নীলসাগর এক্সপ্রেস বাংলাদেশের একটি অন্যতম বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশের দ্রুততম ট্রেনসমূহগুলোর মধ্যে অন্যতম। নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি হতে ঢাকা উভয়পথে নিয়মিত চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী |
আজকে আমরা এই নিবন্ধে আলোচনা করবো নীলসাগর এক্সপ্রেস সম্পর্কিত কিছু তথ্য, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা এবং সেই সাথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কোথায় কোথায় থামে সে সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য।
নীলসাগর এক্সপ্রেস
নীলসাগর এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেনটি উত্তরাঞ্চলের চিলাহাটি রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত উভয় রুটে নিয়মিত চলাচল করে।
নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করে ২০০৭ সালের পহেলা ডিসেম্বর থেকে। প্রথম দিকে নীলসাগর এক্সপ্রেস নীলফামারীর সৈয়দপুর হতে ঢাকা রুটে নিয়মিত চলাচল করতো। তখন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সৈয়দপুর হতে ঢাকা কিন্তু এই ট্রেনটির যাত্রা শুরু হবার কথা ছিলো চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে। দূর্ভাগ্যবশত সেই সময় চিলাহাটি রেলওয়ে স্টেশনের অবকাঠামো ছিলো পুরাতন এবং জরাজীর্ণ ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে।
পরবর্তীতে ২০১৫ সালের ২৮ জানুয়ারি হতে চিলাহাটি রেলওয়ে স্টেশনের অবকাঠামোর উন্নয়ন করার পর ২০১৫ সাল থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা উভয় রুটে নিয়মিত চলাচল করা শুরু করে। এটি ছিলো চিলাহাটি টু ঢাকা রুটে চলাচলকৃত প্রথম আন্তঃনগর ট্রেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি থেকে ছাড়ে রাত ৮টা এবং ঢাকায় পৌঁছায় ভোঁর ৫টায় ৩০ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট।
অপরদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে ভোঁর ৬টা ৪০ মিনিট এবং চিলাহাটি পৌঁছায় বিকাল ৪টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ২০ মিনিট।
নিচে টেবিল আঁকারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ
ট্রেনের নাম | স্টেশন | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|---|
নীলসাগর এক্সপ্রেস | চিলাহাটি টু ঢাকা | নাই | 8:00 pm | 05:30 am |
নীলসাগর এক্সপ্রেস | ঢাকা টু চিলাহাটি | নাই | 6:45 am | 4:00 pm |
নীলসাগর এক্সপ্রেস স্টপেজ
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন
- মুলাডুলি রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- আক্কেলপুর রেলওয়ে স্টেশন
- জয়পুরহাট রেলওয়ে স্টেশন
- বিরামপুর রেলওয়ে স্টেশন
- ফুলবাড়ী রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- সৈয়দপুর রেলওয়ে স্টেশন
- নীলফামারী রেলওয়ে স্টেশন
- ডোমার রেলওয়ে স্টেশন
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এই সকল স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেয়। যেকোনো যাত্রী এইসকল স্টেশন হতে নীলসাগর স্টেশনে উঠতে পারবে কিংবা নামতে পারবে।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
এতক্ষণ আমরা জানলাম নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী তবে এখন আমরা জানবো নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা। চিলাহাটি হতে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া খুব বেশি নয়। স্বল্প টাকায় ভ্রমণ করা যায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬২০ টাকা, স্নিগ্ধাতে ১১৮৫ টাকা, এসি এস ১৪২১ টাকা এবং এসি বি ২১২৮ টাকা।
নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ
আসন |
টিকিট মূল্য |
শোভন চেয়ার |
৬২০ টাকা |
প্রথম চেয়ার |
৬৬০ টাকা |
এসি এস |
১১৮৫ টাকা |
স্নিগ্ধা |
১১৮৫ টাকা |
এসি বি |
২১২৮ টাকা |
নীলসাগর এক্সপ্রেস এখন কোথায়
নীলসাগর এক্সপ্রেস এখন কোথায় সেটি জানার ক্ষেত্রে মোবাইল দিয়ে ম্যাসেজ দিতে পারেন
Tr<space>765 অথবা 766<space>nilsagor লিখে পাঠাতে হবে 16318
তাহলেই জানা যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়।
উল্লেখ্যঃ এখানে 765 হলো ডাউন ট্রেন অর্থাৎ ঢাকা হতে এবং 766 হলো আপ ট্রেন অর্থাৎ চিলাহাটি হতে। ঢাকা হতে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রারত অবস্থায় থাকলে 765 কোড ব্যবহার করতে হবে এবং চিলাহাটি হতে ঢাকা রুটে চলাচলরত অবস্থায় থাকলে 766 কোডটি ব্যবহার করতে হবে।
সচরাচর জিজ্ঞাসা
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোড?
