- ৫ বছর ৪৮ পৃষ্ঠা বা ৬৪ পৃষ্ঠা
- ১০ বছর ৪৮ পৃষ্ঠা বা ৬৪ পৃষ্ঠা
আপনি যত বেশি পৃষ্ঠা এবং বছরের জন্য পাসপোর্ট আবেদন করবেন পাসপোর্ট করতে তত বেশি টাকা প্রয়োজন হবে। আপনি ৫ বছর ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট আবেদন করতে যত টাকা লাগবে তার থেকে ১০ বছর ৪৮ পেজের পাসপোর্ট আবেদন করতে কিঞ্চিৎ বেশি টাকা লাগবে।
ডেলিভারির উপর ভিত্তি করে পাসপোর্ট তিন ধরনের হয়ে থাকে। যথা;
- রেগুলার ডেলিভারি
- এক্সপ্রেস ডেলিভারি
- সুপার এক্সপ্রেস ডেলিভারি
রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করলে পাসপোর্ট হতে সাধারণত যে সময় লাগে তার থেকে এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করলে পাসপোর্ট হতে বেশ কম সময় লাগে অপর দিকে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করলে পাসপোর্ট হতে সময় লাগে একেবারেই কম অর্থাৎ মাত্র ২ দিনে পাসপোর্ট হয়ে যায়।
তবে এখানে ডেলিভারির উপর ভিত্তি করে পাসপোর্ট আবেদন ফি কম বেশি হয়ে থাকে। আপনি যত দ্রুত পাসপোর্ট হাতে চান, পাসপোর্ট ফি তত বেশি হয়ে থাকে। ইমার্জেন্সি পাসপোর্টের ক্ষেত্রে অনেকেই সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করে যাদের ২-৩ দিনের মধ্যে পাসপোর্ট প্রয়োজন। কারণ সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট হতে ২দিন সময় লাগে। অপর দিকে যাদের ইমার্জেন্সি প্রয়োজন হয়না তাদের ক্ষেত্রে রেগুলার ডেলিভারি উত্তম। অধিকাংশই পাসপোর্ট আবেদন করেন রেগুলার ডেলিভারিতে। রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট হতে সময় লাগে ২২-২৫দিন। নিচে আমরা ই পাসপোর্ট আবেদন ফি সম্পর্কিত সকল তথ্য দেখবো।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
পাসপোর্ট করতে কত টাকা লাগবে এটা নির্ভর করবে আপনি কত পৃষ্ঠা, কি ধরনের ডেলিভারি এবং কত বছরের জন্য পাসপোর্টটি করবেন। সাধারণত ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ৫ বছরের জন্য ৪৮ পৃষ্ঠা রেগুলার ডেলিভারিতে ৪০২৫টাকা লাগে এবং ১০ বছরের জন্য ৪৮ পৃষ্ঠা রেগুলার ডেলিভারিতে ৫৭৫০টাকা লাগে।
৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নির্ভর করবে পাসপোর্টের ধরণ, পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির উপর।
৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ৪০২৫টাকা
- ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ৬৩২৫টাকা
- ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ৮৬২৫টাকা
৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ৬৩২৫টাকা
- ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ৮৬২৫টাকা
- ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১২০৭৫টাকা
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নির্ভর করবে পাসপোর্টের ধরণ, পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির উপর।
১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ৫৭৫০টাকা
- ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ৮০৫০টাকা
- ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ৪৮ পৃষ্ঠা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০টাকা
১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ৮০৫০টাকা
- ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০টাকা
- ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১৩,৮০০টাকা
সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট ফি
যারা সরকারি চাকরিজীবী যাদের NOC রয়েছে অথবা যারা সরকারি চাকরিজীবী কিন্তু অবসরপ্রাপ্ত যাদের PLR রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট আবেদন ফি এর ক্ষেত্রে রয়েছে কিঞ্চিৎ ভিন্নতা। এক্ষেত্রে তাদের রয়েছে সুবিধা। তারা রেগুলার ডেলিভারির ফী দিয়ে এক্সপ্রেস ডেলিভারিতে পাবে আবার এক্সপ্রেস ডেলিভারিতে ফি দিলে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাবে।
একনজরে ই পাসপোর্ট ফি
