চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা ২০২৫

MD Nazir Hossain

May 11, 2023

অনেকেই চট্রগ্রাম হতে সিলেট ট্রেনে ভ্রমণের জন্য চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি অনুসন্ধ্যান করেন। কারণ রেল ভ্রমণ অধিকাংশেরই প্রিয়। এর প্রধান কারণ হলো ট্রেন ভ্রমণ অধিক নিরাপদ, দ্রুততম এবং আরামদায়ক। সেই সাথে দেখা যায় অপরূপ বাংলার প্রকৃতি। 

 

চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা

চট্রগ্রাম টু সিলেট ভ্রমণের ক্ষেত্রে চোখে পড়ে সীতাকুণ্ডের দূরের পাহাড়সারি। চট্রগ্রাম হতে সিলেট রুটে চলাচলরত অবস্থায় সিলেটগামী ট্রেন যখন হবিগঞ্জের শাহজীবাজার নামক ছোট্ট স্টেশনখানা অতিক্রম করে, তখন শুরু হয় একদিকে বনপাহাড়। একটু অতিক্রম করতেই শুরু হয় দুদিকে পাহাড়ি ঢালে বাক নেয়া অপরূপ চাবাগানগুলি। শ্রীমঙ্গল অতিক্রম করার পর ওদিকে লাউয়াছড়া উদ্যানের বুক চিড়ে এগিয়ে চলে এ রূটে চলাচলরত ট্রেনগুলি। দেখা মিলে লাউয়াছড়া অরণ্যের বানরের ঝাপাঝাপি। তার আই এ রুটে চলাচলের ক্ষেত্রে ট্রেন অধিক জনপ্রিয়। চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি।

যারা চট্রগ্রাম হতে সিলেট ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের জন্য এই নিবন্ধটি হবে সহযোগি। আমরা এই নিবন্ধে আলোচলা করবো চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী, চট্রগ্রাম টু সিলেট ট্রেনের ভাড়া তালিকা এবং সেই সাথে চট্রগ্রাম টু সিলেট চলাচলরত ট্রেনগুলি সম্পর্কে একটুখানি তথ্য। আর তাই আমাদের এই নিবন্ধ, চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা। 

চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী 

চট্রগ্রাম হতে সিলেট রুটে মোটে ২টি আন্তঃনগর ট্রেন এবং ১টি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করে। আন্তঃনগর ট্রেনগুলির মধ্যে হলো, পাহাড়িকা এক্সপ্রেস এবং উদ্যান এক্সপ্রেস। এ রুটে ১টি লোকাল ট্রেন চলাচল করে নিয়মিত – সেটি হলো, জালালাবাদ এক্সপ্রেস। 

চট্রগ্রাম টু সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রাম হতে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিট এবং সিলেটে পৌঁছায় বিকেল ৪টা ৩০ মিনিট। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির চট্রগ্রাম হতে সিলেট পৌঁছাতে সময় লাগে ৯ ঘন্টা ১০ মিনিট। সোমবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। 

চট্রগ্রাম টু সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস
চট্রগ্রাম হতে ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিট এবং সিলেটে পৌঁছায় সন্ধ্যা ৬টায়। উদয়ন এক্সপ্রেস ট্রেনটির চট্রগ্রাম হতে সিলেট পৌঁছাতে সময় লাগে ৮
ঘন্টা ১৫ মিনিট। শনিবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। 

নিচে একনজরে টেবিল আঁকারে চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী দেয়া হলো; 

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

পাহাড়িকা এক্সপ্রেস Paharika Express (719/720)

07:20 am

04:30 pm

সোমবার

উদয়ন এক্সপ্রেস Udayan Express (723/724)

09:45 pm

06:00 am

শনিবার

 

চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন) 

চট্রগ্রাম টু সিলেট রুটে ১টাই মাত্র মেইল ট্রেন চলাচল করে। সেটি হলো জালালাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি নিয়মিত চট্রগ্রাম হতে সিলেট রুটে চলাচল করে।

 

জালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চট্রগ্রাম হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সিলেটে পৌঁছায় সকাল ১১টায়। এই ট্রেনটির কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই। সপ্তাহের প্রতিদিন জালালাবাদ এক্সপ্রেস চলাচল করে চট্রগ্রাম টু সিলেট রুটে। 

নিচে টেবিল আঁকারে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটির সময়সূচী দেয়া হলো; 

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

জালালাবাদ এক্সপ্রেস Jalalabad Express (13/14)

