নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) টিউশন ফি ২০২৫ | সিএসই, ইইই, ফার্মেসি, বিবিএসহ সকল প্রোগ্রাম

MD Nazir Hossain

April 29, 2025

✍️ হতে চান লেখক? উইব্লগবিডিতে এখন যেকেউ লিখতে পারবেন। রেজিস্ট্রেশন করুন

অনেকেই রয়েছো, যারা পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, কিন্তু পাবলিক ভার্সিটিতে সিট পাওনি। অথবা দ্বিতীয় চয়েস হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা। কিন্তু নর্থ সাউথে পড়তে কি রকম খরচ হবে, সেই সম্পর্কে পরিপূর্ণ ধারনা নেই। এই নিবন্ধটি তাদের জন্য যারা নর্থ সাউথ ইউনিভার্সিটির টিউশন ফী, পড়ালেখায় যাবতীয় খরচ সম্পর্কে জানতে চাও।

এই নিবন্ধটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটির টোটাল টিউশন ফী, লিভিং খরচ সহ আনুসাঙ্গিক যা যা খরচ রয়েছে। সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে, আরও যা যা জানা দরকার, সে সম্পর্কেও একটুখানি ধারনা দেয়া হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চ মানের শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

এই ইউনিভার্সিটিতে সবথেকে বড় সুবিধা হলো, উন্নত আন্তর্জাতিক মানের পাঠদান ব্যবস্থা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটিস সহ অনেক কিছু। যার ফলে, নর্থ সাউথ ইউনিভার্সিটি অন্য সব ইউনিভার্সিটি থেকে ব্যাতিক্রম। একেবারেই অনন্য। এবং সেইসাথে এখানে নেই কোনো সেশন জট।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফী নির্ভর করবে আপনার ডিপার্টমেন্ট চয়েজের উপর। কারণ এখানে, একেক ডিপার্টমেন্টে পড়ার জন্য একেক রকম খরচ। যারা NSU-তে ভর্তি হওয়ার কথা ভাবছো, তাদের জন্য সর্বশেষ টিউশন ফি এবং ক্রেডিট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফী

Program Total Credits Total Cost (৳)
BS in CSE 130 9,95,000
BS in EEE 130 9,95,000
Bachelor of Pharmacy 199 14,84,800
BS in Microbiology 120 9,30,000
BBA 120 12,55,000
BSS in MAJ 129 9,95,000
LL.B (Hons) 130 9,95,000
BS in Economics 120 9,00,000
Bachelor of Architecture 170 12,55,000
BS in CSE (another) 123 9,19,500
BS in Environmental Science and Management 130 9,95,000

Additional Information:
Admission Fees: 36,000৳
Tuition Fees per Credit: 6,500৳

★★★ The total cost includes admission fees, but be aware that non-credit courses and retakes will increase the cost.

বি.দ্র. উপরোক্ত টিউশন ফিগুলো সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য NSU অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন। এখানে মোট খরচ যেটা রয়েছে, সেটি বর্তমান সময় অনুযায়ী। তবে এই খরচ বৃদ্ধি বা কম হলে হতে পারে সর্বচ্ছ ১০% পর্যন্ত।

এবং এই খরচের মধ্যে নন-ক্রেডিট কোর্স অর্থাৎ আপনার কোর্সের বাহিরে যদি অন্য কোনো কোর্স করতে চান, সেই কোর্সের খরচ যুক্ত নেই। এবং রিটেক অর্থাৎ কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করলে, সেই ফেইলকৃত সাবজেক্টের পরীক্ষার খরচ এখানে যুক্ত নাই।

আপনি যদি শুধুমাত্র আপনার উল্লেখিত কোর্সটিই করেন, তবে এই খরচের বাহিরে আর কোনো খরচ হবেনা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা খাওয়া খরচ

এই খরচের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খরচটা যুক্ত নাই, সেটা হলো লিভিং কস্ট। কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে গেলে, সেখানে তো থাকতে হবে। এবং সেই থাকা খাওয়ার খরচটা মোটের উপর কম না।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকায়, এবং এটি ঢাকার মধ্যে সবথেকে ব্যায়বহুল এলাকা। কাজেই এখানে লিভিং খরচ তুলনামূলক বেশি হওয়াটাই স্বাভাবিক।

তবে, থাকা খাওয়া বাবদ সর্বনিম্ন ১৫,০০০ টাকা একজন ছেলে মানুষের জন্য যথেষ্ঠ, এবং একটু ভালোভাবে থাকতে গেলে ২০,০০০ টাকা। অর্থাৎ ৪ বছরে প্রায় ৭,৫০,০০০-৮,০০,০০০ টাকা থাকা খাওয়া তেই যাবে।

অর্থাৎ টিউশন ফী + থাকা খাওয়া সব মিলে মোটের উপর ২০ লাখ টাকা হলে ভালোভাবেই হয়ে যাবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার উপায়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এডমিশনে যদি আপনার মেরিট পসিশন ১-২৫ পর্যন্ত থাকে তাহলে আপনি ১০০% স্কলারশিপ পাবেন। ২৬-৫৭ পর্যন্ত থাকলে ৭৫% স্কলারশিপ পাবেন। ৫৮-৮৫ এর মধ্যে থাকলে ৫০% এবং ৮৬-১০০ এর মধ্যে থাকলে ২৫% স্কলারশিপ পাবেন।

তবে, শর্ত প্রযোজ্য। প্রতিটি সেমিস্টারে সিজিপি পাইতে হবে মিনিমাম ৩.৮০ অন্যথায় স্কলারশপ বাতিল হয়ে যাবে।

কেন NSU প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা?

– আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম
– আধুনিক গবেষণা সুবিধা
– ১০০% স্কলারশিপের সুযোগ (ভর্তি পরীক্ষায় পর ফলাফলের ভিত্তিতে টপ ২৫ এর জন্য, বাকি ১০০ এর মধ্যে ৭৫-২৫%)
– স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম ও উচ্চতর শিক্ষা সহায়তা
– ক্রেডিট ট্রান্সফার সুবিধা
– বিদেশে সহজে স্কলারশিপের সুবিধা

সংক্ষেপে

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ তুলনামূলক বেশি হলেও, কোয়ালিটি এডুকেশন এবং ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনার জন্য এটি অনেক শিক্ষার্থীর প্রথম পছন্দ।

সঠিক পরিকল্পনায় এগিয়ে চললে NSU-তে পড়াশোনা একটি বড় অর্জনে পরিণত হতে পারে!

শেষ কথা

এই হলো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোটের উপর টিউশন ফী, থাকা খাওয়ার খরচ সহ যাবতীয় খরচের বিবরণ। আশাকরি এই আর্টিকেলটির মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিউশন ফী সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়েছেন।

কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের কমেন্ট বক্সে, আপনার প্রশ্নের উত্তর দ্রুত প্রদান করা হবে ইনশাআল্লাহ।

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

মন্তব্য করুন

মন্তব্য করার আগে খেয়াল রাখুন যেন ভদ্র ভাষা ব্যবহার করা হয়।