রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৫

Nir
3 minute read
0

রূপসা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কতৃক্য দ্রুতগতিসম্পূর্ণ একটি ট্রেন। এটি নিয়মিত চিলাহাটি হতে খুলনা রুটে চলাচল করে।  

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

 

রূপসা এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন হয় ১৯৮৬ সালের ৫ই মে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি ব্রডগেজ লাইনে লাল-সবুজ পিটি ইনকা কোচ নিয়ে নিয়মিত চলাচল করে। 

 

চিলাহাটি টু খুলনা এটি বাংলাদেশের দীর্ঘতম রেলরূট গুলোর মধ্যে অন্যতম। দীর্ঘত্ম রেলপথ হওয়ার দরুন সময় লাগে বেশ কিছু। এই রুটে মোটে দুখানাই ট্রেন নিয়মিত চলাচল করেন। সীমান্ত এক্সপ্রেস এবং রূপসা এক্সপ্রেস। রূপসা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ দূরত্ব মোটে ৪৪৬ কিলোমিটার বা ২৭৭ মাইল। 

 

যারা চিলাহাটি টু খুলনা ট্রেনের সময়সূচী খুঁজছেন কিংবা রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী খুঁজছেন, আমাদের এই নিবন্ধটি তাদের জন্য। আমরা আজকে এই নিবন্ধে জানবো রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি। 

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি টু খুলনা রূটে চলার পথে চিলাহাটি রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করে সকাল ৮টায় ৩০ মিনিটে এবং খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৬টায় ২০ মিনিটে। 


রূপসী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৬ দিন চিলাহাটি টু খুলনা রূটে চলাচল করে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। এই দিন রূপসা এক্সপ্রেস এর যাত্রা বন্ধ থাকে।

 

নিচে একনজরে টেবিল আঁকারে রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়ছুটির দিন
রূপসা এক্সপ্রেস (৭২৮)
চিলাহাটি হতে ছাড়ে 08:30 AM
খুলনা পৌঁছায় 06:20 PM
বৃহস্পতিবার
রূপসা এক্সপ্রেস (৭২৭)
খুলনা হতে ছাড়ে 07:15 AM
চিলাহাটি পৌঁছায় 05:05 PM
বৃহস্পতিবার

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচীঃ যাত্রাবিরতি

রূপসা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে মোটে ২২টি স্টেশনে যাত্রা বিরতি দেয়।

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ

  • নওয়াপাড়া
  • যশোর জংশন
  • মোবারকগঞ্জ
  • কোটচাঁদপুর
  • দর্শনা হল্ট
  • চুয়াডাঙ্গা
  • আলমডাঙ্গা
  • পোড়াদহ জংশন
  • ভেড়ামারা
  • পাকশী
  • ঈশ্বরদী জংশন
  • নাটোর
  • আহসানগঞ্জ
  • সান্তাহার জংশন
  • আক্কেলপুর
  • জয়পুরহাট
  • বিরামপুর
  • ফুলবাড়ী
  • পার্বতীপুর জংশন
  • সৈয়দপুর
  • নীলফামারী
  • ডোমার

রূপসা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে এইসকল স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেয়। যেকোনো যাত্রী উল্লেখিত স্টেশন থেকে রূপসা এক্সপ্রেসে উঠতে পারবে কিংবা নামতে পারবে। 

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

রূপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়া খুব বেশি নয়, স্বল্প টাকায় যেকেউ রূপসা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে পারবে। 

 

রূপসা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৫৭৫ টাকা, স্নিগ্ধা সীটে ভাড়া ১১০৪ টাকা, এফ সীটে ভাড়া ৮৮০ টাকা এবং এসিতে ১৩২৩ টাকা ভাড়া।

 

নিচে একনজরে টেবিল আঁকারে রূপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ

আসনভাড়া
শোভন চেয়ার৫৭৫ টাকা
স্নিগ্ধা১১০৪ টাকা
এফ সীট
৮৮০ টাকা
এসি সীট
১৩২৩ টাকা

 

সচরাচর জিজ্ঞাসা

রূপসা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?

রূপসা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয় ৫ই মে ১৯৮৬ সালে। 

 

রূপসা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে? 

বৃহস্পতিবার রূপসা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন।

 

রূপসা এক্সপ্রেস চিলাহাটি থেকে কখন ছাড়ে?

রূপসা এক্সপ্রেস চিলাহাটি থেকে ছাড়ে সকাল ৮টায় ৩০ মিনিটে খুলনায় পৌঁছায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। 


রূপসা এক্সপ্রেস খুলনা থেকে কখন ছাড়ে?

রূপসা এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং চিলাহাটিতে পৌঁছায় সন্ধ্যা ৫টায় ৫ মিনিটে।


খুলনা থেকে চিলাহাটি পৌঁছাতে রূপসা এক্সপ্রেস ট্রেনে কতক্ষন সময় লাগে?

খুলনা থেকে চিলাহাটি পৌঁছাতে রূপসা এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৯ ঘন্টা ৫০  মিনিট। 


রূপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

রূপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৪৯৫টাকা, স্নিগ্ধাতে ৯৪৯ এবং এসিতে ১১৩৩টাকা। 


রূপসা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৫৭৫ টাকা, স্নিগ্ধা সীটে ভাড়া ১১০৪ টাকা, এফ সীটে ভাড়া ৮৮০ টাকা এবং এসিতে ১৩২৩ টাকা ভাড়া।

 

শেষ কথা

আশাকরি আমরা এই নিবন্ধটি থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি পেয়েছি। এই নিবন্ধটির সকল তথ্য বাংলাদেশ রেলওয়ে কতৃক্য আপডেটকৃত সর্বশেষ তথ্য অনুযায়ী লেখা। 

 

অবশ্যই রূপসা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে অগ্রীম টিকিট কাটার চেষ্টা করবেন অনলাইন থেকে। অনলাইন থেকে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে পড়ুন, অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম নিবন্ধটি।  


বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত কোনো তথ্য কিংবা এই নিবন্ধের ভিত্তিতে কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের মন্তব্য সেকশনে, আপনার মন্তব্যের উত্তর প্রদান করা হবে দ্রুত। 

 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Today | 24, February 2025