েছিলাম। 
আজ আমাকে ছাড়িয়ে কত্ত বড় হয়েছে!!
আর আমাদের খালের শাপলা গুলো বৃথা ফোটে আর ঝড়ে…
এসব খবরে তোমার এখন প্রয়োজন নেই…
অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানোর ছিলো!
বহুবার বলার প্রয়াশ ছিলো সেই কথাটা….
টেবিলের একপাশে কাঁচের, কাগজচাপায় আছে সে পত্র টি,
এখন আমার নীল পত্রের রংটা অনেকটা বিবর্ন হয়ে গেছে,
একটা চায়ের কাপের দাগ পত্রকে আরো করুন করে তুলেছে
পাখার হাওয়ায় সারাদিন, সারারাত ফুর ফুর করে ডানা ঘাপটায় 
আমার ঠিকানা বিহীন নীল পত্রটি,
অথচ,
তোমার কাছে উড়ে যাওয়ার কথা ছিলো!!!

লেখক – আফরা ইবনাত নওশিন (রংপুর)

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

Leave a Comment