ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায় ২০২৫

Nir
0

নিজের অজানতেই হোক কিংবা অন্য কোনো কারনে নিজের প্রোফাইল থেকে পোস্ট ডিলেট হয়ে যায় কিংবা নিজেই অপ্রয়োজনীয় পোস্ট ভেবে ডিলেট করে ফেলেন কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি প্রয়োজন হয়। তখন কী করবেন?

ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায়

 

ঠিক তখন মাথায় প্রশ্ন আসে ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট কি ফিরিয়ে আনা সম্ভব? এর উত্তর হলো অবশ্যই সম্ভব। ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায়। জানতে চান এ সম্পর্কে? আর তাই আজকে আমরা এই নিবন্ধে আলোচনা করবো ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায় সম্পর্কিত বিস্তারিত।


ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায়

ফেসবুকের পোস্ট ডিলিট করার পরও সেগুলো ৯০ দিনের জন্য ফেসবুকের সার্ভারে সংরক্ষিত থেকে যায়। এই সময়ের মধ্যে আপনি চাইলে সহজেই আপনার ডিলেট হওয়া পোস্ট ফিরিয়ে আনতে পারেন। কিন্তু ৯০ দিনের বেশি হলে সম্ভব নয়। 


ফেসবুক মনে করে ফেসবুকের পোস্ট ডিলেট হয়ে যাওয়া পোস্টগুলো ডিলেট হওয়া ব্যাক্তির ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। আর তাই ফেসবুক কতৃপক্ষ এই ব্যবস্থাটি রেখেছে। 


ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফিরিয়ে আনার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:

১. প্রথমেই ফেসবুক অ্যাপ কিংবা কম্পিউটার থেকে আপনার ফেসবুক প্রফাইলে প্রবেশ করুণ। এরপর লক্ষ্য করুন। এখানে একদম উপরে বামে ৩টা ডট রয়েছে। সেখানে ক্লিক করুন। এরপর দেখুন অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে Activity Log এ ক্লিক করুন।

 



২. Activity log এ ক্লিক করলে এমন একটি পেইজ আসবে। এখানে নিচে Trash এ ক্লিক করুন। 

 



৩. Trash এ ক্লিক করলে এখন আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক থেকে ৯০ দিনের মধ্যে ডিলিট করা পোস্টগুলো। যে পোস্টটি পূর্ণরায় প্রফাইলে পেতে চান সেই পোস্টটিতে মার্ক করুন। এখন লক্ষ করুন উপরে Restore লেখা রয়েছে। এখানে ক্লিক করুন।  




৪. এখন আবার Restore এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। তাহলেই হয়ে যাবে পোস্ট Restore. অর্থাৎ চলে যাবে আপনার প্রফাইলে পূর্ণরায়। এখানে আগের লাইক কমেন্ট সবই থেকে যাবে। কোনো চেঞ্জ হবে না।

 


 

 

ফেসবুক অ্যাপ থেকে ডিলিট হওয়া পোস্ট ফেরত আনার উপায়

১. ফেসবুক অ্যাপটি ওপেন করুন। 

২. আপনার প্রোফাইলে যান। 

৩. ডানদিকের উপরের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন। 

৪. Activity Log এ যান।

৫. Trash এ ক্লিক করুণ। 

৬. যে পোস্টগুলি রিকোভার করতে চান সেই পোস্টগুলো সেলেক্ট করুণ। এগুলো সব আপনার ডিলিট হওয়া পোস্ট।

৭. পোস্টের উপরে থাকা "Restore" বোতামে ক্লিক করুন।

 

পোস্টটি ফিরিয়ে আনার পর, আপনি পোস্টটি আবার আপনার টাইমলাইনে দেখতে পাবেন।

 

শেষ্য কথা

আশাকরি এই নিবন্ধ থেকে আমরা ফেসবুকের ডিলেট হওয়া পোস্ট ফেরত আনার উপায় সম্পর্কিত বিস্তারিত জানতে পেরেছি। এই নিবন্ধ কিংবা ফেসবুক বা যেকোনো কিছু সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্ট বক্সে। আপনার মন্তব্যের উত্তর প্রদান করা হবে দ্রুত। 


আরও পড়ুন 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

গুগল একাউন্ট খোলার নিয়ম

ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!