সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা ২০২৪

Nir
0

সুন্দরবন এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কতৃক্য অন্যতম বিলাসবহুল ও জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকা থেকে খুলনা রুটে নিয়মিত চলাচল করে এবং সুন্দরবন এক্সপ্রেস দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

 

আমরা এই নিবন্ধে জানবো, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা এবং সুন্দরবন এক্সপ্রেস সম্পর্কিত একটুখানি তথ্য সহ যাবতীয় তথ্যাদি। 


সুন্দরবন এক্সপ্রেস 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে ২০০৩ সালের ১৭ই আগষ্ট, এবং এর পর থেকে এটি সুশৃঙ্খলভাবে নিয়মিত যাত্রীসেবা প্রদান করে আসছে। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা-খুলনা-ঢাকা রুটের জনপ্রিয় একটি ট্রেন। বিশেষকরে সুন্দরবন ভ্রমণকারীদের জন্য। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মূলত বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনের নামে নামকরণ করা হয়েছে।

 

পূর্বে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ২০ বছর যমুনা সেতুর উপর দিয়ে চলাচল করতো। তবে পদ্মা সেতুর রেলরূট সম্পূর্ণ হওয়ার পর এটি পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করে। যমুনা সেতু দিয়ে চলার ক্ষেত্রে খুলনা পৌঁছাতে সময় লাগতো ৯ ঘন্টা, তবে বর্তমানে পদ্মা সেতু দিয়ে চলার ফলে সময় লাগে ৭ ঘন্টা ৩০ মিনিট খুলনা পৌঁছাতে।  


সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১৩টি CRRC কোচ নিয়ে চলাচল করে, যার মধ্যে রয়েছে ২টি এসি বার্থ কোচ, ৪টি এসি স্নিগ্ধা চেয়ার কোচ, ৪টি নন-এসি শোভন চেয়ার কোচ, ২টি খাবার গাড়ি, এবং ১টি পাওয়ার কার। এছাড়া, ট্রেনটি ৬৬০০ সিরিজের EMD লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয়।

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু খুলনা:

সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং খুলনায় পৌঁছায় দুপুর ৩টা ৫০ মিনিটে।

 

খুলনা টু ঢাকা:

অপরদিকে, খুলনা থেকে প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে, এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫টা ১০ মিনিটে।

সাপ্তাহিক ছুটির দিন: মঙ্গলবার


এক নজরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী;

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়বন্ধের দিন
সুন্দরবন এক্সপ্রেস - Sundarban Express (725)ঢাকা হতে সকাল ৮টা ১০ মিনিট
খুলনা পৌঁছায় দুপুর ৩টা ৫০ মিনিট
বুধবার
সুন্দরবন এক্সপ্রেস - Sundarban Express (726)খুলনা হতে রাত ৯টা ৪৫ মিনিট
ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিট
মঙ্গলবার

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৬২৫ টাকা, স্নিগ্ধা চেয়ারের ভাড়া ১১৯৬ টাকা, এসি চেয়ারের ভাড়া ১৪৩২ টাকা এবং এসি বার্থ ভাড়া ২১৫১ টাকা। 

 

নিচে এক নজরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা;

আসনভাড়া
শোভন চেয়ার৬২৫ টাকা
স্নিগ্ধা চেয়ার১১৯৬ টাকা
এসি চেয়ার১৪৩২ টাকা
এসি বার্থ২১৫১ টাকা

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিরতি স্টেশন রয়েছে। নিচে সেগুলোর তালিকা দেওয়া হলো:

  • ঢাকা
  • ভাঙ্গা
  • ফরিদপুর
  • রাজবাড়ি
  • পাংশা
  • কুষ্টিয়া কোর্ট
  • পোড়াদাহা
  • আলমডাঙ্গা
  • চুয়াডাঙ্গা
  • দর্শনা হল্ট
  • কোট চাঁদপুর
  • মোবারকগঞ্জ 
  • যশোর
  • নোয়াপাড়া
  • দৌলতপুর
  • খুলনা 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে এই সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

 

সচরাচর জিজ্ঞাসা

সুন্দরবন এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন কী?

সুন্দরবন এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার।

 

সুন্দরবন এক্সপ্রেস ঢাকায় কখন পৌঁছায়?

সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছায় ভোর ৫টা ১০ মিনিটে।

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার ভাড়া কত?

শোভন চেয়ার ভাড়া ৬২৫ টাকা।

 

শেষ কথা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-খুলনা রুটের অন্যতম সেরা ট্রেন। যাত্রীরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে সহজেই টিকিট কাটতে পারেন। আগাম টিকিট বুকিং করে নিশ্চিতভাবে সিট পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন।

 

সুন্দরবন এক্সপ্রেস কিংবা বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত যেকোনো প্রশ্ন লিখুন নিচের মন্তব্য সেকশনে, আপনার মন্তব্যের উত্তর প্রদান করা হবে দ্রুত। 

 

আপনার যাত্রা আনন্দময় হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা

চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!