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোড ৭৬৫-৭৬৬।
নীলসাগর এক্সপ্রেস এখন কোথায়?
নীলসাগর এক্সপ্রেস এখন কোথায় সেটি জানার জন্য মোবাইল দিয়ে ম্যাসেজ দিতে হবে Tr<space>793 অথবা 794<space>nilsagor লিখে পাঠাতে হবে 16318 তাহলেই জানা যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়।
নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময়?
অপরদিকে
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে ভোঁর ৬টা ৪০ মিনিট
এবং চিলাহাটি পৌঁছায় বিকাল ৪টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ২০ মিনিট।পঞ্চগড় এক্সপ্রেস চিলাহাটি থেকে ছাড়ার সময়?
নীলসাগর
এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি থেকে ছাড়ে রাত ৮টা এবং ঢাকায়
পৌঁছায় ভোঁর ৫টায় ৩০ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট।
নীলসাগর এক্সপ্রেস কত কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে?
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত ৫২৬ কিলোমিটার বা ৩২৩ মাইল দূরত্ব ভ্রমণ করে।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া?
নীলসাগর
এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬২০ টাকা,
স্নিগ্ধাতে ১১৮৫ টাকা, এসি এস ১৪২১ টাকা এবং এসি বি ২১২৮ টাকা।
নীলসাগর এক্সপ্রেস বন্ধের দিন?
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নেই, সপ্তাহের প্রতিদিন নীলসাগর এক্সপ্রেস চলাচল করে।
পরিশিষ্ঠ
আশাকরি আমরা এই নিবন্ধটি থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কিত সকল যাবতীয় তথ্যাদি জানতে পেরেছি। সেই সাথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও ভাড়া তালিকা জানতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ
রেলওয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের কমেন্ট বক্সে, রিপ্লাই
দেয়া হবে আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর দ্রুত। নীলসাগর এক্সপ্রেসে ভ্রমণের
প্রারম্ভে অগ্রিম টিকিট বুক করার চেষ্টা করুন। আশাকরি ভ্রমণের ক্ষেত্রে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সহযোগিতায় আসবে।
আপনার যাত্রা শুভ হোক!
বুধবার নীলসাগর ট্রেন সান্তাহার আসে কখন
ReplyDeleteবুধবার নীলসাগর এক্সপ্রেস ঢাকা যাবার পথে সান্তাহারে আসে রাত 11:25 মিনিটে।
Deleteনীলসাগর ট্রেন বন্ধের দিন কবে?
ReplyDeleteনীলসাগর এক্সপ্রেস ট্রেনটির বন্ধের দিন রবিবার।
Deleteনীলসাগর এক্সপ্রেস ট্রেন টি কি কমলাপুর থেকে ভোরে ছাড়ে?
ReplyDeleteজী, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ৪৫ মিনিটে ছাড়ে।
Deleteকেবিন এর ভাড়া কত..?
ReplyDeleteঢাকা থেকে চিলাহাটি এসি চেয়ারের ভাড়া ১১৩৩ টাকা।
Deleteজয়দেব পুর থেকে ডুমার কেবিন এর ভাড়া কত..??
ReplyDeleteজয়দেবপুর থেকে চিলাহাটি এসি চেয়ারের ভাড়া ১০৭০ টাকা।
Deleteকেভিন ভাড়া কত জয়দেবপুর থেকে ডোমার
ReplyDeleteজয়দেবপুর থেকে ডোমার চিলাহাটি এক্সপ্রেসে যেতে পারেন। তবে বর্তমানে (জুলাই ২০২৪ অনুযায়ী) এই ট্রেনে শোভন চেয়ার ব্যাতিত অন্য কোনো চেয়ার নাই। শোভন চেয়ারের ভাড়া ৫৮০ টাকা।
Deleteবসে গেলে কি ভাড়া আছে ছোট বাচ্চা দের
ReplyDelete১-৩ বছরের বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য নয়।
Delete