চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয়

Nir
8

ওয়েল্ডিং আলো একটি শক্তিশালী এবং তীব্র আলো যা সাধারণত ওয়েল্ডিং প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আপনি ওয়েল্ডিং শিল্পে বা ওয়েল্ডিং মেশিনে কাজ করেন অথচ ওয়েল্ডিং শক কখনো খাননি, এমন লোক পাওয়া বেশ কঠিন। বিশেষকরে এই সমস্যার সম্মুখীন হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময়। যথাযথ সতর্কতা না মানার দরুন এমন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাটিকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় ওয়েল্ডিং ফ্লাস বার্ণ (Welding flash burn)।


আজকে আমরা জানবো চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয়। ওয়েল্ডিং আলো থেকে নিরাপদ থাকার উপায় এবং ওয়েল্ডিং আলো পড়লে কি হয়।

 

ওয়েল্ডিং আলো চোখে লাগলে কেন চোখে সমস্যা হয়?

ওয়েল্ডিং মেশিনে ওয়েল্ডিং কাজের সময় বিশেষকরে আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওয়েল্ডিং মেশিন হতে তীব্র তীর্যক আলোর বিচ্ছুরণ ঘটে। ওয়েল্ডিং করার সময় এ আলো হতে অতিবেগুনি রশ্মি বের হয়। ওয়েল্ডিং এর অতিবেগুনি আলোক রশ্মি চোখে প্রবেশ করে চোখের মারাত্মক ক্ষতি করে। চোখে পানি পড়তে থাকে, চোখ লাল হয়ে যায়, ঝাপসা দেখা, চোখ তীব্র ব্যাথা ও জ্বালাপোড়াসহ এমনকি দৃষ্টিশক্তি হৃস পেতে পারে, চোখে নানা সমস্যা দেখা দিতে পারে, এমনকি ওয়েল্ডিং এর আলো সরাসরি চোখের ভিতর প্রবেশ করলে চোখের রেটিনা ও লেন্স মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ফলে এ আলো একজন ব্যাক্তির দৃষ্টিকে ধীরে ধীরে অন্ধ করে দিতে পারে।


দীর্ঘ সময় ওয়েল্ডিং আলোর দিকে তাকিয়ে থাকলে কখনো কখনো কিছু ব্যাক্তির চোখে ছানি তৈরি হতে পারে।  ইনফ্রারেড আলো বা অবলোহিত আলো চোখের লেন্সকে উত্তপ্ত করে চোখে ছানি সৃষ্টি করে। যার ফলে একজন ব্যাক্তি সাময়িকভাবে অন্ধ হয়েও যেতে পারে। 

 

এই সমস্যাগুলি প্রতিরোধ করতে এবং ওয়েল্ডিং সরঞ্জামগুলির সাথে যারা কাজ করেন তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ চোখের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷


চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয়

চোখে ওয়েল্ডিং আলো পড়ার পর বেশিরভাগ সময় এর ইফেক্ট পড়ে রাতে। ঘুমানোর সময় ঘুম আসেনা চোখে। চোখের পাতা বন্ধ করার সাথে চোখ হয়ে যায় বন্ধ। শুরু হয়ে যায় চোখের তীব্র যন্ত্রনা। 


এমনটা আমার নিজেরও হয়েছিলো ছাত্রজীবনে ওয়েল্ডিং ল্যাব ক্লাসে। তবে সেটি একবারই হয়েছিলো এবং এমনটা ঘটেছিলো অসতর্কতার দরুন। ওয়ার্কশপে যথাযথ হেলমেট না পড়ার ফলে এবং ওয়েল্ডিং আলো খালি চোখে অল্প একটুক্ষন দেখার ফলে এমনটা ঘটে। রাতে ঘুমানোর পর ঘুম ভাঙতেই চোখের পাতা খুলতে পারিনা। তীব্র যন্ত্রনা শুরু হতে থাকে। তবে কিছু নিয়ম মানার দরুন চোখের এ যন্ত্রনা থেকে নিস্তার মিলে। নিচে কয়েকটি নিয়ম দেয়া হলো যেগুলোর মাধ্যমে চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে যে সমস্যা হয় সেটি থেকে নিস্তার মিলবে। এটি হলো চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয় তার বিস্তারিত। 


এটি একটি খুব অস্বস্তিকর এবং সম্ভাব্য ক্ষতিকারক অভিজ্ঞতা হতে পারে, তবে এমন কিছু পদক্ষেপ রয়েছে যা আপনি আপনার চোখ রক্ষা করতে এবং কোনো ক্ষতি কমাতে নিতে পারেন।


১. চোখে ওয়েল্ডিং আলো পড়লে এবং তীব্র যন্ত্রনা শুরু হলে সাথে সাথে চোখে পানি দিতে হবে। সেক্ষেত্রে হালকা গরম পানিতে কিছু পরিমাণ লবণ মিশিয়ে দিন এবং সেই পানি চোখে দিতে থাকুন টানা ১০-১৫ মিনিট। ধিরে ধিরে তীব্র যন্ত্রনা কমতে শুরু করবে। 


২. চোখে ওয়েল্ডিং আলো পড়লে এবং তীব্র যন্ত্রনা শুরু হলে আলু কেটে চোখের উপরে লাগিয়ে দিতে পারেন। আলু চোখের ব্যাথা কমাতে বেশ কার্যকরি। যখনি ব্যাথা করতে শুরু করবে, সাথে সাথে চোখ বন্ধ করে উপরে আলু লাগিয়ে ধরলে সেই মুহুর্তে ব্যাথা করে একদমই কম। 


৩. চোখে ওয়েল্ডিং আলো পড়লে এবং তীব্র যন্ত্রনা শুরু হলে এবং বাড়িতে গরুর দুধ থাকলে হালকা কাপড়ে ঠান্ডা দুধে ভিজিতে সেই কাপড়টি চোখ বন্ধ করে চোখে লাগিয়ে রাখুন ১০-১২ মিনিট। চোখের তীব্র ব্যাথা একদমই কমে যাবে। 

 

৪.  চোখে ওয়েল্ডিং আলো পড়লে এবং তীব্র যন্ত্রনা শুরু হলে শসা কেটে সেই শসা ঠান্ডা করে চোখে লাগাতে পারেন। এতে তীব্র যন্ত্রনা কমে যাবে।


পরিশেষে, উপরুক্ত পদ্ধতি গুলোতেও যদি চোখের তীব্র যন্ত্রনা পরিপূর্ণভাবে না কমে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন। চিকিৎসক একটি ড্রপ দিবে। সেটি ব্যবহার করুণ তার পরামর্শ অনুযায়ী। ঠিক হয়ে যাবে। 

 

আরও পড়ুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেরা পাঁচ ডিপার্টমেন্ট

Post a Comment

8Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

  1. এগিয়ে যাও

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ ভাই।

      Delete
  2. ড্রপটির নাম বলতে পারেন প্লিজ

    ReplyDelete
    Replies
    1. ড্রপটির নামের জন্য ডক্তরের পরামর্শ নেয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।

      Delete
  3. অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই সমস্যা টি আমারও হয়েছিল আপনার কথার সাথে যথাযথ মিলে যায়

    ReplyDelete
    Replies
    1. স্বাগতম ভাই ভালোবাসা অবিরাম 🥰

      Delete
  4. ধন্যবাদ

    ReplyDelete
    Replies
    1. আপনাকে স্বাগতম।

      Delete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!