Punctuation and Capitalizations এর সহজ নিয়ম SSC, HSC, Admission Candidate

MD Nazir Hossain

January 25, 2025

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

How to use capital letter and punctuation marks


Capital Letter

v 
Sentence-এর
প্রথম অক্ষরে: যেকোনো Sentence এর শুরুতে।

Example:

He is my friend.

What is your name?

v 
Proper Noun
(নামের ক্ষেত্রে): ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, এবং নির্দিষ্ট জিনিসের নাম। Example:
Dhaka, Nazir Hossain, Amazon, Bangladesh

v 
Days,
Months, Holidays-এর ক্ষেত্রে: Sunday, January, Eid-ul-Fitr, Christmas

v 
I (একক First
Person Pronoun): I কোনো Sentence এর যেখানেই থাকুক না কেনো, I সর্বদা Capital
Letter এ লিখতে হবে।

Example:

I am learning English.

Who am I?

v 
Language
(ভাষার নাম): যেকোনো ভাষার নামের প্রথম অক্ষর: Bangla, English, Urdu and Italian etc.

Note:
যদি সাধারণ বিষয় বা শাখার নাম উল্লেখ থাকে তবে তা Small Letter এ হবে কিন্তু যদি
সেখানে কোনো ভাষার নাম থাকে তবে সেটা ভাষা হোক কিংবা না হোক – Capital Letter এ
লিখতে হবে প্রথম অক্ষর।

v 
Titles এবং
Designations (নামের সাথে): Dr. Muhammad Younus, Engr. Nazir Hossain, Mr. Rahim

v 
Religious
Texts এবং ধর্মীয় শব্দের ক্ষেত্রে: The Quran, The Bible, Allah, God, Buddha

v 
Books,
Poems, Movies, এবং Other Titles-এর প্রথম অক্ষরে: “Hamlet,” “The
Old Man and the Sea,” “The Fault in Our Stars”

v 
Special
Events এবং Historical Periods: World War II, Independence Day, The Renaissance

v 
Nationalities,
Languages, এবং Religions: Bangladeshi, English, Islam, Hinduism

v 
Acronyms এবং
Initialisms (সংক্ষিপ্ত রূপে): UNESCO, UN, NASA

v 
Headings এবং
Titles-এর প্রথম অক্ষরে: Rules of Grammar, Capital Letters in English

v 
Exclamatory
Words এবং Interjections-এর শুরুতে: Wow! Oh! Hurrah!

v 
Direct
Speech-এর প্রথম শব্দে: He said, “You are late today.”

v 
Proper
Adjectives (Proper Noun থেকে গঠিত বিশেষণ): Bangladeshi culture, Islamic art,
European tradition

v 
সাধারণ
নিয়মের অংশ হিসাবে:

Email শুরুতে: Dear Sir, Dear Madam,

Salutations: Yours sincerely, Best regards

 

Some Example for Capital Letter:

The
Independence Day of Bangladesh is celebrated on March 26.

Mr.
Rahim is a Bangladeshi and speaks English.

Dr.
Mahmud wrote a book titled “The Beauty of Nature.”

I
love reading books like The Quran and The Bible.


Punctuation Marks

1.  
Full Stop:

Ø 
Assertive,
Imperative, Optative Sentence এর শেষে সর্বদা Full Stop (.) বসে।

Example:

I
eat rice. (Assertive) (চেনার উপায়ঃ বাক্যটি Subject দিয়ে শুরু হলে সেটি Assertive
Sentence)

Go
to your home. (Imperative) (চেনার উপায়ঃ বাক্যটি Verb দিয়ে শুরু হলে সেটি
Imperative Sentence)

May
you long live. (Optative) (চেনার উপায়ঃ বাক্যটি May/long দিয়ে শুরু হলে সেটি
Optative Sentence)

Ø 
Abbreviation
অর্থাৎ পূর্ণরূপ থাকা সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে। যেমন; M.B.B.S, U.N.O

Ø 
নামের আদ্যাক্ষর
সংক্ষিপ্ত করলে -> MD. Ainul Islam, Engr. Nazir Hossain

Ø 
শব্দকে সংক্ষিপ্ত
করতে -> Jan., e.g., etc.

