ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৪

Nir
4

রেল ভ্রমণ কমবেশি অধিকাংশেরই প্রিয়। বর্তমান সময় রেলভ্রমণ পছন্দ করে না এমন লোক পাওয়া বেজায় কঠিন ব্যাপার। কারণ রেলভ্রমণ সর্বদা হয়ে থাকে আরামদায়ক এবং অধিক সাশ্রয়ী। সকল শ্রেণীর মানুষই কমবেশি রেলভ্রমণ পছন্দ করে। আর তাই আজকের আমাদের এই নিবন্ধ, ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী।

ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী

রেলভ্রমণের ফলে গ্রাম বাংলার পথ-ঘাট সবুজ শ্যামল ফসলের মাঠ দেখা যায়। রূপসী বাংলার  চারদিকের পরিবেশ উপলব্ধি করা যায়। সেই সাথে বর্তমানে রেলভ্রমণ অধিক নিরাপদ এবং আরামদায়ক। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ঢাকা টু চিলাহাটি অধিক জনপ্রিয় একটি ট্রেন রুট। যারা যেতে চাচ্ছেন ঢাকা টু চিলাহাটি - ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা। 

 

এই নিবন্ধে আমরা জানবো ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সেই সাথে জানবো ঢাকা হতে চিলাহাটি রুটে চলমান ট্রেনসমূহ সম্পর্কে একটুখানি তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়সমূহ। 


রেলপথে ঢাকা টু চিলাহাটি দূরত্ব

রেলপথে ঢাকা হতে চিলাহাটি ভ্রমণ দূরত্ব ৪৮৬ কিলোমিটার  বা ৩০২ মাইল। যাত্রাপথে সময় লাগে মোটে ৯ ঘন্টা। এটি বাংলাদেশের দীর্ঘতম রেলভ্রমণ পথগুলোর মধ্যে অন্যতম একটি। 


ঢাকা টু চিলাহাটি বাংলাদেশের দীর্ঘতম রেলভ্রমণ পথগুলোর মধ্যে অন্যতম একটি। এই পথে মোটে দুখানাই ট্রেন নিয়মিত চলাচল করে।


ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী

ঢাকা টু চিলাহাটি রুটে মোটে ২টি ট্রেন নিয়মিত চলাচল করে। ট্রেনগুলো হলো, চিলাহাটি এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস। 

  1. চিলাহাটি এক্সপ্রেস এবং
  2. নীলসাগর এক্সপ্রেস

এই ট্রেন দুটি ঢাকা হতে চিলাহাটি রুটে নিয়মিত চলাচল করে। নিচে ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী দেয়া হলো। সেই সাথে আলোচনা করা হলো ট্রেন দুটি সম্পর্কে একটুখানি তথ্য। 

 

চিলাহাটি এক্সপ্রেস

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ২০২৩ সালের ৪ জুন চালু করা হয়। এই ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। চিলাহাটি রেলওয়ে স্টেশন একটি ব্যাস্ততম স্টেশন হওয়া স্বত্বেও অতীতে চিলাহাটি হতে ঢাকা রুটে একখানাই ট্রেন চলাচল করতো। চিলাহাটিবাসীর দাবি ছিলো তাদের আরেকখানা স্টেশন দেয়া হোক। তাদের দাবীর প্রেক্ষিতে এই ট্রেনটি চালু করা হয়। এটি চিলাহাটি টু ঢাকা রুটে চলাচলকারী দ্বিতীয় ট্রেন। 

 

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৬টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর ৩টায়। অপরদিকে ঢাকা হতে যাত্রা শুরু করে দুপুর ৫টা এবং চিলাহাটি পৌঁছায় রাত ৩টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা। 

 

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। শনিবার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনখানার সাপ্তাহিক ছুটির দিন। এই দিন এই ট্রেনটি বন্ধ থাকে।

 

নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬)

চিলাহাটি হতে 06:00 am

ঢাকা পৌঁছাবে 03:00 pm

শনিবার

চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬)

ঢাকা হতে 05:00 pm

চিলাহাটি পৌঁছাবে 03:00 am

শনিবার

 

নীলসাগর এক্সপ্রেস

নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করে ২০০৭ সালের পহেলা ডিসেম্বর থেকে। প্রথম দিকে নীলসাগর এক্সপ্রেস নীলফামারীর সৈয়দপুর হতে ঢাকা রুটে নিয়মিত চলাচল করতো। তখন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সৈয়দপুর হতে ঢাকা কিন্তু এই ট্রেনটির যাত্রা শুরু হবার কথা ছিলো চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে। দূর্ভাগ্যবশত সেই সময় চিলাহাটি রেলওয়ে স্টেশনের অবকাঠামো ছিলো পুরাতন এবং জরাজীর্ণ ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে।

 

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি থেকে ছাড়ে রাত ৮টা এবং ঢাকায় পৌঁছায় ভোঁর ৫টায় ৩০ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট। 

 

অপরদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে ভোঁর ৬টা ৪০ মিনিট এবং চিলাহাটি পৌঁছায় বিকাল ৪টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ২০ মিনিট।

 

 নিচে টেবিল আকারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নামস্টেশনছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
নীলসাগর এক্সপ্রেস
চিলাহাটি টু ঢাকা
নাই
8:00 pm05:30 am
নীলসাগর এক্সপ্রেস
ঢাকা টু চিলাহাটি
নাই
6:45 am4:00 pm

 

ঢাকা টু চিলাহাটি ট্রেনের ভাড়া তালিকা

ইতোমধ্যে আমরা ঢাকা টু চিলাহাটি রুটে চলমান ট্রেনসমূহ ও এর সময়সূচী জানতে পেরেছি। এখন আমরা জানবো ঢাকা হতে চিলাহাটি ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে। 

 

ঢাকা টু চিলাহাটি ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৪৯৫টাকা, স্নিগ্ধাতে ৯৪৯ এবং এসিতে ১১৩৩টাকা। 

 

নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ

আসন

টিকিট মূল্য

শোভন চেয়ার

৪৯৫ টাকা

প্রথম চেয়ার

৬৬০ টাকা

প্রথম বার্থ

৯৮৫ টাকা

স্নিগ্ধা

৯৪৯ টাকা

এসি এস

১১৩৩ টাকা


পরিশিষ্ঠ 

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা কোনো ট্রেন সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দ্রুত। 

 

ঢাকা টু চিলাহাটি ভ্রমণের ক্ষেত্রে টিকিট করে নিন অগ্রীম। কারণ অনেক সময় টিকিট ফুরিয়ে গেলে টিকিট পাওয়া যায় না, যেহেতু এ রুটে শুধুমাত্র দুখানাই ট্রেন চলাচল করে। 

 

রেলভ্রমণের ক্ষেত্রে ট্রেনের পরিবেশ সুন্দর রাখুন। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে ট্রেনের পরিবেশ নষ্ট করবেন না। 

 

আপনার ভ্রমণ হোক আরামদায়ক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া

Post a Comment

4Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

  1. Cilahati express phulbari thak k Joydevpur koitai asa din e

    ReplyDelete
    Replies
    1. চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকায় যাবার ক্ষেত্রে ফুলবাড়িতে দাঁড়ায় সকাল ৭টা ৪৮ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে।

      Delete
    2. নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় বগুড়া কি দাঁড়ায়

      Delete
    3. না, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ায় থামে না।

      Delete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!