২০১৬ প্রবিধান ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাকে সংক্ষেপে বলা হয় ১৬ প্রবিধান। বর্তমানে চলছে প্রবিধান ২০২২ সংক্ষেপে যাকে বলে ২২ প্রবিধান। ডিপ্লোমা পর্ব সমাপনি পরিক্ষা ইতোমধ্যে শেষ হওয়ার দরুণ কিংবা এসএসসি পরীক্ষার পর ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি এ ভর্তির সুযোগ পাওয়ার দরুন অনেকেই নতুন পর্বে উত্তির্ণ হতে চলেছেন, ফলে অনেকেই ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা অনুসন্ধান করছেন। আর তাই আমরা এই নিবন্ধে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা ২০২২ প্রবিধান এর বই তালিকা জানবো প্রতিটি বইয়ের বিষয় কোড সহ।
ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা |
ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং মোটে ৪ বছর। প্রতি সেমিস্টার বা পর্ব ৬ মাস করে পরিচালিত হয়।
১ম থেকে ৭ম পর্ব চলে স্ব স্ব ইন্সটিটিউটে। তবে সকল পর্ব সমাপনী পরিক্ষা হয়
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এবং ৮ম পর্ব ইন্ডাসট্রিয়াল
ট্রেনিং বা ইন্টার্ণি শিল্প প্রতিষ্ঠান এবং স্ব স্ব ইন্সটিটিউটে পরিচালিত
হবে।
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা
নিচে সেমিস্টার বা পর্ব অনুযায়ী ২০২২ প্রবিধানের ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা দেয়া হলো।
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ১ম পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি প্রথম সেমিস্টারের বইসমূহ হলো;
- ইঞ্জিনিয়ারিং ড্রয়িং
- বাংলা - ১
- ইংরেজি - ১
- ফিজিক্যাল ইডুকেশন এন্ড লাইফ স্কিলস ডেভেলপমেন্ট
- ম্যাথম্যাটিকস - ১
- ফিজিক্স - ১
- বেসিক ইলেকট্রিসিটি
- হিউম্যান এনাটমি এন্ড সাইকোলজি
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ২য় পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি দ্বিতীয় সেমিস্টারের বইসমূহ হলো;
- বাংলা ২
- ইংরেজি ২
- ম্যাথম্যাটিকস ২
- ফিজিক্স ২
- বেসিক ইলেকট্রনিকস
- ইলেকট্রিক্যাল সার্কিটস ১
- বেসিক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ৩য় পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি তৃতীয় সেমিস্টারের বইসমূহ হলো;
- সোশ্যাল সায়েন্স
- কেমিস্ট্রি
- ম্যাথম্যাটিকস ৩
- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
- ইলেকট্রিক্যাল সার্কিটস ২
- মেডিকেল ট্রান্সডিউচার এন্ড সেন্সর
- অপারেটিং রুম ইকুপমেন্ট
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ৪র্থ পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি চতুর্থ সেমিস্টারের বইসমূহ হলো;
- ইলেকট্রিক্যাল ইন্সটলেশন, প্ল্যানিং এন্ড এস্টিমেটিং
- একাউন্টিং
- ডিসি মেশিন
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস মেজারমেন্ট ১
- ডিজিটাল ইলেকট্রনিকস
- ডেন্টাল ইকুপমেন্ট
- এনেস্থিজিয়া এন্ড রিসপিরেটরি ইকুপমেন্ট
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ৫ম পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি পঞ্চম সেমিস্টারের বইসমূহ হলো;
- প্রিন্সিপল অব মার্কেটিং
- ইন্ডাসট্রিয়াল ম্যানেজমেন্ট
- প্রোগ্রামিং ইন সি
- এসি মেশিন ১
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস মেজারমেন্ট ২
- রেডিওলোজী এন্ড ইমেজিং ইকুপমেন্ট
- ফাইবার অপটিকস এন্ড লেজার ইন মেডিকেল ফিল্ড
- ফিজিওথেরাপি এন্ড রিয়্যাবিলিটেশন ডিভাইজ
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ৬ষ্ঠ পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ষষ্ঠ সেমিস্টারের বইসমূহ হলো;
- ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার
- এসি মেশিন ২
- ডায়াগনস্টিক এন্ড ল্যাবরেটরি ইকুপমেন্ট
- মাইক্রোপ্রসেসর এন্ড বায়োমেডিকেল এপ্লিকেশন
- টেস্টিং এন্ড মেইন্টিনেন্স বায়োমেডিকেল ইকুপমেন্ট
- ক্যাড ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
- ইনভাইরোনমেন্টাল স্টাডিস
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি ৭ম পর্ব বই তালিকা
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি সপ্তম সেমিস্টারের বইসমূহ হলো;
- বিজনেস কমিউনিকেশন
- ইনোভেশন এন্ড অন্টোরপ্রিনারশিপ
- সুইচ গিয়ার এন্ড প্রটেকশন
- এডভ্যান্স বায়োমেডিকেল ইকুপমেন্ট
- আইসিউ এন্ড সিসিইউ একুপমেন্ট
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট
- মেডিকেল ফিজিক্স এন্ড নিউক্লিয়ার ইন্সট্রুমেন্টস
শেষ কথা
এই নিবন্ধে ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবিধান ২০২২ এর সকল সেমিস্টারের বই তালিকা দেয়া হলো। আশাকরি নিবন্ধটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি এর সকল শিক্ষার্থীর উপকারে আসবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কারও কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের কমেন্ট বক্সে। আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে দ্রুত।
আরও পড়ুন
দেশের সেরা দশ পলিটেকনিক ইন্সটিটিউট
ছাত্রজীবনে উপার্জনের নানা উপায়
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেরা পাঁচ ডিপার্টমেন্ট
চোখে ওয়েল্ডিং এর আলো পড়লে কি করণীয়
Tag: ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বই তালিকা, Electromedical Technology Book List, Diploma in Electromedical technology book
list, ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবিধান ২০২২ বই তালিকা, ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি
বুক লিস্ট ২০২২ প্রবিধান
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।