ভূমিকা
ফিফা বিশ্বকাপ অর্থাৎ ফুটবল
বিশ্বকাপ হলো একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা সংস্থার
সহযোগী দেশগুলো পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্বকাপ ফুটবল
প্রতিযোগিতার যাত্রা শুরু হয় ১৯৩০ সালে এবং এটি প্রতি চার বৎসর অন্তর অন্তর
অনুষ্ঠিত হয়। ফিফা হলো একটি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
১৯৩০ থেকে ২০১৮ অবধি এ পর্যন্ত ২১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় যুদ্ধের মুহুর্ত হওয়ার দরুন ১৯৪২ এবং ১৯৪৬ সাল এই দুই বছর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো উরুগুয়েতে এবং সেই ম্যাচে ফাইনাল খেলেছে উরুগুয়ে বনাম আর্জেন্টিনা। উরুগুয়ে ৪-০ গোলে আশ্চর্যজনকভাবে সেই ম্যাচে বিজয়ী হয়।
সর্বশেষ বর্তমান অবধি ২০১৮ সালে ফিফা ফাইনাল খেলেছে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া। সেই বিশ্বকাপে শিরোপা জিতেছে ফ্রান্স। গোলের ব্যবধান ছিলো ৪-২।
ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের তালিকা
এক নজরে শিরোপাধারী দলসমূহ এবং সাল
১৯৩০ থেকে ২০১৮ অবধি শিরোপাধারী দলসমূহ নিম্নে দেয়া হলো;
বছর |
বিজয়ী |
|
১৯৩০ |
উরুগুয়ে |
|
১৯৩৪ |
ইতালি |
|
১৯৩৮ |
ইতালি |
|
১৯৫০ |
উরুগুয়ে |
|
১৯৫৪ |
পশ্চিম জার্মানি |
|
১৯৫৮ |
ব্রাজিল |
|
১৯৬২ |
ব্রাজিল |
|
১৯৬৬ |
ইংল্যান্ড |
|
১৯৭০ |
ব্রাজিল |
|
১৯৭৪ |
পশ্চিম জার্মানি |
|
১৯৭৮ |
আর্জেন্টিনা |
|
১৯৮২ |
ইতালি |
|
১৯৮৬ |
আর্জেন্টিনা |
|
১৯৯০ |
পশ্চিম জার্মানি |
|
১৯৯৪ |
ব্রাজিল |
|
১৯৯৮ |
ফ্রান্স |
|
২০০২ |
ব্রাজিল |
|
২০০৬ |
ইতালি |
|
২০১০ |
স্পেন |
|
২০১৪ |
জার্মানি |
|
২০১৮ |
ফ্রান্স |
|
২০২২ |
আর্জেন্টিনা |
দেশ অনুযায়ী ফলাফল
১৯৩০ থেকে ১০১৮ অবধি ফিফা বিশ্বকাপে যে দেশ যতবার কাপ নিয়েছে তা নিম্নে দেয়া হলো, রানার আপ হয়েছে, ফাইনালে অবতীর্ণ এবং বিজয়ের সাল ও রানার আপের সালসহ নিম্নে তালিকাসহ উল্লেখ্য করা হলো;
এ পর্যন্ত সর্বচ্চ সংখ্যকবার বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল।
ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন কোন দল?
আর্জেন্টিনা। ফ্রান্স বনাম আর্জেন্টিনার শ্বাস-রূদ্ধকর ম্যাচে দীর্ঘ ৩৬ বছর পর ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।
Read More:
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।