বিকাশের থেকে ব্যাংকে টাকা রাখাটা অনেক বেশি সুরক্ষিত। বর্তমান সময়ে কমবেশি অনেকেরই ব্যাংক একাউন্ট রয়েছে। তবে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে সাধারণত ব্রান্সে গিয়ে টাকা জমা দিতে হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা বিকাশ থেকেই খুব সহজে ব্যাংকে টাকা জমা দেয়া যায়। জানা থাকলেও এটা জানিনা, ঠিক কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা জমা দিতে হয়। আমি এই ব্লগ পোস্টে দেখাবো, কিভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম।
শুধু তাই নয়। বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ কত প্রয়োজন এবং কোন কোন ব্যাংকে পাঠাতে পারবেন, তার সম্পূর্ণ বিস্তারিত জানবো আমরা এই ব্লগ পোস্ট থেকে।
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা অনেকবেশি। যেকোনো সময় যেকোনো স্থান থেকে খুব সহজেই মুহুর্তেই ব্যাংকে টাকা জমা ট্রান্সফার করা যায় বিকাশ থেকে। শুধু তাই নয়, আপনার বিকাশে ব্যালেন্স না থাকলেও, অন্যের বিকাশ থেকেই আপনার ব্যাংকে টাকা জমা দিতে পারবেন, তাও আবার মুহুর্তেই।
যেসকল ব্যাংকে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন
- স্ট্যান্ডার্ড চার্টার্ড
- সিটি ব্যাংক
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক
- ব্রাক ব্যাংক
- মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- মিডল্যান্ড ব্যাংক
- সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
- ব্যাংক এশিয়া
- এস বি এ সি ব্যাংক
- যমুনা ব্যাংক
- ইবিএল স্কাই ব্যাংকিং
- এন আর বি সি ব্যাংক
- কমিউনিটি ব্যাংক
- মধুমতি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক লিমিটেড
- ট্রাস্ট মানি ব্যাংক
- এনআরবি ব্যাংক
- সীমান্ত ব্যাংক লিমিটেড
- ঢাকা ব্যাংক লিমিটেড
- স্ট্যান্ডার্ড ব্যাংক
- পদ্মা ব্যাংক লিমিটেড
- এনসিসি ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক লিমিটেড
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড
- এক্সিম ব্যাংক
- প্রাইম ব্যাংক
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমেই আপনাকে প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব না, কাজেই প্রথমেই বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিন প্লে-স্টোর থেকে।
বিকাশ অ্যাপ ইন্সটল করে এখন লগিন করুণ আপনার বিকাশ একাউন্টটি। লগিন করার ক্ষেত্রে নাম্বার ও পাসওয়ার্ড দিন। লগিন হলে এমন একটি পেইজ আসবে;
এখানে বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করুণ। যদি এটা না থাকে, তবে আরও নামে একটা অপশন পাবেন, সেখানেই পেয়ে যাবেন এই অপশনটা।
বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করলে নীচের চিত্রের মতো একটি পেইজ আসবে।
এখানে ব্যাংক একাউন্ট অপশনে ক্লিক করুণ। ব্যাংক একাউন্ট অপশনে ক্লিক করলে নীচের মতো একটি পেইজ আসবে।
এখানে ব্যাংক একাউন্টের একটা লিস্ট দেখতে পারবেন। এই লিস্টে যেসকল ব্যাংক একাউন্ট রয়েছে প্রত্যেকটা ব্যাংকে আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন। এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামের উপরে ক্লিক করুণ। যেমন ধরুন আমি সিটি ব্যাংকে টাকা পাঠাবো, সেক্ষেত্রে আমাকে সিটি ব্যাংকের উপরে ক্লিক করতে হবে। ব্যাংকের নামের উপরে ক্লিক করলে এমন একটা পেইজ আসবে।