নিচে পাসপোর্ট করতে কত টাকা লাগে? এবং ই পাসপোর্ট ফি কত ২০২৪ তালিকা একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হলো;
বিদেশ থেকে পাসপোর্ট করতে কত টাকা লাগে
বাংলাদেশে অবস্থান না করেও বাংলাদেশের নাগরিক হলে আপনি যে দেশেই থাকুন না কেনো সেই দেশ থেকেই বাংলাদেশের পাসপোর্ট আবেদন করতে পারবেন অর্থাৎ দেশে অবস্থান না করেও বিদেশ থেকেই পাসপোর্টের আবেদন করা যায়। এমনটা প্রয়োজন হয় যারা বিদেশে অবস্থান করে, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা মেয়াদ শেষ হওয়ার খুব বেশি দেরি থাকেনা তাদের ক্ষেত্রে রয়েছে এই সুবিধাটি। তবে বিদেশ থেকে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আপনাকে সেই দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করে পাসপোর্ট আবেদন করতে হবে। নিচে বিদেশ থেকে পাসপোর্ট আবেদন ফি তালিকা দেয়া হলো;
বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ১০০ ডলার
- বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদন করলে সেক্ষেত্রে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ১৫০ ডলার
বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ১৫০ ডলার
- বিদেশ থেকে ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ২০০ ডলার
বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ১২৫ ডলার
- বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ১৭৫ ডলার
বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি
- বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ১৭৫ ডলার
- বিদেশ থেকে ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে ২২৫ ডলার
আমার পাসপোর্ট করতে কত টাকা লেগেছিল
আমি যখন প্রথম আমার পাসপোর্ট আবেদন করি তখন আমি রেগুলার ডেলিভারিতে আবেদন করেছিলাম। অধিকাংশই রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করে। তবে যাদের ইমার্জেন্সি দ্রুত পাসপোর্ট প্রয়োজন হয় শুধুমাত্র তারাই এক্সপ্রেস কিংবা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করে।
আমার প্রথম পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে ৪৮ পৃষ্ঠার আবেদনের ক্ষেত্রে আবেদন ফি লেগেছিলো ৪০২৫ টাকা। এর বাইরে এক টাকাও লাগেনি। তাছাড়া এই নিবন্ধে উল্লিখিত সমূহ পাসপোর্ট আবেদনের নির্ধারিত ফি, এর বাইরে কোনো ফি প্রয়োজন হয়নি। যদি কেউ অতিরিক্ত ফি দাবি করে, তবে এটা অনৈতিক। প্রতারণার শিকার হতে পারেন। কাজেই অন্য কোনো ফি দাবি করলে দিবেন না। বরং সেখান থেকে সরিয়ে পড়ুন কিংবা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
সচরাচর জিজ্ঞাসা
ঘরে বসে পাসপোর্ট ফি দেয়া যায়?
হ্যাঁ, ঘরে বসেই বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট আবেদন ফী প্রদান করা যায়।
বিকাশ থেকে পাসপোর্ট ফি দেয়া যায়?
হ্যাঁ, বিকাশ থেকে খুব সহজেই পাসপোর্ট আবেদন ফী প্রদান করা যায়। পাসপোর্ট আবেদন সাবমিট করার পর বিকাশ সেলেক্ট করলে সরাসরি বিকাশ গেটওয়ে থেকে একপে এর মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে।
পাসপোর্ট ফি এর সাথে অন্য কোনো ফী দিতে হয়?
না, পাসপোর্ট আবেদন ফি এর সাথে অন্য কোনো ফি দিতে হয়না। কেউ চাইলে সেক্ষেত্রে বুঝে নিবেন সে প্রতারণা করতেছে। কেউ টাকা চাইলে দিবেন না, সেখান থেকে বিরত থাকুন।
পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো টাকা দিতে হয় কি?
না, পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো টাকা দিতে হয়না। তারা টাকা দাবি করলেও দিবেন না। কারণ এটা অনৈতিক। পাসপোর্ট আবেদন ফি এর বাইরে কোনো টাকা কোথাও দিতে হয়না।
শেষ কথা
আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে পাসপোর্ট করতে কত টাকা লাগে? ই পাসপোর্ট ফি কত ২০২৪ সম্পর্কে জানতে পেরেছি। এই নিবন্ধে উল্লিখিত ফি সমূহ পাসপোর্ট করতে কত টাকা লাগে? ই পাসপোর্ট ফি কত ২০২৪ এর তালিকা। এখানে পাসপোর্ট করতে কত টাকা লাগে? ই পাসপোর্ট ফি কত ২০২৪ সম্পর্কে যাবতীয় তথ্যাদি আলোচনা করা হয়েছে।
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।