ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম ২০২৫

Nir
0

ইতোমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকেই রয়েছেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর রেজাল্ট দেখার জন্য অনলাইনে অনুসন্ধ্যান করেন, কিংবা রেজাল্ট কীভাবে অনলাইনে দেখতে হয় তা জানা নেই, আজকে আমি এই নিবন্ধটিতে দেখাবো, ডিপ্লোমা দেখার নিয়ম। কীভাবে রেজাল্টশীট মার্কশিট সহ ডাউনলোড করা যায় যাবতীয় বিস্তারিত। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম

 

ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম

ধাপ - ১ 

প্রথমে https://btebresultszone.com ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে নিচের মতো একটি পেইজ আসবে। এখানে Check Result এ ক্লিক করুন। 

 

ধাপ ২ 

Check Result এ ক্লিক করলে নিচের মতো একটু পেইজ আসবে। এখানে এক্সাম এর জায়গায় Diploma in Engineering সেলেক্ট করুন। Regulation এ আপনার প্রবিধান সেলেক্ট করুন এবং Roll Number এ আপনার রোল নাম্বার দিন। এখন View Result এ ক্লিক করুন। 

 

 

ধাপ - ৩ 

View Result এ ক্লিক করলে, নিচের মতো ভাবে আপনার বর্তমান সেমিস্টারের রেজাল্ট সহ সকল রেজাল্ট দেখাবে।

 

 

এখন আপনি চাইলে এখানে Download বাটন থেকে আপনার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। সেই সাথে একই ওয়েবসাইট থেকে আপনি সিজিপিএ ক্যালকুলেশন সহ অন্যান্য ডিপ্লোমা সেকশনেরও রেজাল্ট দেখতে পারবেন। 


শেষ কথা

আশাকরি এই নিবন্ধ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখা সহ কীভাবে রেজাল্ট শীট ডাউনলোড করা যায় তার সকল বিস্তারিত জানতে সক্ষম হয়েছি। এ সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে লিখুন আমাদের নিচের মন্তব্য সেকশনে, আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে দ্রুত। 


আরও পড়ুন 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সকল ডিপার্টমেন্টের বই তালিকা ২০২২ প্রবিধান

চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয়

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!