অনলাইনে বেনাপোল পোর্ট ফী দেওয়ার নিয়ম

Nir
0

যারা বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়া যাবেন তারা বর্তমানে বাসা থেকেই পোর্ট ট্যাক্স পরিশোধ করে ইন্ডিয়া যেতে পারবেন বেনাপোল বর্ডার দিয়ে। আগে পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো বর্ডারে গিয়ে, দারিয়ে থাকতে হতো দীর্ঘ লাইনে। তবে বর্তমানে এটাকে আরও সহজ করার জন্য অনলাইনে পোর্ট ট্যাক্স দেয়ার পরিসেবা চালু হয়েছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে হয় না। সেই সাথে বেনাপোল বর্ডার দিয়ে যারা ইন্ডিয়া যাবেন তারা ট্রাভেল ট্যাক্সও পরিশোধ করতে পারেন অনলাইনের মাধ্যমে।

 

অনলাইনে বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

 

বেনাপোল বর্ডার বাংলাদেশের প্রধান এবং সবথেকে বড় স্থল বন্দর। প্রতিদিন অসংখ্য মানুষ বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করে।

 

অনলাইনে বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

অনলাইনে বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়মঃ

  1. অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ট্যাক্স দেয়ার ক্ষেত্রে প্রথমে প্রবেশ করুণ http://blpa.ekpay.gov.bd/ এই ওয়েবসাইটে। 
  2. এরপর সেখানে ফরমটি পূরণ করে নিচে পেমেন্ট অপশন সেলেক্ট করুন যে মাধ্যমে পেমেন্ট করতে চান। এখানে বিকাশ/নগদ/রকেট/কার্ড সব রয়েছে। 
  3. এখন Pay তে ক্লিক করুন। 
  4. পেমেন্ট সম্পূর্ণ করুণ। ওখানেই অটোমেটিক পেমেন্ট হবে। 
  5. এখন আপনা-আপনি পোর্ট ট্যাক্স কপি ডাউনলোড হয়ে যাবে। 

 এখন আমরা পোর্ট ট্যাক্স দেয়ার নিয়মটি বিস্তারিতভাবে জেনে নেই;

 

১. প্রথমে http://blpa.ekpay.gov.bd এই লিংকে প্রবেশ করুন। তাহলে নিচের মতো একটি পেইজ আসবে। এখানে Passenger Name এর জায়গায় আপনার নাম লিখুন, অবশ্যই পাসপোর্টে যা রয়েছে সেভাবেই। ভুল করবেন না একদম। Phone Number এর জায়গায় আপনার ফোন নাম্বার দিন। Departure Port এর জায়গায় ক্লিক করে Benapole Land Port Select করে দিন। এর জায়গায় BGD - BANGLADESH করে দিন। Passport No এ আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। Departure Date এর জায়গায় আপনি যেদিন যাবেন ওই তারিখ দিন। অবশ্যই ভুল করবেন না। ফরম পূরণের স্যাম্পল দেখে নিন নিচের ছবি থেকে। এখানে আমার নিজের পোর্ট ট্যাক্স পরিশোধের ইনফো রয়েছে। আপনি আপনার তথ্যগুলো দিবেন। ফরমটি পূরণ করা হলে এখন নিচে পেমেন্ট মাধ্যম সেলেক্ট করুন। যেমন আমি বিকাশ থেকে পেমেন্ট করবো। তাহলে বিকাশ এ ঘরে মার্ক করুন। এরপর Pay তে ক্লিক করুন।

অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

 

২. Pay তে ক্লিক করলে নিচের মতো একটি পেইজ আসবে। এখানে সরাসরি পেমেন্ট হয়ে যাবেপোর্ট ট্যাক্স ফী। এখানে আপনার বিকাশ নাম্বারটি লিখুন। তারপর Confirm এ ক্লিক করুন। তাহলে আপনার নাম্বারে একটা OTP যাবে। সেই OTP টা দিলেই পোর্ট ট্যাক্স ফী পেমেন্ট হয়ে যাবে এবং একটি স্লিপ ডাউনলোড হয়ে যাবে। 

অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

 

৩. পেমেন্ট সম্পূর্ণ হলেই আপনা-আপনি একটি পিডিএফ স্লিপ ডাউনলোড হবে। সেটি প্রিন্ট করে নিয়ে গেলেই হবে। এটিই আপনার বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স ফী। স্লিপটি এমন। 

অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

 

এইতো হয়ে গেলো আমাদের বেনাপোল বেনাপোল বর্ডারের পোর্ট ট্যাক্স দেয়া সম্পূর্ণ। এভাবে যেকোনো সময় অনলাইনের মাধ্যমে বেনাপোল বর্ডারের পোর্ট ট্যাক্স দিতে পারবেন অনলাইনের মাধ্যমেই এক মিনিটেই।


পোর্ট ট্যাক্স স্লিপ ডাউনলোড করার নিয়ম 

যদি এমন হয় যে পোর্ট ট্যাক্স ফী অনলাইনে দেবার পর কোনোভাবে স্লিপটা ডাউনলোড হলো না বা ডিলিট হয়ে গেলো প্রিন্ট করার আগে তখন কী করবেন? এরও সমাধান রয়েছে। পূর্ণরায় একই ওয়েবসাইটের Re-Download Invoice অপশন থেকে আবারও পূর্ণরায় ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। 

১. এ জন্য প্রথমে http://blpa.ekpay.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন নিচে আসুন। দেখুন রয়েছে Re-Download Invoice এখানে ক্লিক করুন। 

অনলাইনে পোর্ট ট্যাক্স দেয়ার নিয়ম

 

২. এখন নিচে এমন আসবে। এখানে Passport No এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার দিন যে পাসপোর্ট নাম্বার দিয়ে পোর্ট ট্যাক্স পরিশোধ করেছেন। Departure Date এর জায়গায় যেই তারিখে যাবেন উল্লেখ করেছেন সেই তারিখটি দিন। এখন Search এ ক্লিক করুন। 

অনলাইনে পোর্ট ট্যাক্স দেয়ার নিয়ম


৩. Search এ ক্লিক করলে এমন একটি পেইজ আসবে। এখানে Download এ ক্লিক করলেই আপনার পোর্ট ট্যাক্স স্লিপ ডাউনলোড হয়ে যাবে। 

 

অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম

এই তো আমাদের কাজ শেষ। এই স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়ে গেলেই হবে। আর কিছু করতে হবেনা। আমাদের পোর্ট ট্যাক্স দেয়া সম্পূর্ণ। 

 

বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স কত

বেনাপোল বর্ডারের পোর্ট ট্যাক্স বা পোর্ট ফী ৫১ টাকা। 


পরিশিষ্ঠ

এই নিবন্ধের মাধ্যমে আশাকরি আমরা অনলাইনে বেনাপোল বর্ডার পোর্ট ট্যাক্স দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে সক্ষম হয়েছি। পোর্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স অথবা ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের কমেন্ট বক্সে। আপনার মন্তব্যের রিপ্লাই প্রদান করা হবে দ্রুত। 


আরও পড়ুন

ভারতীয় ভিসা চেক করার নিয়ম

ভারতীয় ভিসা চেক করার নিয়ম

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!