Note: Capital
Abbreviation অর্থাৎ বড় হাতের অক্ষরের সংক্ষিপ্ত রূপে Full Stop হয় না। যেমন, UN,
UEC, BBC, UNESCO Etc.

 

2.  
Comma (,)

Ø 
একই ধরনের একাধিক
Noun এর ক্ষেত্রে, যেমন; Rahim, Karim and Rakib. Tea Coffee and Milk.

Ø 
But, Yes,
No, মানুষের নাম, Morover etc এরপর পূর্ণাঙ্ক Setentece থাকলে এগুলোতে Comma বসে।

Example:

Yes,
I do it.

No,
he is not here.

Ø 
Complex
Sentence এ Depended Clause শুরুতে থাকলে- Ex. If you want to do well in the
exam, avoid bad company.

Ø 
Tag Question
এর আগে – Ex. It is quite expensive, isn’t it?

Ø 
Phrase আলাদা
করতে -> By the way, did you hear about it?

Ø 
Case in
apposition, Adjective clause বা Phrase এর আগে বা পরে Mr Hasan, Our English
teacher is very with students. 

 

3.  
Question Marks (?)

Ø 
শুধুমাত্র
Interrogative Sentence এ ব্যবহৃত হয়।

Interrogative
Sentence চেনার উপায় :

Wh word + Auxilliary verb………? (Wh-question)

Auxilliary verb + Sub……? (yes/no question)

 

Example:

What is your name? (Wh-question)

Did you finished your homework? (yes/no question)

Is this your pen? (yes/no question)

 

Note: Wh-questions begin
with what, when, where, who, whom, which, whose, why and how.

 

4.  
Exclamation (!)

Ø 
Exclamatory
Sentence এর শুধুমাত্র।

What
a beautiful sight!

Hurrah!
We won the match.

Ø 
Oh!,
Hurrah!, Hi!, Fie! Great!, Good luck!, Strange! এই সকল Word থাকলে।

Note:
Interjection + Assertive Sentence থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র Interjection এ
Exclamation (!) বসে, এরপর Assertive অংশে Full Stop বসে। যেমন; Hurrah! We have
won the game. এখানে Hurrah interjection যার ফলে এই word এ Exclamation (!) বসেছে,
এরপরের অংশটি We have won the game. হলো Assertive যার ফলে এরপর Full Stop বসেছে।

 

Exclamatory
Sentence চেনার উপায়;

1.    
What + a/an
+ ……..!

2.    
How + adj +
……!

3.    
Hurrah!,
Alas!, Fie! , Hush! + Sub + verb + ext.

4.    
Sub + verb +
so + adj!

5.    
Sub + verb +
such + a/an+adj + noun!

 

এই সকল বাক্য হলো Exclamatory Sentence. এখানে 3 নাম্বার
Struction এর word গুলোতে Exclamation (!), বাকি সব struction এর শেষে Exclamation
(!) বসে। 

 

5.  
Appostrophe (’)

Ø 
Word কে সংক্ষিপ্ত
করতে –

Am not – ain’t

Will not – Won’t

Cannot – Can’t

Does not – Doesn’t

There is – There’s

Shall not – Shan’t

I have – I’ve

It is – It’s

I will – I’ll

Do not – Don’t

I had – I’d

What is – What’s

Ø 
কোনো ব্যাক্তি
বা বস্তুর উপর কারও অধিকার বোঝাতে – My father’s name is Rafiqul Islam

Ø 
Contraction
(সংকোচন) – The had – They’d

 

6.  
Inverted Comma (“”)

Ø 
উক্তি বা সংলাপে
বসে – He said to me, “I am ill.”

Ø 
বই, কবিতা, নাটক,
প্রবন্ধের শিরোনামে – The “Hamlet” was written by William Shakespeare.

