চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা ২০২৪

Nir
0
চিত্রা এক্সপ্রেস। যেটি ঢাকা থেকে খুলনা রুটে নিয়মিত চলাচল করে। এটি বাংলাদেশ রেলওয়ে কতৃক্য একটি আন্তঃনগর বিলাসবহুল ট্রেন।
 
 

রেল ভ্রমণ পছন্দ করে না এমন লোক পাওয়া বেজায় কঠিন, রূপসী বাংলার পথ-ঘাট-মাঠ পেরিয়ে গন্তব্যে পৌঁছায় ট্রেন। ট্রেনের চোখে চারদিকের প্রকৃতি অনন্য। আর তাই অনেকে রেল ভ্রমণের জন্য নানান ট্রেনের সময়সূচী অনুসন্ধান করেন। 


এই নিবন্ধে আমরা জানবো, চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন এবং ভাড়ার তালিকা সহ চিত্রা এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য। 

 

চিত্রা এক্সপ্রেস 

চিত্রা এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন যেটি ঢাকা-খুলনা-ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিত্রা নদীর নামানুসারে এই ট্রেনটির নামকরণ করা হয় চিত্রা এক্সপ্রেস। চিত্রা এক্সপ্রেস প্রথম পরিষেবা শুরু করেন ৭ অক্টোবর ২০০৭ থেকে। 

 

চিত্রা এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে মোটে ৭৮১টি আসন বিশিষ্ঠ ১২টি বগি, চিত্রা এক্সপ্রেস ঢাকা টু খুলনা ৪৪৯ কিলোমিটার বা ২৭৯ মাইল যাত্রা করে। 

 

চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, খুলনায় পৌঁছায় ভোর ৫টায়। 

 

অপরদিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে যাত্রা শুরু করে  সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। 


চিত্রা এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৫ মিনিট, এবং রবিবার চিত্রা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। 

 

এক নজরে, চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী;

ট্রেনের নামছাড়ার সময়
পৌঁছানোর সময়
বন্ধের দিন
চিত্রা এক্সপ্রেস Chitra Express (764)
ঢাকা হতে ছাড়বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
খুলনা পৌঁছাবে ভোর ৫টায়
রবিবার
চিত্রা এক্সপ্রেস Chitra Express (763) খুলনা হতে ছাড়বে সকাল ৯টায়
ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে
রবিবার

 

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা 

চিত্রা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ক্ষেত্রে ভাড়া ৬৩০ টাকা, স্নিগ্ধা চেয়ারের ক্ষেত্রে ভাড়া ১২০৮ টাকা, এসি এস চেয়ারের ক্ষেত্রে ১৪৪৯ টাকা এবং এসি বার্থ এর ক্ষেত্রে ভাড়া ২১৬৮ টাকা। 

 

এক নজরে, চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা;

আসনমূল্য
শোভন চেয়ার
৬৩০ টাকা
স্নিগ্ধা চেয়ার১২০৮ টাকা
এসি চেয়ার
১৪৪৯ টাকা
এসি বার্থ২১৬৮ টাকা

 

চিত্রা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন 

  • খুলনা
  • নওয়াপাড়া
  • যশোর
  • মোবারকগঞ্জ
  • কোট চাঁদপুর
  • দর্শনা হল্ট
  • চুয়াডাঙ্গা
  • আলমডাঙ্গা
  • পোড়াদহ
  • মিরপুর
  • ভেড়ামারা
  • ঈশ্বরদী জংশন
  • চাটমোহর
  • বড়ালব্রীজ
  • উল্লাপাড়া
  • শহীদ এম মনসুর আলী
  • বঙ্গবন্ধু সেতু পূর্ব
  • টাঙ্গাইল
  • জয়দেবপুর
  • ঢাকা বিমানবন্দর
  • কমলাপুর

 

সচরাচর জিজ্ঞাসা 

চিত্রা এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন কি বার?

চিত্রা এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন রবিবার? 


চিত্রা এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?

চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, খুলনায় পৌঁছায় ভোর ৫টায়। 


চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে কখন ছাড়ে?

চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে যাত্রা শুরু করে  সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

 

চিত্রা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার ভাড়া কত?

চিত্রা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ক্ষেত্রে ভাড়া ৬৩০ টাকা।

 

শেষ কথা 

আশাকরি আমরা এই নিবন্ধ থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন এবং ভাড়ার তালিকা সহ বিস্তারিত যাবতী তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে কিংবা চিত্রা এক্সপ্রেস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্য সেকশনে, আপনার মন্তব্যের রিপ্লাই দ্রুত প্রদান করা হবে। 

 

বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের ক্ষেত্রে আগাম অনলাইন থেকে টিকিট কাটার চেষ্টা করুন। কারণ অধিকাংশ সময় যাত্রার দিন টিকিট পাওয়া যায় না, শেষ হয়ে যায়। 

আপনার যাত্রা শুভ হোক! 

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!