পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৪

Nir
20

পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩/৭৯৪) উত্তরবঙ্গ ভ্রমণের সর্বাধিক জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি। পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত দ্রুতগতিসম্পূর্ণ বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এটি ঢাকা টু পঞ্চগড় উভয় পথে নিয়মিত চলাচল করে। 

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা

পঞ্চগড় ট্রেনটি যাত্রা শুরু করে ২০১৯ সালের ২৬ মে। উক্ত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন। উক্ত দিন থেকে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন হিসেবে পঞ্চগড় টু ঢাকা কিংবা ঢাকা হতে পঞ্চগড় রুটে চলাচলের জন্য। 


ঢাকা টু পঞ্চগড় বাংলাদেশের দীর্ঘ রেলভ্রমণ রুট। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল) ভ্রমণ করে থাকে। ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে সময় লাগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মোটে ১০ ঘন্টা ৪৫ মিনিট। এটি অত্যন্ত দ্রুতগতিসম্পূর্ণ একটি ট্রেন।


যারা ঢাকা হতে পঞ্চগড় কিংবা উত্তরবঙ্গ ভ্রমণ করতে চাচ্ছেন কিংবা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য আমাদের এই নিবন্ধ। এই নিবন্ধে আমরা জানবো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি। সেই সাথে জানবো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটুখানি সংক্ষিপ্ত বিবরণ।  

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় হতে ছাড়ে সকাল ১২টা ৩০ মিনিট এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ১০ ঘন্টা ৪৫ মিনিট। এই ট্রেনটির কোনো সাপ্তাহিক ছুটি নেই। 


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা শোভন চেয়ারের ক্ষেত্রে পঞ্চগড় হতে ঢাকা ৬৯৫ টাকা, স্নিগ্ধা চেয়ারে ১৩৩৪ টাকা, এসি এস চেয়ারে ১৫৯৯ টাকা এবং এসি বি চেয়ারের ক্ষেত্রে ২৩৯৮ টাকা ভাড়া।

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটি নেই। সপ্তাহের প্রতিদিন পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। 

 

নিচে একনজরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টেবিল আঁকারে দেয়া হলোঃ

 

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

পঞ্চগড় এক্সপ্রেস Panchagarh Express (793)

পঞ্চগড় হতে 12:20 pm

ঢাকা পৌঁছাবে 09:55 pm

নাই

পঞ্চগড় এক্সপ্রেস Panchagarh Express (794)

ঢাকা হতে 11:30 pm

পঞ্চগড় পৌঁছাবে 09:50 am

নাই

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার পথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির রয়েছে মোটে ৯টি স্টেশনে স্টপেজ। যাত্রারত অবস্থায় এই ট্রেনটি ৯টি স্টেশনে বিরতি স্টেশন। 


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন সমূহ হলোঃ

  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • নাটোর
  • সান্তাহার জংশন
  • জয়পুরহাট
  • পার্বতীপুর জংশন
  • দিনাজপুর
  • পীরগঞ্জ
  • ঠাকুরগাঁও রোড

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু পঞ্চগড় কিংবা পঞ্চগড় হতে ঢাকা যাত্রারত অবস্থায় এইসকল স্টেশনে থামে। এইসকল স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা উঠতে পারে কিংবা নামতে পারে। 

 

পঞ্চগড় এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া খুব বেশি না হওয়ার দরুন যেকোনো ব্যাক্তি খুব সহজেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারে। এই ট্রেনটির ভাড়া তালিকা খুবই স্বল্প। 

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে আসনভেদে রয়েছে ভিন্ন ভিন্ন ভাড়া। শোভন চেয়ারের ক্ষেত্রে ৫৫০টাকা, স্নিগ্ধা চেয়ারের ক্ষেত্রে ৯১৫টাকা, এসি এস চেয়ারের ক্ষেত্রে ১০৯৫ এবং এসি বি চেয়ারের ক্ষেত্রে ১৬৫০টাকা ভাড়া। 

 

নিচে একনজরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা টেবিল আঁকারে দেয়া হলোঃ 

 

আসনমূল্য
এসি_বি২৩৯৮ টাকা
এসি_এস১৫৯৯ টাকা
স্নিগ্ধা১৩৩৪ টাকা
শোভন চেয়ার৬৯৫ টাকা

 

পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায়

পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায় সেটি জানার ক্ষেত্রে মোবাইল দিয়ে ম্যাসেজ দিতে  পারেন Tr<space>793 অথবা 794<space>Panchagarh লিখে পাঠাতে হবে 16318 তাহলেই জানা যাবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়। 

 

উল্লেখ্যঃ এখানে 793 হলো ডাউন ট্রেন অর্থাৎ ঢাকা হতে এবং 794 হলো আপ ট্রেন অর্থাৎ পঞ্চগড় হতে। ঢাকা হতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রারত অবস্থায় থাকলে 793 কোড ব্যবহার করতে হবে এবং পঞ্চগড় হতে ঢাকা রুটে চলাচলরত অবস্থায় থাকলে 794 কোডটি ব্যবহার করতে হবে।

 
   

সচরাচর জিজ্ঞাসা   

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড ৭৯৩-৭৯৪।

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ট্র্যাকিং করার নিয়ম?

পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায় সেটি জানার ক্ষেত্রে মোবাইল দিয়ে ম্যাসেজ দিতে  পারেন Tr<space>793 অথবা 794<space>Panchagarh লিখে পাঠাতে হবে 16318 তাহলেই জানা যাবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়।  

 

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময়?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার সময় রাত ১০টা ৪৫ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় সকাল ৮টায় ৪৫ মিনিটে।

 

পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছাড়ার সময়?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়ার সময় সকাল ১২টা ৩০ মিনিট এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে। 

 

পঞ্চগড় এক্সপ্রেস কত কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত ৫২৬ কিলোমিটার বা ৩২৩ মাইল দূরত্ব ভ্রমণ করে।

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে আসনভেদে রয়েছে ভিন্ন ভিন্ন ভাড়া। শোভন চেয়ারের ক্ষেত্রে ৫৫০টাকা, স্নিগ্ধা চেয়ারের ক্ষেত্রে ৯১৫টাকা, এসি এস চেয়ারের ক্ষেত্রে ১০৯৫ এবং এসি বি চেয়ারের ক্ষেত্রে ১৬৫০টাকা ভাড়া।

 

পরিশিষ্ঠ

আশাকরি আমরা এই নিবন্ধটি থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কিত সকল কিছু জানতে পেরেছি। সেই সাথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও ভাড়া তালিকা জানতে সক্ষম হয়েছি। 


বাংলাদেশ রেলওয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের কমেন্ট বক্সে, রিপ্লাই দেয়া হবে আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর দ্রুত। পঞ্চগড় এক্সপ্রেসে ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট বুক করার চেষ্টা করুন।

 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

Post a Comment

20Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

  1. সান্তাহার থেকে পঞ্চগড় শোভন চেয়ার আর সিন্ধার এর ভাড়া কত?

    ReplyDelete
    Replies
    1. সান্তাহার থেকে পঞ্চগড় শোভন চেয়ারের ভাড়া ২৪০টাকা এবং স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৪৬০ টাকা। পৌঁছাতে সময় লাগবে ৫ ঘন্টা।

      Delete
  2. পঞ্চগড় যাবো নাটোর থেকে, নাটোরে গাড়ির টাইম জানতে চাই।

    ReplyDelete
    Replies
    1. নাটোর থেকে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস রাত ১২ টা ৩১ মিনিটে, পঞ্চগড় এক্সপ্রেস মধ্যরাত ৩ড়া ১০ মিনিট, একতা এক্সপ্রেস দুপুর ৩টা ১৩ মিনিট এবং বাংলাবান্ধা এক্সপ্রেস রাত ১০টা ৪৯ মিনিটে ছেড়ে যায়।

      Delete
  3. নাটোর থেকে পঞ্চগড় যাবো, নাটোরে গাড়ির সময় জানতে চাচ্ছি।

    ReplyDelete
    Replies
    1. নাটোর থেকে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস রাত ১২ টা ৩১ মিনিটে, পঞ্চগড় এক্সপ্রেস মধ্যরাত ৩ড়া ১০ মিনিট, একতা এক্সপ্রেস দুপুর ৩টা ১৩ মিনিট এবং বাংলাবান্ধা এক্সপ্রেস রাত ১০টা ৪৯ মিনিটে ছেড়ে যায়।

      Delete
  4. অ্যাপে পঞ্চগড় এর টিকিট কাটবো কিন্তু পঞ্চগড় দিলে তো আসতেছে না। সে ক্ষেত্রে from এর কোন জায়গাটার নাম দিবো বুঝতে পারছি না।।।

    ReplyDelete
    Replies
    1. অ্যাপে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম B Sirajul Islam. আপনি যদি ঢাকা থেকে পঞ্চগড় যান তবে From এর জায়গায় Dhaka এবং গন্তব্য To এর জায়গায় B Sirajul Islam দিবেন।

      আবার পঞ্চগড় থেকে কোথাও গেলে From এর জায়গায় B Sirajul Islam লিখবেন, To এর জায়গায় যেখানে যাবেন সেই রেলওয়ে স্টেশনের নাম দিবেন।

      বিষয়টা খুবই দুঃখজনক যে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম অ্যাপে বা ওয়েবসাইটে পঞ্চগড় অর্থাৎ জেলার নামে না, একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদের নামে।

      অ্যাপে পঞ্চগড় রেলওয়ের নাম B Sirajul Islam.

      Delete
  5. সকালে পঞ্চগড় থেকে ঢাকায় কয়টার দিকে ট্রেন যায়

    ReplyDelete
    Replies
    1. পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়ে দুপুর ১২.২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে।

      Delete
  6. ময়মনসিংহ এর স্টেশন থেকে কি যাওয়া যাবে না

    ReplyDelete
    Replies
    1. ময়মনসিংহ স্টেশন থেকে আসার ক্ষেত্রে প্রথমে ঢাকায় আসুন ট্রেনে। তারপর ঢাকা থেকে পঞ্চগড় আসতে পারবেন ট্রেনে। ময়মনসিংহ থেকে ডিরেক্ট পঞ্চগড় আসার কোনো ট্রেন সার্ভিস চালু নেই।
      ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলমান ট্রেনগুলির ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে পড়ুন নিচের নিবন্ধটি;
      ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৪

      Delete
  7. Replies
    1. জী বলুন, কীভাবে সাহায্য করতে পারি?

      Delete
  8. ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় দুপুরের পর কোন সময় ট্রেন থাকে?

    ReplyDelete
    Replies
    1. ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় দুপুরের পর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে রয়েছে দোলনচাঁপা এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ২৩ মিনিট, রাত ৮টা ১৮ মিনিটে রয়েছে একতা এক্সপ্রেস।

      Delete
  9. ট্রেনের নাম্বার ৯৯৩/৭৯৪ ভুল আছে। ৭৯৩/৭৯৪হবে

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো ভাই, ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। সঠিক সংখ্যা যুক্ত করে দেয়া হয়েছে।

      Delete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!