07:30 pm

11:00 am

নেই

 

চট্রগ্রাম টু সিলেট ট্রেনের ভাড়া তালিকা

চট্রগ্রাম হতে সিলেট ট্রেনের ভাড়া খুব বেশি নয়। স্বল্প খরচে সিলেটে ট্রেন যাওয়া যায় অনায়াসেই। চট্রগ্রাম টু সিলেট ট্রেনে যাবার ক্ষেত্রে জনপ্রতি আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে। 

 

চট্রগ্রাম হতে সিলেট ট্রেনে যাওয়ার ক্ষেত্রে শোভন চেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি ৩৭৫টাকা, স্নিগ্ধাতে ৭১৯ এবং এসি এস চেয়ারে ভাড়া পড়বে ৮৭৫টাকা। 

 

নিচে একনজরে চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সকল আসনের ভাড়া তালিকা টেবিল আঁকারে দেয়া হলো;

আসন

টিকিট মূল্য

শোভন

৩১৫ টাকা

শোভন চেয়ার

৩৭৫ টাকা

প্রথম চেয়ার

৫০০ টাকা

স্নিগ্ধা

৭১৯ টাকা

এসি এস

৮৫৭ টাকা

 

সচরাচর জিজ্ঞাসা

চট্রগ্রাম থেকে সিলেট ট্রেন ভাড়া কত?

চট্রগ্রাম থেকে সিলেট রেল ভাড়া বা ট্রেনে যাওয়ার ক্ষেত্রে শোভন চেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি ৩৭৫টাকা,
স্নিগ্ধাতে ৭১৯ এবং এসি এস চেয়ারে ভাড়া পড়বে ৮৭৫টাকা। 

 

চট্রগ্রাম থেকে সিলেট কয়টি ট্রেন চলাচল করে?

চট্রগ্রাম থেকে সিলেট রুটে মোটে ২টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ১টি লোকাল এক্সপ্রেস চলাচল করে। আন্তঃনগর এক্সপ্রেস দুটি হলো, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস এবং লোকাল ট্রেনটি হলো জালালাবাদ এক্সপ্রেস। 

শেষ কথা

আশাকরি এই নিবন্ধটির মাধ্যমে আমরা চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী জানতে পেরেছি। এই নিবন্ধে আলোচনা করা হয়েছে চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি। 

 

চট্রগ্রাম থেকে সিলেট ভ্রমণের ক্ষেত্রে অগ্রিম টিকিট অনলাইন থেকে বুক করার চেষ্ঠা করুন। কারণ অনেক সময় টিকিট শেষ হয়ে যায়। 

 

ট্রেন সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে কমেন্ট বক্সে। আপনার প্রশ্নটির উত্তর প্রদান করা হবে দ্রুত। 

আপনার যাত্রা শুভ হোক! 

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

বই পড়ার অভ্যাস আমার সেই ছোট থেকেই, বই পড়তে ভালোবাসি আমি। এটা আমার নেশা। বই পড়ার মধ্য দিয়েই তো মানুষ আলোকিত হতে পারে। কাজেই আসুন বেশি বেশি বই পড়ি। বইয়ের আলোয় আলোকিত হই।

11 thoughts on “চট্রগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা ২০২৫”

  1. আমি আজকে সিলেট যাব সেজন্য তিনটা টিকিট লাগবে আমার অনলাইনে কিভাবে বুকিং করব

    Reply
  2. আমি কিভাবে রাংগামাটি থেকে টিকেট বুকিং দিতে চাই,আগামাী রবিবারে

    Reply
  3. আপনি অনলাইন থেকে নিজে থেকেই আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই ট্রেনের টিকিট বুক করতে পারবেন।

    অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
    নিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।

    Reply
  4. আমার ৩টা সিলেটের টিকিট লাকবে দাম কত জানাবেন

    Reply
  5. চট্রগ্রাম টু সিলেট ৩টা টিকিটের মূল্য শোভন চেয়ারে ৪৫০*৩=১৩৫০ টাকা

    Reply
  6. চট্টগ্রাম থেকে সিলেট এর একটা টিকিট লাগবে আগামী কাল সকালে কয়টার ট্রেন আছে বলবেন একটু

    Reply
  7. চট্টগ্রাম থেকে সিলেট এর একটা টিকিট লাগবে আগামী কাল সকালে কয়টায় ছারবে বলবেন একটু

    Reply

Leave a Comment