Ø 
সংক্ষিপ্ত কোটেশন
বা বক্তব্যে – Do you know the origin of the saying: “A little learning is a
dangerous thing”? 

 

7.  
Colon (:)

Ø 
Dialouge এ
->

Myself:
I am happy.

My
Friend: Let’s go for a walk.

Ø 
কোটেশন শুরুর
আগে -> As shakespear writes: “All the world’s a stage.”

Ø 
সময় লেখার ক্ষেত্রে
-> 07:30 am.

Ø 
পূর্বের
Sentence কে সমর্থন বা প্রমাণ করতে -> Fardin is a good Student: he got GPA 5
in SSC exam. 

 

8.  
Semicolon (;)

Ø 
Formal
writing এর ক্ষেত্রে Conjunction দ্বারা যুক্ত নয় এমন দুটি Clause কে আলাদা করতে
-> He always makes a good result; he has a sharp memory.

Ø 
কমাযুক্ত
Sentence এর পরের অংশটিকে Sentence এর বাকি অংশ হতে আলাদা করতে -> She was
determined to succeed; whatever might suffer on the way. 

 

9.  
Usage of Hyphen (-)

Ø 
Compound
word এ; Hard-hearted, father-in-law, mother-in-law

Ø 
Prefix এ;
Pre-european

Ø 
Number এ;
Seventy-three, Thurty-one

Ø 
কোনো কিছুর ব্যাখ্যা
প্রদানের জন্য -> Rahim gave me many thing – swatch, ring, dress etc.

Ø 
লাইন অতিক্রম
করার সময় কোনো word কে ভেঙ্গে যদি বাকি অংশ পরবর্তী লাইনে লিখতে হয় -> Decide
what to do in order to avoid mis-takes of this kind in the future. 

 

Extra

v 
 

Sir,

Madam,

Excuse me,

Okay,

Oh,

Anyway,

Yes,

Thanks you,

No,

I See,

Well,

However,

Moreover,

But,

ব্যাক্তির নাম,

 

উপরুক্ত words গুলো কোনো Sentence এর শুরুতে থাকলে এইসকল
শব্দের পরে Comma (,) হবে, তবে যদি এই শব্দগুলো কোনো Sentence এর শেষে থাকে, সেক্ষেত্রে
এইসকল শব্দের পরে full stop (.) হবে।

Example,

Sir, I am in class 10.

Excuse me, Sir.

এখানে প্রথম বাক্যে Sir প্রথমে থাকায় কমা বসেছে এবং
দ্বিতীয় বাক্যে Sir পরে থাকায় Full Stop বসেছে।

v 
Reported
speech এর পূর্বে এবং পরে Inverted Comma বসে।

Example;
the traveler said, “I don’t wish to say there.”

 

কাজঃ বিগত সালে আসা সকল Capitalization and Punctuation
marks question solve করো। সব যথাযথভাবে সমাধান করতে পারলে বুঝে নিবে, তোমার শতভাগ
প্রিপারেশন সম্পূর্ণ হয়েছে। না পারলে বারবার নিয়মগুলো পড়ো।


This sheet is written by Nazir Hossain.

এই
শীটের কোনো অংশ লেখকের পূর্বানুমতি ছাড়া কপি করা, পুনঃপ্রকাশ করা বা বাণিজ্যিক
উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। লেখকের অনুমতি ব্যতীত ব্যবহার করা হলে
আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। 

 

শেষ কথা

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে Punctuation and Capitalizations এর সহজ নিয়ম গুলো সফলভাবে বুঝেছি। কোনো নিয়মে বুঝতে সমস্যা হলে অবশ্যই তা মন্তব্য বক্সে লিখতে ভুলবেন না। আপনার মন্তব্যের উত্তর দ্রুত প্রদান করা হবে।  


আরও পড়ুন 

পরীক্ষায় ভালো করার ১৩টি উপায়

ছাত্র জীবনে উপার্জনের নানা উপায়

একজন উদ্যোক্তার তিনটি সেরা অভ্যাস

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।