চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

June 5, 2023

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত একটি দ্রুতগতিসম্পূর্ণ বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি টু ঢাকা রুটে উভয়পথে নিয়মিত চলাচল করে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ২০২৩ সালের ৪ জুন চালু করা হয়। এই ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। চিলাহাটি রেলওয়ে স্টেশন একটি ব্যাস্ততম স্টেশন হওয়া স্বত্বেও অতীতে চিলাহাটি হতে ঢাকা রুটে একখানাই ট্রেন চলাচল করতো। চিলাহাটিবাসীর দাবি ছিলো তাদের আরেকখানা স্টেশন দেয়া হোক। তাদের দাবীর প্রেক্ষিতে এই ট্রেনটি চালু করা হয়। এটি চিলাহাটি টু ঢাকা রুটে চলাচলকারী দ্বিতীয় ট্রেন।

চিলাহাটি হতে ঢাকা একটি বাংলাদেশের জনপ্রিয় ট্রেন রুট। এই রুটে প্রতিদিন অসংখ্য ট্রেন যাতায়াত করে। এটি দূরপাল্লার ট্রেন ভ্রমণ গন্তব্যের মধ্যে অন্যতম একটি। ঢাকা থেকে চিলাহাটির দূরুত্ব বেশি হওয়ার দরুন অধিক সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। এটি দূরপাল্লার একটি ট্রেন রুট।

যারা চিলাহাটি টু ঢাকা কিংবা ঢাকা হতে চিলাহাটি ট্রেনে ভ্রমণের জন্য সময়সূচী খুঁজছেন কিংবা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই নিবন্ধ। এই নিবন্ধে আমরা জানবো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকাসহ যাবতীয় তথ্যাদি।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৬টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর ৩টায়। অপরদিকে ঢাকা হতে যাত্রা শুরু করে দুপুর ৫টা এবং চিলাহাটি পৌঁছায় রাত ৩টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। শনিবার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনখানার সাপ্তাহিক ছুটির দিন। এই দিন এই ট্রেনটি বন্ধ থাকে।

নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬)

চিলাহাটি হতে 06:00 am

ঢাকা পৌঁছাবে 02:55 pm

শনিবার

চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬)

ঢাকা হতে ছাড়ে 05:00 pm

চিলাহাটি পৌঁছাবে 02:45 am

শনিবার

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচীঃ যাত্রাবিরতি

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা কিংবা ঢাকা হতে চিলাহাটি চলাচলের ক্ষেত্রে উভয় পথে মোটে ৯টি স্টেশনে যাত্রাবিরতি করবে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ

  • ডোমার
  • নীলফামারী
  • সৈয়দপুর
  • পার্বতীপুর
  • জয়পুরহাট
  • সান্তাহার
  • ঈশ্বরদী বাইপাস ও
  • বিমানবন্দর

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনখানা চিলাহাটি – ঢাকা উভয়পথে চলাচলের ক্ষেত্রে এইসকল স্টেশনে যাত্রাবিরতি দিবে। যেকোনো যাত্রী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এইসকল স্টেশন থেকে উঠতে পারবে কিংবা নামতে পারবে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

চিলাহাটি হতে ঢাকা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া খুব বেশি নয়। স্বল্প টাকায় ভ্রমণ করা যায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬২০ টাকা, স্নিগ্ধাতে ১১৮৫ টাকা, এসি এস ১৪২১ টাকা এবং এসি বি ২১২৮ টাকা।

নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ

আসন

টিকিট মূল্য

শোভন চেয়ার (S Chair)

৬৬৫ টাকা

প্রথম চেয়ার

৬৬০ টাকা

এসি বার্থ (AC B)

২৩৩৩ টাকা

স্নিগ্ধা

১২৭১ টাকা

এসি এস (AC S)

১৫২৪ টাকা

সচরাচর জিজ্ঞাসা

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ৪ জুন ২০২৩ সালে হয়।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে?

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার।

চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে কখন ছাড়ে?

চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে সকাল ৫টায় ছাড়ে এবং ঢাকায় পৌঁছায় দুপুর ৩টায়।

চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?

চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে বিকেল ৫টায় এবং চিলাহাটি পৌঁছায় মধ্যরাত ৩টায়।

ঢাকা থেকে চিলাহাটি পৌঁছাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?

ঢাকা থেকে চিলাহাটি পৌঁছাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৯ ঘন্টা।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬৬৫ টাকা, স্নিগ্ধাতে ১২৭১ টাকা, এসি এস ১৫২৪ টাকা এবং এসি বি ২৩৩৩ টাকা।

শেষ কথা

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন নিচের কমেন্ট বক্সে। আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দ্রুত ইনশাআল্লাহ্‌।

ঢাকা টু চিলাহাটি ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু।

আপনার যাত্রা শুভ হোক!

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।