ট্রেনের উইন্ডো সীট চেনার উপায়

MD Nazir Hossain

April 20, 2025

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

অনেকেই রয়েছেন, যারা উইন্ডো বা জানালার পাশের সীটে বসে ভ্রমণ করতে পছন্দ করেন। কিংবা অনেকে রয়েছেন, যারা জানালার পাশে সীট না পেলে অনেক বমি বমি কিংবা মাথা ব্যাথা ভাব হয়।

কিন্তু ট্রেনের টিকিট কাটার সময়, জানালার পাশের সীট বা ট্রেনের উইন্ডো সীট কোনগুলো তা বুঝতে পারেন না। কিংবা ট্রেনের টিকিট কাটার সময় জানালার পাশ মনে করে টিকিট কাটার পর ট্রেনে উঠে দেখেন সেটি আসলে করিডোর অর্থার জানালার পাশে নয়। ফলে ব্যাপারটা হয়ে যায় বিব্রতকর।

আর তাই, আমরা এই নিবন্ধের মাধ্যমে জানবো, কিভাবে উইন্ডো সিট চিনবেন, কিভাবে উইন্ডো বা জানালার পাশে সীট কাটবেন। তার বিস্তারিত তথ্য। এবং সেই সাথে জানবো ট্রেনের উলটো বা সোজা সীট সম্পর্কেও।

ট্রেনের উইন্ডো সীট চেনার উপায়

বাংলাদেশে কয়েক ধরনের কোচ নিয়ে ট্রেনগুলো চলে। সবথেকে বেশি অর্থাৎ অধিকাংশ আন্তনগর ট্রেনগুলিই চলে পিটি ইনকা কোচ বা পিটি ইনকা রেকে। এখন চলুন আমরা প্রত্যেকটি কোচের উইন্ডো সীটগুলো জানবো।

পিটি ইনকা উইন্ডো সীট

পিটি ইনকা অর্থাৎ সবুজ/সাদা রঙ্গের বগি কোচসমূহের বিজোড় সং্খ্যার সীটগুলো জানালার পাশে। অর্থাৎ আপনি যখন পিটি ইনকা কোচওয়ালা ট্রেনের টিকিট কাটবেন, তখন জানালার পাশে সিট চাইলে অবশ্যই বিজোড় সং্খ্যাওয়ালা সীটের টিকিট কাটবেন। তবেই আপনি পেয়ে যাবেন উইন্ডো বা জানালার পাশে সীট। যেমন, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রস, উপবন এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস সহ বাংলাদেশের অধিকাংশ ট্রেনই পিটি ইনকা রেকে চলে।

ভ্যাকুয়াম উইন্ডো সীট

তবে যদি আপনি ভ্যাকুয়াম অর্থাৎ সবুজ/সাদা রঙ্গের বগির ট্রেনের টিকিট কাটেন, তবে এই সকল বগিতে উইন্ডো সীট হলো জোড় সং্খ্যার সীটগুলো। লাজেই ভ্যাকুয়াম কোচে জানালার পাশে বা উইন্ডো সিট চাইলে জোড় সং্খ্যার সিটে টিকিট কাটুন। যেমন চট্রলা এক্সপ্রেস। এই ট্রেনগুলো আন্তনগর, তবে লোকাল ধরনের। পুরাতন কোচ।

এলএইচবি উইন্ডো সীট

আর যদি আপনি এলএইচবি কোচে যাত্রা করেন, যেমন পঞ্চগড় এক্সপ্রেস, একতা ইত্যাদি এই ট্রেনগুলো এলএইচবি এবং ব্রডগেজ লাইনে চলে। এইসকল ট্রেনের ক্ষেত্রে উইন্ডো সীট হলো, সীট নাম্বার ১ থেকে শুরুর ১ নাম্বার সাড়ির উভয় দিকে বিজোড় সং্খ্যা উইন্ডোর পাশে। ২য় নাম্বার সাড়ির উভয় পাশে জোড় উইন্ডো সীট, ৩ নাম্বার সাড়ির উভয় পাশে বিজোড় উইন্ডো সীট এভাবে শেষ পর্যন্ত জোড়-বিজোড় সীটগুলো সাজানো করা হয়েছে।

কিভাবে বুঝবো আমার সীটটি উইন্ডো সীট

ট্রেনে W1 C1 ধরনের WC দিয়ে সীটগুলো লেখা থাকে। W হলো Window অর্থাৎ জানালা। এই সীটগুলো জানালার পাশে। এবং C হলো Corridor অর্থাৎ এগুলো করিডোরে অর্থাৎ জানালার পাশে নয়।

কাজেই আপনার সীটে W লেখা থাকলে আপনার সীটটি উইন্ডো সীট বা জানালার পাশে।

ট্রেনের সীট উলটো দিকে না সোজা দিকে বোঝার উপায়

ট্রেনের সীট উলটো দিকে না সোজা দিকে অধিকাংশ রেল ফ্যানদেরই এইটা চিনতে বেশ সমস্যা হয়। আর সীট উলটো দিকে হয়, ফলে ভ্রমণ করার সময় বেশ বিরক্তকর লাগে।

যদিও শতভাগ নিশ্চয়তা দেয়া কিছুটা সম্ভব নয় যে কোন সীটগুলো সোজা। কারণ অনেক সময় রেল কতৃপক্ষ কোচ ঘুরিয়ে দেয়। ফলে সেইসময় সোজা গুলো হয়ে যাউ উলটো! তবুও একটা টেকনিক মাথায় রাখলে সহজেই ট্রেনে সোজা সীট পাওয়া যায়।

টিকিট ক্রয়ের সময়, আপনার যাত্রা যদি হয় ঢাকা অভিমূখে, অর্থাৎ আপনার গন্তব্য ঢাকা হলে ১-৩০ পর্যন্ত সীটগুলো সামনের দিকে, এবং আপনি যদি ঢাকা থেকে কোথাও যান, সেক্ষেত্রে ৩১-৬০ পর্যন্ত সীটগুলো সামনের দিকে।

শেষ কথা

আশাকরি, ট্রেনের উইন্ডো সীট চেনার উপায়, ট্রেনের জানালার পাশের সীট চেনার উপায় সহ ট্রেনের উলটো ও সোজা সীটও চেনার উপায় জেনেছেন। রেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের মন্তব্য বক্সে। আপনার মন্তব্যের বা প্রশ্নের উত্তর প্রদান করা হবে দ্রুত।

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।