এখন আমাদের কাজ হলো ব্যাংক একাউন্ট যোগ করা, যে একাউন্টে আমি টাকা পাঠাবো। ব্যাংকের নামের উপর ক্লিক করার পর এটা আসবে। এখানে ব্যাংক একাউন্ট যোগ করুণ এ ক্লিক করুণ। তাহলে নীচের মতো একটি পেইজ আসবে।
এখন এখানে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার যোগ করুণ। অবশ্যই মানে রাখবেন, কার্ডের নাম্বার নয়, ব্যাংক একাউন্টের নাম্বার যোগ করতে হবে। ব্যাংক একাউন্ট নাম্বার যোগ করার পর ক্লিক করুণ একদম নিচে এগিয়ে যান লেখাতে। তাহলে নীচের মতো একটি পেইজ আসবে।
এখানে নিচে আপনার একাউন্ট নাম লিখুন। এরপর একদম নিচে পিন দিয়ে বামে তীর চিহ্নটিতে ক্লিক করুণ। নোটঃ একাউন্ট নাম্বার ও নাম কেউ জানলে সমস্যা নেই, এটা টাকা পাঠানোর জন্য। তবে বিনা কারণে অন্য কাউকে না জানানোই ভালো। তবে কার্ডের নম্বর কাউকে জানতে দিবেন না ভুলেও।
তীর চিহ্নটিতে ক্লিক করলে এমন একটি পেইজ আসবে এখন।
আপনার ব্যাংক একাউন্টটি বিকাশে যুক্ত হয়েছে। এখন নিচে ব্যাংক একাউন্টে টাকা পাঠান লেখাতে ক্লিক করুণ। তাহলে নীচের মতো একটি পেইজ আসবে।
এখানে টাকার পরিমাণ লিখুন, কত টাকা পাঠাবেন। লিখে পাশে তীর চিহ্নটিতে ক্লিক করুণ। তাহলে পিন কোড চাইবে। পিন কোড দিয়ে একটা তীর চিহ্ন দেখবেন, সেটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।
এভাবে আপনি খুব সহজেই মুহুর্তের মধ্যেই বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
যেভাবে ডিলেট করবেন বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ব্যাংক একাউন্ট নাম্বারটি
এজন্য প্রথমেই আপনাকে বিকাশের মূল পেইজে আসতে হবে।
এখানে বিকাশ টু ব্যাংক ক্লিক করুণ। তাহলে দেখবেন এমন একটি পেইজ পাবেন।
এখন আপনার একাউন্টটি ডিলেট করার জন্য বাদ দিন এ ক্লিক করুণ। তাহলে এমন আসবে;
এখন নিশ্চিত করুণ লেখাতে ক্লিক করুণ। তাহলে ডিলেট হয়ে যাবে।
অথবা যেকোনো সময় টাকা পাঠানোর ক্ষেত্রে এর উপর ক্লিক করে এমাউন্ট আর পিন দিলেই টাকা পৌঁছে যাবে আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে।
আরও পড়ুন;
যেভাবে খুলবেন সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট বিস্তারিত
যেভাবে খুলবেন ইস্টার্ণ (ইবিএল) ব্যাংক স্টুডেন্ট একাউন্ট বিস্তারিত
যেভাবে খুলবেন এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট বিস্তারিত
সেরা পাঁচ ব্যাংকের ফ্রী স্টুডেন্ট একাউন্ট
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর চার্জ
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে খুব বেশি চার্জ নেই, শুধুমাত্র হাজারে ১০টাকা চার্জ কাটে। অর্থাৎ আপনি ১০০০টাকা বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করলে হাজারে ১০টাকা চার্জ কাটবে।
পরিশিষ্ট
আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে জানলাম কীভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয়। যেকোনো জরুরী প্রয়োজনে হোক বা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর প্রয়োজন হলেই বিকাশ থেকে পাঠানোর চেষ্ঠা করুণ। এতে করে আপনার সময় বেঁচে যাবে, যেতে হবেনা ব্রান্সে। তাছাড়া ব্রান্স তো আর খুব কাছে নয়। কোনো প্রশ্ন থাকলে, আমাদের কমেন্ট বক্স রয়েছে উন্মুক্ত। নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, উত্তর পেয়ে যাবেন দ্রুত।
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।